নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

@@রম্য-রঙ্গ-৫@@

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

নতুন বছর এসেছে। কিন্তু এখনও কোন রম্য লেখা হলনা। তাই কি কয়? হাসি ছাড়া রম্য নয়। আসুন এবার রম্যর জগৎ থেকে ঘুরে আসি।

১।
প্রাইমারী স্কুল পড়ুয়া ৩/৪ জন ছেলে তারেকদের বাসায় টিভেতে রেসলিং দেখছে। শরীরে তাদের টানা টান উত্তেজনা। কে হারে কে জিতে ?

উহ্ রক, জনসিনা........এদের দেখলেই কেমন ভাল লাগে।

হঠাৎ তারেকের দাদী টিভির রুমে এসে পড়েছে। উনি টিভির দিকে তাকিয়ে বললেন-এই এসব কি দেখছিস, ল্যাংটা-লুংটা হইয়া ব্যাডারা কি কুস্তা কুস্তি করতাছে। বন্ধ কর। টিভির চ্যানেল পাল্টে গেল।

দাদী চলে যেতেই আবার রেসলিং।

ফাহিম বলল-ইস্ তোর দাদী কিস্সু বুঝেনা। ওরা ল্যাংটা কোথায় ওরাতো ছোট প্যান্ট পরে আছে।
কথা শুনে সবাই হেসে উঠল-হা.হা.হা.............................................

২।
স্কুলে টি.এন.ও সাহেব আসবেন। সব বচ্চারা পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পড়েছে। শুধু হিমালয় ছাড়া।
স্যার-হিমালয়, আজকেও ময়লা ড্রেস পরে এসেছিস। যা এখনি ওয়াশ রুমে চলে যা। টি.এন.ও স্যার চলে গেলে ক্লাশে আসবি।
ক্লাশে টি.এন.ও সাহেব প্রবেশ করেছেন। বাচ্চারা দাড়িয়ে সালাম দিল।

টি.এন.ও- বস, বস, সবাই বস। তোমরা কেমন আছ ?

সমস্বরে সবাই বলল-ভাল।

টি.এন.ও- আচ্ছা। বলত আমাদের পতাকার রং কি ?

লাল-সবুজ।

টি.এন.ও-ভেরি গুড। এবার বল-যুদ্ধ কবে হয়েছিল ?

এক ছাত্র-(ক্লাস টুয়ের) স্যার গত কাল।

টি.এন.ও-গতকাল মানে ?

ছাত্র-গতকাল টিভিতে দেখলাম পুলিশ ও ডাকাদের বন্দুক যুদ্ধ। তাই যুদ্ধ গতকাল হয়েছে।

টি.এন.ও-হেসে বললেন ও তাই। বেশ বলেছ। আর আমারে মুক্তিযুদ্ধ হয়েছিল-১৯৭১ সালে।

টি.এন.ও-বলত হিমালয় কোথায় ?

সব বাচ্চারা চুপ। কেউ কথা বলছেনা।

টি.এন.ও-তোমরা জাননা হিমালয় কোথায় ?

একজন ছাত্র দাড়িয়ে বলল-স্যার, আমাদের ওয়াস রুমে।

টি.এন.ও-প্রমান কি ?

ছাত্র-স্যার ওখানে আমাদের ক্লাশমেট হিমালয় বসে আছে।

এবার টি.এন.ও ক্লাশ টিচারের দিকে তাকান আর ক্লাশ টিচার টি.এন.ও সাহেবের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছেন।

৩।
কি দোস্ত বিয়া করবিনা।
না দোস্ত এখন না। এখনতো আমি বেকার। আগে আকার লাগাই তার পর বিয়া।
তা আকারটা কি ?
গতকাল প্রেমিকা ছাতা ধরিয়ে দিয়ে বলল-আকারটা ঠিক করে নিয়ে এস।
এই তোর আকার ??????

৪।
বন্ধু কবে নতুন ঘর দিবি ?
আগে নিজের পায়ে দাড়াই। তারপর।
এখন তাহলে কার পায়ে দাড়িয়ে আছিস ?
নিজের পায়েই দাড়িয়ে আছি কিন্তু এটা অর্থনীতির না।
অর্থনীতির পায়ে আগে দাড়াই, তারপর ঘর দিব।
অর্থনীতিরও পা আছে ?
আছে মানে পুরাদরে আছে!!!!!!!!!!!!!

৫।
চাচা আপনি ওরে নিমাই কন কেরে ? ওর নামতো নিমাই না।
আরে অয় আমারে প্রতিদিন নিমপাতা আইনা দেয়। তাই নিমাই কই।
এখন থাইকা আমি আপনারে জামপাতা আইনা দিমু।
আমারে তয় জামাই কইবেন!!
কথা শুনে চাচা-লা-জবাব।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

তারেক_মাহমুদ বলেছেন: তারেক হাজির, যেহেতু প্রথম জোকস তারেককে নিয়ে

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা তারেক ভাই। আপনার হাজিরা নিশ্চিত হয়েছে।

তা কেমন লাগলো জোকস্?

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো, ওয়াও ছিল, তবে হো হো হো হাসি ছিল না ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভবিষ্যতে যাতে হো . হো. হো. হাসি থাকে সেই চেষ্টা করব।

ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

আটলান্টিক বলেছেন: হা হা হা শেষের গল্পটা চরম লাগলো ভাইয়া :) :) :)
প্লাস দিসি

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ভাল লেগেছে। ওয়াও, রম্য সার্থক হল।

ভাললাগা শেয়ারে ধন্যবাদ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহ বেশ ভালো তবে তার মধ্যে দুটো বেশি ভালো লেগেছে ২ নং আর ৫ নং।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অফিসে আসার পথে ভাবতে ছিলাম আজ কিছু রম্য লিখবো। যাক রম্য রম্যময় হয়েছে বলে খুশী হলাম।

অনেক অনেক ভাল থাকুন কলি আপু।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

শামচুল হক বলেছেন: দারুণ লাগল। বেশ মজার।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: তরতাজা মন্তব্যও কম মজার নয়।

হা. হা. হা.................................

ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ২ নং পড়ে মনে হলো স্যারেরা মাঝেমধ্যে অমানবিক আচরণ করেন। বাচ্চাদের ময়লা ড্রেস পড়াতে তাদের হাত থাকেনা। এর দায়িত্ব অভিভাবকদের।

যা হউক ফান ভালো লেগেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিবাবকদেরতো আর সরাসরি প্রতিদিন বলা যায়না। তাই ছাত্রদের উপর চলে খবরদারী।

ফান ভাল লেগেছে, এটা কোন ভাণ নয়তো ?

হা.হা.হা..............................................

ধন্যবাদ । ভাল থাকুন।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

পার্থ তালুকদার বলেছেন: ২ নং টা দারুণ হইছে :)

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ২ নং ভাললাগাতে কৃতজ্ঞ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভাল লাগল ... :) মজা মজা রম্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত করার জন্য আপনাকেও ধন্যবাদ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা ! মাঝে মাঝে হাসতে হয় !

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাসুন।

হা.হা.হা..............................

ধন্যবাদ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

আবু তালেব শেখ বলেছেন: হাজিরা দিতে দেরি করলাম বস।
গোস্তাকি মাফের আবেদন করছি।

ফাটাফাটি লেগেছে

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই উত্তরও দিতে দেরি হল।

ফাটা+ফাটি = ফাটাফাটি

ধন্যবাদটা ভাগাভাগি না করে আস্তই দিলাম।

হা.হা.হা......................

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: ভালো লেগেছে । :)

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুনে ও জেনে আমারও ভাল লাগছে।

ভাল থাকুন নীল পরি।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: .....মজার

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ............ মজা, মজা, মজা..............



হা.হা.হা...........................................

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

সোহানী বলেছেন: হালকা পাতলা হসলাম............. তারপর ও জোকস বলে কথা ++++++++

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক মন্তব্য পড়ে আমিও মোটা সোটা হাসলাম।

ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: ৫নংটা সুপার।। দ্বিতীয় আমাদের হিমালয় =p~

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫ নং সুপার
...........ডুপার।

ধন্যবাদ।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২ আর ৫ নাম্বারটাই বেশি ভালো।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মনে হয় তাই।

বাকিগুলোতে কি রস নাই ?

ধন্যবাদ।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ রম্য দিছেন ভাই, খুবই মজাদার, সকাল সকাল হাসতে পেরে ভালো লাগছে, সারাদিন হাসি থাকলেই হইল।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমাদের দনিগুলো এভাবেই হাসিতে ভরে থাক।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.