নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

উপমা

২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৭


ছবি: ইন্টারনেট

আজ তোমার ছুটি দিয়ে দিচ্ছি,
ভোর আর সাঁঝের বেলায় দিন রাত্রি মিলনের যে সময়টুকু পায়,
সেটুকু সময়ও আমার সাথে ছলনা করতে বিন্দুমাত্র ভাবে নি।
আমি বলছিনা সেই ছলনার আশেপাশে তুমি ছিলে,
তবে সময়,
তাকে তো আটকানোর ক্ষমতা আমার নেই।
নীল আকাশ,একটা সাদা কবুতর,
ডানা মেলে ঠিক যতটা আকাশ সে দখল করেছে,
তার হিসাব কষতে তুমি পার করে দিলে এক জীবন,
অথচ তারচেয়েও কম পরিধি নিয়ে আমি আকাশ গড়েছি,
সে সুবিশাল আকাশের প্রতিটি নিলে তুমি,
আকাশের শুভ্রতা তোমাকে ছুঁয়ে যায় বারবার।
আমি বলছিনা মেঘ জমার কোনো অবকাশ সেখানে নেই,
আজ তোমাকে ছুটি দিলাম উপমা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৬

Sulaiman hossain বলেছেন: কবিতাটা সুন্দর, কবুতরটি ও সুন্দর

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ।

২| ২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ।

৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কাব্যিক কবি দা

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪১

মিরোরডডল বলেছেন:





অথচ তারচেয়েও কম পরিধি নিয়ে আমি আকাশ গড়েছি,
সে সুবিশাল আকাশের প্রতিটি নিলে তুমি,
আকাশের শুভ্রতা তোমাকে ছুঁয়ে যায় বারবার।


অনেক ভালোলাগা।
ছবির আকাশের জন্য একটি গান।

ভালোবাসা তবু যেনো
এক নদী অনাবিল
রঙধনু ছুঁয়ে স্বপ্নিল






০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন ?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । গানটা রাতে শুনবো ।
আপনার রুচির প্রশংসা করতে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.