নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মাতরুল

০৮ ই মে, ২০২৫ দুপুর ২:১৮


ক্লাস নাইনের কথা বলছি। পিঠে পাখা গজিয়েছে মাত্র। স্যার- ম্যাডামেরা রাগ করে বলতেন পাখা কাটতে নাকি তাদের সময় লাগবে না। এই পাখা কাটার কথা শুনে নতুন গজানো পাখাকে যত্ন করতে লাগলাম।
আমাদের পাখার মধ্যে অনেক কিছু ছিলো। এই মনে করেন স্কুলে বুক ফুলিয়ে চলা,অযথা এরে ওরে ধরে নাকানি চুবানি দেওয়া, ম্যাডামের বাসায় টিনের ওপর ইট ছোড়া, স্যারের বাসায় প্রাইভেট পড়তে যেয়ে বিলাতি আমগাছের বড় বড় আমগুলো গায়েব করে দেওয়া ,স্কুলের গ্যারাজের ভেতর ঢুকে দপ্তরির সাইকেলের পাম্প ছেড়ে দেওয়া।এগুলো নৈমত্তিক বেপার।
আমাদের এক বন্ধুর নাম আরিফ। বন্ধুটা এখনো ৫ ফিট। ওপরের দিকে আর বাড়েনি। বন্ধুর নাম আরিফ হলেও আমরা একটা নাম দিয়েছিলাম ''মাতরুল ''। স্ক্রু ড্রাইভারকে আমরা বাংলা স্থানীয় ভাষায় বলি মাতরুল।
এই নামের একটা শানে নুযুল আছে, সেই গল্পটা বলছি তবে।
বন্ধু আমার নতুন একটা হিরো রয়েল সাইকেল কিনেছিলো ক্লাস নাইনে ওঠার পর। সকালে স্কুলে এসে স্বাভাবিক ভাবেই তার সাইকেল গ্যারাজে রেখেছিলো। বিপত্তি হলো ছুটির সময়। গ্যারাজে যেয়ে দেখে নাই। নাই নাই নাই।
সাইকেল থেকে কে যেন সাইকেলের বেল খুলে নিয়ে গেছে। বন্ধু তো রেগে ফায়ার। তারপর আর তেমন কিছু বললো না, সাইকেল নিয়ে সোজা চলে গেলো সাইকেলের দোকানে আর নতুন একটা বেল কিনে লাগিয়ে নিলো।
বাড়িতে যাওয়ার আগে সবাইকে বলে গেলো কালকে সবাইকে গরুর গোস্তের চাপ খাওয়াবে। মাথায় ঠিক ঢুকলো না তার কথা। ভাবলাম বেল চুরি হওয়ার শোকে আবার পাগল টাগল হয়ে গেলো কিনা।
পরদিন সবাই স্কুলে গেলাম সকালে। এসেম্বলির আগে আমরা মাঠে বিভিন্ন ধরণের খেলাধুলা করতাম, যেমন উড়ে এসে লাত্থি, টেনিস বল দিয়ে বোমা ব্লাস্টিং, সাত পিট্টু, বরফ পানি আরো কত কি। সবই ঠিক ছিল কিন্তু আরিফ কে কোথাও দেখলাম না। এসেম্বলি শেষ করে ক্লাসে এসে দেখলাম সে নেই। ভাবলাম হয়তো মন খারাপ তাই আসে নি। তখন তো আমাদের মোবাইল ছিলো না যে কল করে খোঁজ নিবো। যাই হোক, ভুলে গেলাম তার কথা কারণ আমাদের স্কুলে আরো অনেক কাজবাজ থাকতো।
স্কুল ছুটির পর আমরা সবাই যেতাম নুরজাহান হোটেলে। হোটেলটা এখন নেই। মালিক মনে হয় লস খেয়ে উঠে গেছে ব্যবসা থেকে। ৬ টাকায় দুই টুকরো গরুর গোস্ত দিয়ে এক প্লেট বিরিয়ানি দিতো ওই হোটেলে। যথারীতি ছুটির পর গেলাম হোটেলে। যেয়ে দেখি আমাদের আরিফ বসে আছে চুপ চাপ। অবাক হয়ে গেলাম সবাই। তার পরবনে স্কুল ড্রেস আর ব্যাগ টা টেবিলের ওপর রাখা । জিজ্ঞেস করা হলো তুই এখানে ? বন্ধু একটা মুচকি হাসি দিয়ে বললো তোদেরকে খাওয়ানোর কথা ছিল তাই বসে আছি।
বললাম মামা ঘটনা কি আগে তাই বল। ও বললো আগে খাওয়া তারপর কথা। ওকে ঠিকাছে। গেলাম গরুর চাপের দোকানে। অর্ডার দেওয়া হলো, খাবার এলো, খেয়ে শেষ করলাম। এরপর বের হয়ে একটা স্প্রাইটের দুই লিটার বোতল নিয়ে খাওয়া হলো সবাই মিলে।
এবার বল তুই কেন খাওয়াইলি ? আর স্কুলে যাসনি কেন ?
বন্ধু তার ব্যাগ থেকে একটা স্ক্রু ড্রাইভার বের করে বললো এই যে 'মাতরুল"। আমরা দেখে বললাম তো কি হয়েছে ? ও বললো সকালে সে স্কুলের পেছন দিয়ে এসে ক্লাসে না এসে সোজা গ্যারাজে ঢুকেছিলো। তারপর সেই স্ক্রু ড্রাইভার দিয়ে সবগুলো সাইকেলের যত বেল ছিল সব একের পর এক খুলে তার ট্রাভেল ব্যাগে ভরেছে। এরপর আবার স্কুলের পেছনের দরজা দিয়ে সোজা ভাংড়িপট্টি যেয়ে সব গুলো বিক্রি করে প্রায় হাজার খানেক টাকা পেয়েছে। সেই টাকায় আমাদের সবাইকে খাইয়েছে। শুনেতো আমরা অবাক। জিজ্ঞেস করলাম তোর ভয় লাগে নি ? বললো প্রথমে লেগেছিলো তারপর আমার নতুন সাইকেলের বেল চুরি যাওয়ার কথা মনে হতেই সব ভয় ভীতি দূর হয়ে গেছে।
বন্ধুর নাম দিলাম ''মাতরুল''। সেও খুশি হয়ে বললো আকিকার খাবারটাও ও গরুর চাপ দিয়ে সারিয়ে ফেললো।
২০০৭ থেকে এখন অবধি আর তাকে আরিফ বলে ডাকা হয়নি, মাতরুল দিয়েই চালাচ্ছি ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:১৭

অপলক বলেছেন: মজা পেলাম।...

১০ ই মে, ২০২৫ দুপুর ১:০৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

২| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর স্মৃতিময় কথন।

১০ ই মে, ২০২৫ দুপুর ১:০৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:১৯

সৈয়দ কুতুব বলেছেন: মজা পেলাম(২)

১০ ই মে, ২০২৫ দুপুর ১:০৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কুতুব ভাই।

৪| ০৯ ই মে, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: বাহ বাহ !!

১০ ই মে, ২০২৫ দুপুর ১:০৫

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.