![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাস করি আমি একজন সদালাপী এবং ইতিবাচক মানুষ। মানুষকে বড্ড বেশি বিশ্বাস করি, আর ভ্রমণ করতে ভালোবাসি। না বলা শিখিতে চেষ্টা করছি, আর চেষ্টা করছি কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে।
“ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর” “ধূমপান ক্যান্সারের কারণ” এগুলো সবাই জানে, কিন্তু যারা ধূমপান করে তারা জানে না যে তার পাশের লোকের জন্যও তার ধূমপান ক্ষতিকর, আর জানলেও মানে না। মানবেই বা কেন? আইন ত শুধুই গেজেটেই আছে। প্রয়োগের কেউ আছে কি? পাবলিক প্লেসে ধূমপান এবং স্বাস্থ ঝুকির কথা বিবেচনা করে সরকার আইন করেছে, সংশোধন করে জরিমান বাড়িয়েছে, লাভ কিছু হয়েছে বলে ত মনে হয় না। সবখানেই ত দেখি পাবলিক প্লেসে ধূমপান করছে, এমনকি বাসে বা অন্য যানবাহনেও এটা যেন সচারাচার একটা ঘটনা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (সংশোধন) আইন, ২০১৩ এর মতে ‘পাবলিক প্লেস’ এবং ‘পাবলিক পরিবহণে’ ধূমপান নিষিদ্ধ করা হয়েছে, কেউ এই আইন না মানলে অনধিক ৩০০ টাকা জরিমানা দিতে হবে এবং পুনঃ পুনঃ একই অপরাধের জন্য ক্রমান্বয়ে দ্বিগুণ হারে জরিমানা করা হবে। তা ছাড়া আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তাহলে কথা হচ্ছে পাবলিক প্লেস কি? আইনই ঠিক করে দিয়েছে পাবলিক প্লেস বলতে কি বুঝানো হবে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণিবিতান, বাজার, ক্লিনিক ভবন, আদালত, চারিদিকে দেয়াল দেয়া রেস্টুরেন্ট, শিশুপার্ক, রেল স্টেশন ভবন, বাস স্টেশন ভবন, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড এবং বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন ও পাবলিক টয়লেট। আর ‘পাবলিক পরিবহণ’ বলতে বুঝানো হয়েছে মোটরগাড়ী, বাস, ট্রেন, জাহাজ, লঞ্চ বা যে কোন যান্ত্রিক জন-যানবাহন এবং উড়োজাহাজ।
এখন কথা হচ্ছে আপনি কি কখনই দেখেছেন কারো কাছ থেকে জরিমানা নিতে? জরিমানা ত দুরের কথা তাদের ভাব দেখলে মনে হয় পাবলিক প্লেসে ধূমপান করা তাদের অধিকার। কারা জরিমানা নিবে? হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ জন্য জরিমানা করতে পারবেন। তাহলে পাবলিক প্লেসের এই আইন বাস্তবায়নের ভার বর্তায় কার উপর? পুলিশ? হ্যা আইন প্রয়োগকারী সংস্থা হিসেবেই তাদেরই ত দায়িত্ব, কিন্তু আমি ত দেখি পুলিশই পাবলিক প্লেসে দাঁড়িয়ে নিশ্চিন্তে ধূমপান করে চলেছে, জরিমানা নেয়া কি তাদের দিয়ে হবে?
তাহলে আইন করে কি লাভ হল, সেই যদি দেদারছে পাবলিক প্লেসে চলতে থাকে ধূমপানের নামে বিষপান আর আমরা অধূমপায়ীদের অনুরোধ করে বলতে হয় “ভাই একটু পাশে গিয়ে ধূমপান করেন না” তখন আবার কেউ “আনস্মার্ট” আর “ক্ষেত” বলে গালি না দিলেই সই। তাহলে আইন নাকি উপহাস করা হল জনগনের সাথে, আইন করা যেমন সরকারের দায়িত্ব তার প্রয়োগের ভারও কিন্তু সরকারের উপরেই বর্তায়। ঠিক তখনই একটা কথা মনে চলে আসে, তাহলে কি বাংলাদেশে কোন আইনই মানা হয় না ? অবশ্যই হয়, আমি ত নিলক্ষেত মোড়ে একজন সার্জেন্ট কে প্রতিদিন দেখি সি এন জি চালদের পাশে দাড় করিয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র চেক করে জরিমানা করছে, আবার একদিন ঢাকায় এক বাইকে তিন জন উঠেছিলাম বলে আমাদের দুজন কে নেমে হেটে যেতে হয়েছিলো, আমরা আইন কে শ্রদ্ধা করেই হেটে রওনা দেই। তাহলে এই ধূমপানের আইনটি কেন প্রয়োগ করা যাচ্ছেনা, উপর মহল থেকে হয়ত কোন চাপ নেই, হয়ত জবাবদিহিতার অভাব, হয়ত সদিচ্ছার অভাব।
ফেসবুক
রেফারেন্সঃ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (সংশোধন) আইন, ২০১৩
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
তারেক_মাহমুদ বলেছেন: আইন করার পর পাবলিক প্লেসে ধুমপান কিছুটা কমেছে তবে বন্দ হয়নি।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সহমত।
প্রয়োগের কথা আগে ভেবেই আইন প্রণয়নের উদ্যোগ নেয়া উচিৎ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
মোরতাজা বলেছেন: একমত।। রাস্তায় চলতে ফিরতে দেখি কুৎসিত ধোঁয়ার কুণ্ডুলি সব দিকে পাকাচ্ছে।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
হাঙ্গামা বলেছেন: এই দেশে আইন করা হয় সুযোগ মত ব্যবহারের জন্য।
সরকার ও জানে বেশিরভাগ পাস করা আইন এই দেশে বাস্তবায়ন করা অসম্ভব।
তারপর ও পাস করে রাখে যাতে "সুযোগ মত" সেইটা আপনার উপর প্রয়োগ করতে পারে, মানে আপনাকে দৌড়ের উপর রাখার জন্য আইনটা ব্যবহার করতে পারে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী আইন মানে পুলিশের হাতে পড়লে।