![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
আমি এমন কেন?
আমার ভেতরে ক্ষুধা নেই-
আছে অন্যের পায়ের তলানি চেটে খাওয়ার অভ্যাস।
কি এক স্বর্গীয় সুখে বিভোর হয়ে উঠি আমি
পা চাটতে চাটতে...
আমি কিছু বুঝি না,
পায়ের তলা না চেটে খেলে ঘুমই আসে না।
নেতা হতে পারি না,
অবৈধ টাকায় কেনা নেতার পেছনে কুকুরের মতো ছুটি।
স্লোগান দেই, ধরি ব্যানার,
আর যখন তারা মারে-
সামনে মারে, পিছনে মারে-
আমি পড়েও যাই...
রক্ত বয়ে দেই, তবুও উঠে দাঁড়িয়ে আবার পা চাটি।
দেশে চাটি,
বিদেশে যাই-
সেখানে ইনকাম করি, ঘাম ঝরাই।
তারপর যখন নেতা আসে বিদেশ সফরে,
আমি আবার কুকুরের মতো দৌড়াই, আর পা চাটি।
০৫ ই মে, ২০২৫ রাত ১১:৩০
মায়াস্পর্শ বলেছেন: থ্যাংক ইঊ আপু
আগামিকাল কারো ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ফ্লাইট থাকলে দুই ঘন্টা আগেই বের হবেন গন্তব্যের জন্য।
কালকে ম্যারাথন আছে।
২| ০৫ ই মে, ২০২৫ রাত ১১:৫৯
যামিনী সুধা বলেছেন:
২য় শ্রেণীর বাচ্চার মতো কিসব আগডুম বাগডুম লেখেন!
০৬ ই মে, ২০২৫ রাত ১২:৫৮
মায়াস্পর্শ বলেছেন: আপনার জ্ঞান কম।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২৫ রাত ১০:৪১
শায়মা বলেছেন: হায় হায় পা চাটা চাটনি!!!
নামটা ফানি হয়েছে।