নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

সব আমরাই করেছি

১১ ই মে, ২০২৫ বিকাল ৩:৩১

পাছায় হাজার লাত্থি, গালে কষে চর,
এমনি করে কেটে গেলো ১৭ বছর।
ছাত্র তরুণ, সাধারণ জনতা বুবুরে দিলো খেদায়া,
হঠাৎ করেই গর্ত থেকে উঠলো এরা চেগায়া।
চোখের পানি নাকের পানি করলো একাকার,
ডুকরে ডুকরে বলে '' আমরা ভাবিনি বিদায় হবে স্বৈরাচার''।
কত ঈদ এলো গেলো দিলাম আন্দোলনের ডাক,
বুবুর সাথে কইবো কথা পাইনি কোথাও ফাঁক।

হটাৎ এরা বিগড়ে গেলো, শুকে গেলো চোখের পানি,
দখল করলো টেম্পুস্ট্যান্ড, সকল কোনা কানি।
জনগণও সোচ্চার এখন দেয় এদের ধাওয়া,
তবুও এরা ফন্দি আটে, কেমনে যাবে ফ্রি খাওয়া।
বড় গলায় হুঙ্কার ছারে, বলে সাথে আছে জনগণ,
বৈধ পথে চাঁদা নেবো, তাড়াতাড়ি দাও নির্বাচন।
মাস্টার মাইন্ড নেতা মোদের করলো গণ অভভুথান,
বীরের বেশে দেশে এলে করবে সবই খান খান।
স্বৈরাচারী সঙ্গ পেতে এরা এখন প্রসিদ্ধ,
বলে, আমরা কেন আগ বাড়িয়ে করবো তাদের নিষিদ্ধ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৫ বিকাল ৩:৫২

ইয়া আমিন বলেছেন: হাসির আড়ালে ইতিহাস—ব্যঙ্গেই ফুটে উঠেছে ১৭ বছরের গলিত সত্য।

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই মে, ২০২৫ বিকাল ৪:০৮

যামিনী সুধা বলেছেন:



কাউয়ার ঠ্যাং, বকের পায়ের কবিতা, চলুক কিছু সময়। ১৯৭১ সালের মতো ৯ মাস, তারপরে ১৬ই ডিসেম্বরগুলো ফিরে আসবে; নিজামী, মুজাহিদ, মীরকাশেম আলীরা কোর্টের রায় পাবে।

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১৬

মায়াস্পর্শ বলেছেন: কাউয়া কাদের এখন কোথায় ?
আগে সারাদিন ৭১ নিয়ে তামাশা করতো।
আপনি একটা এক্সপায়ার্ড মাল।

৩| ১১ ই মে, ২০২৫ বিকাল ৪:০৯

সাইফুলসাইফসাই বলেছেন: অনেক ভালো লাগলো

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ।

৪| ১১ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৮

যামিনী সুধা বলেছেন:


পঁচা কবিতা হার্ডড্রাইভে থাকবে, গার্বেজ বাড়বে।

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৮

মায়াস্পর্শ বলেছেন: আপনি গার্বেজ উৎপাদন কারখানা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.