![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিম গুলি সব একই রকম
পার্থক্য নাই মোটে.
সাদা কালো বাচ্চার গুলো
কেমন করে ফোটে।
ফুল গুলি সব নানান রঙ্গের
কেমন করে হয়,
পাতা গুলো সবুজ কিন্তু
ফলের মত নয়।
আমরা সবাই বসত করি
এই পৃথিবীর অঙ্গে,
হাতের লেখা মুখের চেহারা
মেলেনা কাহার সঙ্গে।
আর মেলেনা গলার আওয়াজ
বুড়ো আঙ্গুলের টিপ,
আল্লাহতালা একজন আছেন
প্রমান হল ঠিক।
বলত দেখি ওহে মানুষ
রাত্রি কেন কালো,
সূর্য মণি কোথা হতে
পেল এতো আলো।
বলত দেখি সূর্য টিকে
কে উঠাইয়া দেয়,
রাত্র বেলায় সূর্য আবার
কোথায়া যেয়ে রয়।
চিনি কেন মিষ্টি এত
তেতুল কেন টক,
কোকিল কেন কালো এত
সাদা কেন বক।
বলত দেখি জয়ার ভাটা
কেমন করে হয়,
পশু পাখি কয়না কথা
মানুষ কেন কয়।
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০
মো: অাজগর আলী বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য
২| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:২১
অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর লেখেছেন ভাই। আপনার জিজ্ঞাসা গুলো ভালো সাজিয়েছেন।
খুব ভালো লাগলো। আল্লাহ মহান।
শুভকামনা রইল
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১
মো: অাজগর আলী বলেছেন: দোয়া করবেন ভাই
৩| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার । মুগ্ধতা রইল ভাই
০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মো: অাজগর আলী বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: কিছু কমু না ..........খালি পড়ুম........
০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
মো: অাজগর আলী বলেছেন: পড়েন ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ