![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে এখনও ভালবাসি
বলে ক্ষমা করে দিও,
তোমার জন্য এখনও
কাঁদি বলে ক্ষমা করে দিও..
তোমার জন্য এখনও
পথ চেয়ে আছি বলে ক্ষমা করে দিও।
তোমার কথা মনে করে প্রতি রাত
কাঁদি বলে ক্ষমা করে দিও.
তোমায় স্বপ্নে দেখে মাঝ
রাতে ঘুম ভেঙ্গে যাই
বলে ক্ষমা করে দিও.
তোমার কথা ভেবে
প্রতিটা সকাল শুরু হয়
বলে ক্ষমা করে দিও.
তোমাকে এখনও ভুলতে
না পারার জন্য ক্ষমা করে দিও.
এক কথায়
তুমি অন্য কারো হয়েগেছো জেনেও
তোমাকে ভালবাসি বলে ক্ষমা করে
দিও...
১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২১
মো: অাজগর আলী বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫১
কল্লোল পথিক বলেছেন:
ভাল লেগেছে।