নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

৥৥শাহরিয়ার কবীর৥৥

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮



ব্লগে ব্লগারদের মধ্যে ফরিদ ভাই(সনেট কবি)-কে নিয়ে প্রথম কবিতা পোস্ট দেই, তারপর ভ্রমরের ডানাকে নিয়ে, তারপর চাঁদগাজী সাহেব-কে নিয়ে আর আজ দিচ্ছি ব্লগার ও কবি শাহরিয়ার কবীর-কে নিয়ে।

শাহরিয়ার কবীর আমার ব্লগিং এর প্রথম থেকে আজ পর্যন্ত প্রায় সকল পোস্ট বিশেষ করে কবিতায় মন্তব্য, লাইক ও মতামত দিয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত করে চলেছেন। তার কাছে কৃতজ্ঞ।

বেশ ক’দিন থেকে তাকে নিয়ে লিখবো লিখবো ভাবছি। আজ তা পূর্ণতা পেল।

শাহরিয়ার কবীর
মোঃ মাইদুল সরকার

ভালবাসাকে খোঁজে যে নীল নীলিমায়
অরণ্য কিংবা সাগর মহিমায়
কবিতায় ছড়ায় যে ভালবাসার আবির
তিনি কবি, তিনি শাহরিয়ার কবীর।

সুখের আশায় ঘর বাধার স্বপ্নে বিভোর
কাটে কাটেনা যেন মায়াবী ঘোর
চোখ যার প্রেম-বিরহ-অশ্রুনীড়
তিনি ভালবাসার কবি,শাহরিয়ার কবীর।

ফুলরং রঙে প্রেয়সীর ঢংঙে
প্রজাপতি উড়ে যায় দিগন্ত পানে
কবিতায় লিখেন যিনি প্রেমের কব্য শিবির
আহা ! নামটি তার শাহরিয়ার কবীর।


কবিকে উৎসর্গ করার জন্যই কবিতাটির আত্মপ্রকাশ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

সৈয়দ তাজুল বলেছেন: শাহরিয়ার কবিকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সাথে আপনাকেও।

আমার ব্লগ বাড়িতে আপনিসহ সকল ব্লগারবৃন্দ আমন্ত্রিত =p~

সকলের প্রতি নির্মল ভালবাসা

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও ভাল থাকুন

সুন্দর থাকুন।

চলুক ব্লগিং।

ধন্যবাদ।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

তারেক ফাহিম বলেছেন: আহ্ কবিতাও সুন্দর্।

শাহরিয়ার কবির ভাইও আমাকে অনেক প্রেরণা দিয়েছেন।
আপনিতো আছেনই শিক্ষক, সহব্লগার হিসেবে।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার প্রশংসা পেয়ে ভাল লাগছে।

আপনিও আরও ভাল লিখুন, হোন সকলের প্রিয়।

শুভকামনা।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

ইমরান আল হাদী বলেছেন: শাহরিয়ার কবির ও আপনাকে অভিনন্দন।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম আমার ব্লগে।

অভিনন্দনের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন হাদী ভাই।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে অভিনন্দন সুপ্রিয় শাহরিয়ার কবীর কে । শাহরিয়ার কবির আমাকেও উৎসাহিত করেন আমার ব্লগে এসে ।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনি বেশ উৎসাহ দেন নতুনদের।

সুন্দর মতামতে ভালবাসা।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যেকোন কাজের ক্ষেত্রের-ই অন্যের উৎসাহের দরকার আছে। সেটা যদি প্রিয়জন হয় তাহলে তো কোনো কথাই নেই। সফলতার ক্ষেত্রে উৎসাহ যেমন আনন্দ যোগায় ব্যর্থতার ক্ষেতে যোগায় শক্তি বা সাহস।
উৎসাহ হলো জ্বলন্ত আগুনে ঘি ঢালা বা সোনার ওপর সোহাগা ছিটানোর মতো।
যাই হোক, উর্ধ্বপানে উঠার উৎসাহ আমিও অর্পণ করলাম।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যাপি ব্লগিং।

সঠিক বলেছেন- উৎসাহ না পেলে বিফল হতে হয়।

ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: শাহারিয়ার কবির ভাই চমৎকার লেখেন। এবং আমার মত নতুনদের পোষ্টে মন্তব্যের মাধ্যমে উৎসাহ যোগান।

ধন্যবাদ মাইদুল ভাই শাহরিয়ার কবির ভাইকে নিয়ে লেখার জন্য।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তিনি আরও ভাল লিখুন , সকলের প্রিয় উঠুন।

মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



দু'জনকে অভিনন্দন। অনেক ভাল লাগলো শাহরিয়ার কবির ভাইকে নিয়ে আয়োজন। তিনি অনেকের পছন্দের ব্যক্তিত্ব।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মন্তব্য যেন উৎসাহ আরও বাড়িয়ে দিল।

হয়তো ভবিষ্যতে আপনাকে নিয়েও লিখতে পারি।

ধন্যবাদ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শাকবীর ভাই এবং আপনি দুজনকেই অভিনন্দন ও শুভকামনা। আপনারা আরও ভাল ভাল কবিতা লিখে আমাদেরকে উপহার দিন। আপনাদের লেখার হাত আরও শক্তিশালী হোক এই কামনা করি।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মুখে ফুল চন্দন পড়ুক।

চেষ্টা করবো সম্রাট ভাই।

আপনার লেখার হাতও ভাল।

ধন্যবাদ।

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

দিবা রুমি বলেছেন: উভয় কবির জন্য শুভকামনা।


শুভ হোক সবার অগ্রযাত্রা।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

সেই অগ্রযাত্রায় সহযোগী হিসেবে আপনাকেও সাথে চাই।

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা যা লিখেছেন
একদম খাসা
দুজনেই ভাল থাকুন
এই মোর আশা।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির আশা তবে হোক পূরন
আনন্দ হোক ব্লগে ঘুরন।

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি সুন্দর হয়েছে! শাহরিয়ার কবির ভাই উৎসাহিত হবেন! উনি একজন অমায়িক কবি! উনার সাফল্য কামনা করি!

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার এমন সুন্দর কথায় কবি অবিভূত হবেন।

ধন্যবাদ।

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

নীহার দত্ত বলেছেন:


কবি শাহরিয়ার কবীর এর সাফল্য কামনা করছি। উনার কবিতায় ঘটুক যুগের বিপ্লব

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুধু প্রেম ভালবাসা নয়

সমাজের অনেক বিষয় উঠে আসুক তার কবিতায়।

ধন্যবাদ।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথমেই এই অধমকে নিয়ে কবিতার লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় মাইদুল সরকার ভাই।।


সবাই কবিতায় মন্তব্যের মধ্যমে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন..... সত্যিই আমি মুগ্ধ।


সবার জন্য শুভ কামনা ও ভালবাসা রইল।।


০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি কবীর ভাই।

কথা ছিল লিখবো আপনাকে নিয়ে ।

কথা রেখেছি, লিখেছি
ভাল মন্দর বিচার পাঠক করবেন ।

আপনি কী পরিমাণ জনপ্রিয় ব্লগে তার প্রমাণ পেলেনতো।

তাই আরও সুন্দর সুন্দর লেখনী উপহার দিন।

ধন্যবাদ আপনাকেও।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: চমৎকার উদ্দ্যেগ। কবিতা ভালো হয়েছে। উনি একজন নিয়মিত ব্লগার।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাদের মতামত পেয়ে উদ্দ্যেগ সার্থক মনে হচ্ছে।

ধন্যবাদ।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার। ব্লগের এই দুর্দিনে এতো সুন্দর একটা পোস্ট তাও আবার সহব্লগারকে নিয়ে সত্যি খুব ভালো লাগলো।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই ভাললাগা ছড়িয়ে পড়ুক ব্লগে।

ধন্যবাদ।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
চমৎকার!!
দুজনের জন্যই শুভকামনা।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: দুইজনকেই অভিনন্দন।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উৎসাহের জন্য ধন্যবাদ গুণীজন।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

সনেট কবি বলেছেন: কবি শাহরিয়ার কবীর কবিতায় অন্তপ্রাণ।তাঁকে নিয়ে আপনার কবিতাও প্রাণ ছুঁয়ে গেল। কারো উৎসাহে যদি বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হয় তবে তাঁকে মাতৃভাষা প্রেমিক বলতেই হয়।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর আপনাকে দেখছি সনেট কবি।

সালাম ও শুভেচ্ছা নিবেন।

সুন্দর মতামত হৃদয় ছুঁয়ে গেল।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.