![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এনিমের ভক্ত, টিভি সিরিজ দেখি, মুভিও দেখি। আর ক্রিকেটের পাগল ভক্ত। ভাল লাগে ঘুরাঘুরি করতেও।
মাঝে মাঝেই মাথায় আউল ফাউল জিনিসপত্রের ভুত চাপে। কয়েকদিন আগে এনিমখোর গ্রুপে জনৈক বড় ভাই জানাইলেন; আমরা সকলে সেরা সেরা এনিম দেখসি বটে; কিন্তু উনি সবচেয়ে বাজে রেটিংওয়ালা এনিমখানি দেখে ফেলেছেন। উনার কথায় আগ্রহ জন্মাইল; দেখি তো কি জিনিস !!! এই সাইট সেই সাইট ঘুরে ফিরে কোথাও পাইলাম না - এমনই সে জিনিসের মাহাত্ত !! তো আর কি; সর্বশেষ ভরসা ইউটিউব থেইকা নামায় Mars of destruction - দেখে ফেললাম। দেইখা শুধু একটা কথাই মাথায় আসতেসে; "I don't have a fudging clue about how to describe this s*** !!!"
আল্লায় দিলে মিনিট বিশেকের মইদ্ধে ইন্ট্রো; একাধিক ফাইট; কিউট নারীজাতি; শক্তিমান পুরুষ; আম্রিকা জাপান - কি দেখায় নাই এইটাতে !!! তয় একটা জিনিস চিন্তা কইরা কুল পাইলাম না; এইরকম সুন্দরী এবং এনিমে বর্ণনা করা শক্তিমান নারীরা এইরকম খেলনা টাইপ পিস্তল লইয়া দৌড়াদৌড়ি কইরা কি উদ্ধার করল !!! আর একদম শুরুর দিকে একেবারে ক্লিন মাথা উড়ে যাওয়া আপ্পিটারে হাস্পাতালেও নিয়া গেল; সেইখানে আবার ডাক্তার মৃত্যু কনফার্মও করা লাগ্লো !!! আমি ফিজিক্স; কেমিস্ট্রি বায়োলোজি - যা যা জানতাম এই জিনিস দেইখা সব ভুইলা গেসি !! আর স্টোরিলাইনের চেয়েও পেথেটিক ছিল সাউন্ডট্র্যাক; সিম্পলি মইরা যাইতে ইচ্ছা হইসে সাউন্ড শুইনা !!! একটা কুশ্চেন শুধু; এইটা কি কোন স্কুলের বাচ্চাদের এনিম বানানোর কন্টেস্টের ফসল নাকি? তাতেও তো এইরকম ভয়াবহতার কোন জবাব পাওয়া যায় না !!!
রিকমেন্ডেশনঃ জীবনের প্রতি যদি বেশি মহব্বত জন্মায়; সকলের হতাশ হতাশ অবস্থা দেখতেসেন কিন্তু নিজে খুব ভাল আছেন; আনন্দে আছেন এবং এই জিনিস যদি সহ্য না হয় এবং সেই অবস্থা থেইকা নিজের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আনতে চান; তবে এই এনিম আপনারই জন্য !!! তবে দেইখা একটা লাভ হইসে অবশ্য; এইটা দেখার পর জগতের কোন এনিম আমার কাছে খারাপ লাগার চান্স নাই; সেইটা বকু নো পিকু হোক; স্কুল ডেইজ হোক; কিংবা অন্য কিছুই হোক !!!
এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে; বিসেশজ্ঞদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে কিংবা এনিম নিয়ে নিজের বিশেষজ্ঞ বা বোকা বোকা - যে কোন ধরণের কথা জানাতে চাইলে; দুর্দান্ত এনিম স্কেচ দেখতে এবং দেখাইতে চাইলে; কুইজ এবং কন্টেস্টে নিয়মিত অংশ নিতে চাইলে আজই জয়েন করতে পারেন এই গ্রুপে।
হ্যাপি এনিমিং !!!
©somewhere in net ltd.