নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মনে মনে খোঁজা

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

আমরা তখন দিনাজপুরের খোলাহাটি থাকি। ক্লাস সেভেনে পড়ি। তারপর আব্বার আর্মির চাকরি শেষ হয়ে গেল। আমাদের দুই ভাই-বোনকে পাশের পাশায় রেখে ছোট দুই ভাইকে নিয়ে মা-বাবা কুমিল্লায় গ্রামের বাড়ি চলে গেলেন। জনিদের বাসায় আমরা কত দিন ছিলাম মনে নেই। তবে যতদিন ছিলাম ভালছিলাম, আনন্দে ছিলাম। এক শীতের বিকেলে বাবা এসে আমাদের দুজনকেও নিয়ে গেলেন। শৈশব-কৈশোরের আজন্ম পরিচিত পরিবেশ মাটি-মানুষ ফেলে আমরা চিরদিনের মত চলে এলাম । কি যে কষ্ট লাগছিল বলে বোঝানো যাবেনা। আর কখনো যাওয়া হয়নি উত্তর বঙ্গে। জনিরা ৩ ভাই-বোন। জনি, তনয়, তনয়া। ওদের গ্রামের বাড়ি মনে হয় সাভারে। জানিনা ওরা কেমন আছে? কোথায় আছে? ক্লাস মেট ফারুকের কথাও মনে পড়ে । ওর এক বোন নাম মুক্তা। ওদের বাড়ি ছিল সিরাজগঞ্জ। সুন্দর পাতলা গড়নের ফারুকের মিষ্টি মুখটি মনে পড়লে খাপাড় লাগে। কোন ঠিকানা নেই। প্রযুক্তির এই যুগে এসেও মনে মনে খুঁজে মরি। যদি কোন দিন দেখা হয়ে যায় ! কেমন আছে খোলাহাটির ছোট্ট রেল ষ্টেশনটি? ক্যান্টরমেন্ট বোর্ড স্কুলটি? কোয়াটারের পাশের মেঠ পথটি আর তার পাশে দাড়িয়ে থাকা বিশাল শিমুল গাছটি ? মাঝে মাঝে স্বপ্নে চলে যাই সেথায় কিন্তু ঘুম ভেঙ্গে বিসাদে ভড়ে থাকে মন। আবার যদি ফিরে পেতাম হাড়ানো সে দিনগুলো। কি যে মজা হত-------------------------------------------------------------------।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার স্মৃতিকথা। আরো লিখুন।
পোস্টে প্লাস + +

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক পুরনো পোস্টে মন্তব্য করা আপনার পক্ষেই সম্বব। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.