নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে মন্তব্য, পঠন, প্রতিউত্তর কমার কারণ কি ?

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫


আমাদের কি হইয়াছে ? হঠাৎ করিয়া শীত বাড়িয়া গিয়েছে বলে কি-মোদের হাত-পা জমিয়া গিয়াছে! তা নয়তো কি? হাত-পা এমন জমা জমেছে যে, লিখিতে, টাইপ করিতে, মন্তব্য করিতে এমনকি প্রতিউত্তর দিতেও কার্পণ্য করিতেছি।

আর এসকল প্রভাব ব্লগে পড়িয়া ব্লগ এখন ঝিমাইতেছে। মন্তব্যের ঝড় বহেনা, পাঠক সংখ্যাও হ্রাস পাইয়াছে। শুধু লাইক দিয়া লাফাইয়া লাফাইয়া অনলাইন ছাড়িয়া বাস্তবে চলিয়া যাইতেছি।

সূর্যতো প্রতিদিনই উঠিয়া পড়ে যথাসময়ে যথানিয়মে। উহার আলোয় গা খানা গরম করিয়া, চা খাইয়া, কাজ-কর্ম সারিয়া ব্লগে ঢুকিয়া, উঁকি মারিয়া, কিছু লেখা পড়িয়া, মন্তব্য করিয়া নিলেতো শরীর আরও চাঙ্গা হইবে। হইা কি আপনাদের নতুন করে বলিতে হইবে।

তাই বলিতেছি-আসুন, লিখুন, পড়ুন ও মন্তব্য করুন।

মন্তব্য ৭৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার সাধু বচনের হাটে যখন চলিত বচন আক্রমণ করে, তখন মন্তব্য না করিয়া কি উপায় থাকে?
ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে লিখবে তারইতো ভুল হবে, যে লিখবেনা তার কি ভুল হবে?

আমারও উত্তর না দিয়া উপায় নেই।

আপনাকেও ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগারগণ শীতকালীন অবকাশে আছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবে যে শীত নিদ্রা ভঙ্গ হবে কে জানে।

ধন্যবাদ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ কয়েকমাস যাবৎ ব্লগে এই অবস্থা!!!

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিষয়টা আমিও লক্ষ্য করছি ৩০০ বারের কাছাকাছি গেলেই কোন লেখা সর্বাধিক পঠিত হয়ে যাচ্ছে। ভাবা যায় ?

২১/২২ টি মন্তব্য পেয়ে সর্বাধিক মন্তব্য প্রাপ্ত হয়ে যাচ্ছে।

আপনার সঠিক পর্যবেক্ষনের জন্য ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ব্লগে এখন আগের মতন ভিড় নাই।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার ভীড় হোক।
স্বপ্নে নীড় হোক।


ভাল থাকবেন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তো ভাই ব্লগে পোষ্টের সংখ্যার সাথে সাথে কমেন্টও কমিয়া যাইতেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কমেন্ট কমিতেছে এবং অনেকে প্রতিউত্তর দিচ্ছেনা।

ধন্যবাদ সোহেল ভাই।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

আবু মুহাম্মদ বলেছেন: শীত কমিলে আমার আবার পূর্ন উদ্দামে ঝাপিয়া পড়িবো।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: পূর্ণ উদ্দ্যমে ঝাপাইয়া না পড়িলে ব্লগিং করিয়া মজা পাওয়া যাইবেনা।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করিয়া যাওয়ার জন্য।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

কামরুননাহার কলি বলেছেন: শীতে হয়তো অবসরে আছে সবাই । অবসর কেটে গেলে আবার আসিবে ফিরিয়া ফিরিয়া।
বছরের প্রথম সময় সবাই একটু আধটু হাসিয়া খুশিয়া করিয়া বেড়াবে এটাই তো নিয়ম।
হাসি আনন্দটুকু চলিয়া গেলে আবার আসিবে ফিরিয়া।
গল্প পড়িবে, কবিতা পড়িবে, মন্তব্য করিবে, লাইক করিবে, সাথে আড্ডাও করিবে।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শীতের বিকালে দারুন মন্তব্য করিয়া উৎসাহিত করাতে খুশি হইলাম।

আপনার কথা মত যদি এমনভাবে সব চলিত তবে চিন্তার কারণ হইতে না।

ধন্যবাদ জানিবেন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

নতুন নকিব বলেছেন:



হাত পা জমিয়া যাওয়ার অজুহাতে মন্তব্য করা হইতে বিরত থাকা গ্রহনযোগ্য কারন মনে হইতেছে না। ইহার প্রতিকার হওয়া প্রয়োজন।

ভাল থাকিবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হইা কোন ভাবেই গ্রহনযোগ্য নহে। আশু এর প্রতিকার হওয়া উচিৎ।

জাহেন বাহে, সচেতন হন সকলে।

সুন্দর মন্তব্য করিয়া বিনোদিত করিলেন ভাইসাব।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা করুম নি

+ ও দিমুনি

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই আপনার মত হলে ব্লগ সবসময় আলোকিত থাকতো।


মন্তব্য ও + সে ধন্যবাদ জানিবেন।

বছরটা সুখেই কাটায়েন।

সাথে শুভকামনাও থাকল।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

মনিরা সুলতানা বলেছেন: শীতে তো ব্লগ আরো জমজমাট হবার কথা ,কেউ বাইড়ে বের হতে না পেরে ঘড়ে বসে কেবল ই ব্লগিং করবে !
আমার মনে হয় উল্টটা হয়েছে , একটু বেশি শীত পেয়ে ব্লগার রা সবাই এদিক ওদিক বেড়ানো তে মন দিয়েছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হতে পারে।

আপনি বুদ্ধিমতী। তাই সুন্দর একটা কারণ খুঁজে বের করেছেন।

ধন্যবাদ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: হিমহিম ঠান্ডায় কাপি বসে ঠকঠক
ব্লগে তাই আজ নেই কোন হাকডাক।

আসলে কি তাই সবাই কি জমে গেছে
না আসলে এটা সত্যি না আপনার পোষ্টে ভালই কমেন্ট পড়ছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে বিভিন্ন কারণে ব্লগ এখন কিছুটা নেতিয়ে পড়েছে।

ব্যাপার না ।


আবার সব ঠিক হবে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

কানিজ রিনা বলেছেন: ব্লগে উইন্টার ভ্যাকেশন নিয়েছে। আর নয়তো
পিঠাপুলি খেজুর রসের পায়স খেতে সময়
যাচ্ছে। যেমন আমি রাত দুইটা পর্যন্ত ব্লগের
লেখা পড়ি মাঝে মাঝে মন্তব্য করি। কিন্তু
কালকে লেপের ভিতর থেকে হাত বেড় করতে
পাড়িনাই। আপনার সাধুভাষার আবেদন ভাল
লাগল। ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক আমরা শীতেও ব্লককে উষ্ণ রাখি।

আপনার মতামত জানলাম।

ভাললাগল, ভাল থাকুন আপু।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: আমি মনে করি, আসলে আমি আমার নিজের কথাই বলি- সময়ের অভাব।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই সঠিক কারণ উল্লেখ করেছেন।

নাগরীক জীবনে সময়ের বড় অভাব।

তারপরেও আপনার সত সবাই উপস্থিত থাকলে ব্লগ থাকবে সরগরম।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২০০৯/১০ এর মতো পোস্ট আর দেখি না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় একরকম যায়না । কখনো ভাল, কখনো মন্দ।

কে জানে হয়তো এর চেয়ে ভাল দেখতেও পারেন।

ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক ফাহিম বলেছেন: সময়ের অভাবেই এমন হচ্ছে মনে হয়।

তো স্যার আপনার শীত কেমন কাটছে?

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই সময়ের বড় অভাব ব্লগারদের। এত কাজ, এত মিডিয়া............সময় কোথায় ?

অন্যান্য কারণও আছে বটে!

২/৩ দিন ধরে দারুণ শীত লাগছে। সব মিলিয়ে ভাল।


আপনি কেমন আছেন ? শীতকাল কেমন যাচ্ছে?

সারাটি বছর ভাল থাকুন।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

জোকস বলেছেন: কমেন্টও করলাম, লাইকে একটা গুঁতাও দিলাম :P

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুকরিয়া।

সাথে একটা জোকস থাকলে চরম হত।


ধন্যবাদ।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

এম. হাবীব বলেছেন: ফেবুতে বাংলা সংযোজন ও ডিজিটালের সাথে সাথে ফেবু নির্ভরতাই মনে হয় ব্লগারের উপস্থিতি কমে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি। সিনিয়র ব্লগারগণ বিভিন্ন ভাবে ব্লগারদের উৎসাহ, রিতিমত ব্লগে উপস্থিতি ও ভালো ভালো লেখাই পারে আমাদের এই প্রিয় বৃহৎ বাংলা প্ল্যাটফর্মের গতি ফিরিয়ে আনতে।

আপনাকে ধন্যবাদ বিষয়টি উপস্থাপন করার জন্য।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত।

ভাল ভাল লেখা, মন্তব্য, আলোচনা-সমালোচনা, বেশি বেশি লাইক প্রদান ব্লগকে করবে আরও গতিশীল।

ধন্যবাদ।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: আহা, দেখো দিকি কান্ড!
ভাবিয়াছিলাম, শীতের শীতল স্পর্শে শীত নিদ্রায় যাইবো, ব্লগে খানিক ঢুঁ মারিয়াই তাই চলিয়া যাইতেছিলাম। মন্তব্য, টন্তব্যের মতো জটিল কুটিল কর্মে সময় অতিবাহিত না করার সিদ্ধান্ত লইয়াছিলাম। কিন্তু তাহা আর হইলো কই? আপনার লাগি মন্তব্য একখানা করিতেই হলো।

ভালো থাকিবেন, হে ভ্রাতা। :)

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হে মহান ভ্রাতা,

আপনার মূল্যবান মন্তব্য পাইয়া যার পর নাই খুশি হইয়াছি।

আপনার মত সকলেই যদি ঢুঁ মারিয়া চলিয়া যায় তবে ব্লগ উজ্জীবিত হইবে কি রূপে।

শুভ কামনা থাকিল।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


কিছু সিনিয়র ব্লগার, মনে হয়, সিনিয়র সিটিজেন হয়ে গেছেন!

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই তাহারা ব্লগ পরিত্যাগ করিয়াছেন বলে আপনার ধারনা।

হইতেও পারে। মনুষ্য জাতীর মতি-গতি ঠিক নাই, কখন কি করিয়া বসে।

ধন্যবাদ জ্ঞাপন করিয়া প্রতিউত্তর শেষ করিলাম।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: আমি অনেক গুলো পোষ্ট পড়ার আর মন্তব্য দেয়ার চেষ্টা করি । বাকীদের কথা জানি না ।
এটা ঠিক ব্লগের পরিবেশ নীরবতায় ছেয়ে গেছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা! ভগ্নি, আপনার মত সকলে হইলে কি সুন্দর ব্লগিং হইত ভাবিয়া দেখেছেন ।

ভাল থাকিবেন।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




এই শীতদিবসে গা গরম করিবার মতো একখানা প্রশ্ন লইয়া হাজির হইয়াছেন !
যদিচ ব্লগে শীতনিদ্রার প্রকোপ বাড়িয়াই চলিয়াছে তথাপিও এখানে যে রসের পায়েস এখনও রন্ধন হইতেছে তাহাও বা এই
দুর্মূল্যের বাজারে কম কিসে ।
স্বাদের পায়েস ভক্ষন করিতে হইলে তেমন রস , তেমন রসি , তেমনই রাঁধুনীও থাকিতে হইবে । ইহাদেরই বড় অভাব বোধ হইতেছে ! যাহারা আগে লালা ঝরাইবার মতো পায়েস, পিঠা, পুলি বানাইতেন তাহারা কে যে কোথায় ও কেন ভাসিয়া গিয়াছেন
তাহা লইয়া বেশক বাদানুবাদ চলিতে পারে কিন্তু তাহাতে ব্লগের উনুনে রসের হাড়ি খুব যে বেশি চড়িবে তাহা বলিতে পারিনা । তাই যে সব রস এখন আছে, হউক তাহা জল মিশ্রিত , তাহাকেই আরো ঘন জ্বাল দিয়া টাকরায় শব্দ তুলিয়া ওয়াও ওয়াও করিতে দোষ কি ? তাহাতে রস দিন দিন গাঢ় হইবে এবং আমাদের মতো মাছিরা তাহাতে উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া বসিবেন ।
তাই শীতের রস টক বা মিষ্টি যাহাই হউক, তাহাই আমাদের কপালে লেখা অন্নসুধা বলিয়া ঠাহর করিতে হইবে । ইহাকে জিহ্বা দিয়া নাড়িবার উপযুক্ত নহে বলিয়া দূরে ঠেলিয়া দেওয়া কোনমতেই সুবুদ্ধির কাজ হইবেনা ।

তাই আপনার কথার সহিত তাল মিলাইয়া বলিতে চাই ---- লিখুন, পাঠ করুন ও পত্রপাঠ তাহার উত্তর দানে সকলে আগাইয়া আসুন । তাহা হইলেই ব্লগে আবার পৌষের মেলা বসিয়া যাইবে ।

রাত্তিরকালীন শুভেচ্ছা রহিল ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মত এহেন সুন্দর মতামত দেওয়ার লোকও বুঝি ব্লগে বিরল হইয়া গিয়াছে। আপনার কথায় যেন মধু ঝড়িয়া পড়িতেছে।

সকলেই কর্তব্য-কাজ সাধন করিয়া একটু ব্লগে দৃষ্টিদান করিলে এর ফল মিষ্টি বই টক হইবেনা।

আবার ব্লগে মেলা বসিয়া যাক, আমরা পুলকিত ও বিনোদিত হই।

শুভকামনা জানিবেন ভ্রাতা।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

আটলান্টিক বলেছেন: কি বলেন ভাইয়া আমি তো সামনে যে পোষ্ট পাই(যেমন এই পোষ্ট) সেই পোষ্টেই লাইক-কমেন্টের সুনামি করে দেয়।দোষ হলো সিনিয়র ব্লগারদের যারা কিবোর্ড টানাটানি ছেড়ে কম্বল টানাটানি করছে।তাই ব্লগবাড়ির কম্বল সরে গেছে যার ফলাফল আজ সামু উত্তর মেরুর মতো শীতল।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগকে গরম রাখিতে সকলেই কম্বল(লেখা, মন্তব্য, পাঠ) দিয়া আচ্ছাদিত করুন।

ধন্যবাদ।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

সোহানী বলেছেন: এখানে মাইনাস ৪০ চলছে, না জমে উপায় কি..............

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাইতো এর প্রভাব ব্লগের গায়েও আছড়ে পড়ছে।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

মরুচারী বেদুঈন বলেছেন: আপনার পোষ্ট আজ নির্বাচিত পাতায় :P :P

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভবিশ্যৎ বাণী করিলেন নাকি ? নাকি সত্যি নির্বাচিত পাতায় ঠাঁই পাইয়াছে।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

মরুচারী বেদুঈন বলেছেন: আমাকে চিনেছেন?:) :)

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি নতুন ব্লগার মরুচারী বেদুঈন, এর বেশিতো আপনাকে চিনিনা।

গতকাল আপনার ব্লগ বাড়িতে বেড়াতে গিয়াছি, আপনি আমার এখানে আসিয়াছেন ।

আপনি কি অন্য কিছু বলতে চাচ্ছেন ?

ধন্যবাদ।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিতল, রাত্রি , ৯ , ৫০ ঘটিকা। মম কমেন্টখানি কি প্রমান করিল ? =p~

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: হইাই প্রমানিত হইল-আপনি ব্লগকে উষ্ণতা দিতে সদা তৎপর।

শুভেচ্ছা ও শুভকামনা।

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগারা সবাই শীত নিদ্রায় গেছে । :)

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আশু শীত নিদ্রা ভঙ্গ হোক। জাগিয়া ব্লগকে আলোকিত ও আলোড়িত করুক।


ধন্যবাদ কবি।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হাজিরা দিয়ে গেলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাওনা হিসেবে ধন্যবাদ নিয়ে নিন।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: হুম, এখন ব্লগে সবকিছুই কম। আর কিছু ব্লগার শুধু পোস্ট দেন.....

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাহারা পোষ্ট দিয়া ঘুমাইয়া পড়েন, অণ্যে কি লিখিল , কি বলিল তা খুঁজিতে যাননা বলিই আজ ব্লগের এই হাল হইয়াছে।

ভাল থাকিবেন দাদা।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

শাহিন-৯৯ বলেছেন: এসকল লেখনিতে কিরুপ মন্তব্য আঁটিবে তাঁহা আমি ঠাহর করিতে পারিতেছি না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই লেখনির জোড়ে যদি কেহ সজাগ হয় তবেই সার্থক অন্যথায় কোন কাজে আসিবেনা।

ধন্যবাদ ভ্রাতা।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: পোষ্টতো কম দেখছি না।। সমস্যা হলো পোষ্টের মন্তব্যের উত্তরে।। বেশীর ভাই তো লিখেই দায় সারেন।। ঘুরে এসে শুধু মন্তব্যের সংখ্যা গুনেই চলে যান :-P ।। আর মন্তব্যকারীরাও ক্রমাগত উত্তর না পেতে পেতে ভাবেন, দুর ছাই মন্তব্যই দেব না।।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা যথার্থ কারণ বাহির করিয়াছেন দেখা যাইতেছে।


প্রতিউত্তর না পাইলে অনেকে আর উৎসাহিত বোধ করেননা মন্তব্য করিতে।

ধন্যবাদ।

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: সোহানী বলেছেন: এখানে মাইনাস ৪০ চলছে, না জমে উপায় কি..............
মাইনাস ৪০সে গরম বেশি না ঠান্ডা বেশি।
তবে গরম ঠান্ডা যাই হোক মন্তব্য করতে ভুল করবেন না। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্য করিয়া অনুপ্রানিত করিবার জন্য।

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৮

ডঃ এম এ আলী বলেছেন: যদিউ এখন খুবই শীত লিখা বেশ কষ্টকর ।
লাইক মন্তব্য রেখে গেলাম , পাঠ ও মন্তব্য কমে যাওয়ার বিষযটি ভাবনার বিষয় বটে ।
মন্তব্য লেখা না হয়ে উঠলেও সম্ভবমত অনেক পোষ্টই কিছুটা দেখা হয় ।
ভাল লাগার পোষ্টে কিছুটা ভিতরে গিয়ে পাঠ করে আসি , মন্তব্যের ঘরে
কিছু বলেও আসি । তবে এটা ঠিক, এই শীতে পাঠ কিছুটা কমে গেছে ।

শুভেচ্ছা রইল ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই শীতে যেন হাত চলেনা লেখালেখিতে, অনেকে গেছে বেড়াতে..................

এভাবে সব মিলে পাঠ ও মন্তব্য গিয়েছে কমে।

শুভকামনা। নতুন বছর সুন্দরভাবে পার করুন।

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২২

কলাবাগান১ বলেছেন: গতকাল দেখলাম ৬ ঘন্টা ধরে কোন নতুন পোস্ট নাই!!!!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শীত ভয়ংকর, শীত ভয়ংকর। ৬ ঘন্টা ধরে নতুন পোস্ট নেই ! সত্যি ভাবনার বিষয় বটে।

ধন্যবাদ।

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

জাহিদ অনিক বলেছেন:

একেতো শীত তাই দিনের দৈর্ঘ্য কমে গেছে, মানুষের কাজ করতে হচ্ছে বেশ দ্রুত।
তার উপর শীত যা আছে মাশাল্লা আমার তো কাজ না থাকলে আংগুল বের করতেই ইচ্ছে করে না।

তবে শীতের সাথে সবাই অভ্যস্ত হয়ে যাবে আশাকরি। তখন ব্লগিং চলবে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভ্রাতা জাহিদ,

নিজের অনুভূতি ব্যক্ত করিয়া কৃতার্থ করিবার জন্য ধন্যবাদ।

নিরাপদ ব্লগিং চলুক সবসময়।

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

নাদিম আহসান তুহিন বলেছেন: আমি চলিয়া আসিয়াছি।আপনাদের আর দুশ্চিন্তা করিতে হইবে না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাঁচিলাম।

আপনি ফিরিয়া আসিয়াছেন দেখিয়া।

এবার বেশি বেশি পাঠ করুন, মন্তব্য করুন আর পোস্ট করুন।


ধন্যবাদ।

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন: সেটাও একটি কথা বটে।

শুভকামনা থাকলো প্রত্যেকের জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম ও শেষ মন্তব্যের জন্য আপনাকে শিশির ভেজা গোলাপের শুভেচ্ছা।

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: এতদিন ব্লগে থাকিয়া বুঝিয়াছি, আমার কোন পোস্ট শ' তিনেকবার পঠিত এবং গোটা দশেক লাইকপ্রাপ্ত হইলেই আমার সন্তুষ্ট থাকা উচিত, এবং আমিও তাই হইয়া থাকি। :) উহার কিছু কম বেশী হইলে বিচলিত হই না, কারণ উহাকেই আমার স্ট্যান্ডার্ড বলিয়া মানি। হঠাৎ কোন কোন সময় উক্ত সীমারেখা অতিক্রম হইয়া যায় বটে, তখন অবশ্যই যারপরনাই আনন্দিত বোধ করি। তবে বরাবরই, সংখ্যার চেয়ে গুণেই আমার পছন্দের অগ্রাধিকার
যত শীতই পড়ুক, একেবারে ব্লগ না পাঠ করিয়া কিংবা কোন মন্তব্য না করিয়াই কোনদিন 'দিনশেষ' (Call it a day!) ঘোষনা করি নাই। ২ বছর ৪ মাসে মন্তব্য করিয়াছি ১১০২২ টি, পাইয়াছি ১০১৭৬ টি, সেই হিসেবে মোট ৮৪৬ পয়েন্টে আগাইয়াই আছি।
আশাকরি, আপনার এই পোস্ট পড়িয়া যাহারা কম্বল মুড়ি দিয়া শুইয়া আছেন, তাহাদের মধ্য হইতে কেহ কেহ গা ঝাড়া দিয়া উঠিয়া পড়িবেন! :)
আহমেদ জী এস এর চমৎকার মন্তব্যের জন্য (২১ নম্বর) তাঁহাকে ধন্যবাদ জানাইতেছি।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মত এভাবে সকলে ব্লগকে ভালবাসিলে । ব্লগ অনলাইনের স্বর্গ হইয়া উঠিবে।

অশেষ ধন্যবাদ।

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: শ্রদ্ধেয় ব্লগারগণ বয়সের সাথে পাল্লা দিয়া বার্ধক্যতায় ভুগিতেছে। আর নগন্য ব্লগারগন জঘন্য সাহিত্য দিয়া কিঞ্চিৎ লিখিবার প্রয়াস করিতেছে। কিন্ত বিধিবাম। প্রবল শীতের প্রকোপে ব্লগারগনের মস্তিস্কের কালি শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। আর আমার মত পাঠকরা রসালো কাব্য হইতে নীরবে বঞ্চিত হইতেছে। এ কেমন বিচার.....??? :'( :'( :'( :'(

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মত নিদ্রিত ব্লগার ও পাঠকগণ জাগিয়া উঠিলেই ব্লগ সচেজ হইবে।

তখন লেখিয়, পড়িয়া আরাম বোধ হইবে।

ভয়ানক সুন্দর মন্তব্যের লাগিয়া ধন্যবাদ রহিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.