![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও – নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।
ক্ষুদ্র করো না হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।
নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৮
মো: অাজগর আলী বলেছেন: তাই তো ভাই সবার সামনে পেশ করালম
২| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬
অতৃপ্তচোখ বলেছেন: আমিন।
সুন্দর প্রার্থনা। খুব ভালো লেখন ভাই।
শুভ হোক আপনার পথচলা
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩
মো: অাজগর আলী বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান প্রার্থনা!
আমরা যা ভুলতে বসেছি।
মনে করিয়ে দেয়ায় ধণ্যবাদ।