নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

২০১৮ সালের সামুর নতুন তারকারা

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

ব্লগে কোন কিছুর লিস্ট করতে গেলে পুরাতন ও জ্ঞানী গুণীরাই স্থান পান। সেই তুলনায় নতুনরা তালিকায় আসতে পারেনা না। আর এতেই অনেকে মনঃক্ষুন্ন হন। তাই এবারে শুধু নতুনদের নিয়েই আয়োজন।



১। হাবিব স্যার-

২০১৮ সালে সামুতে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সেরা হলেন-হাবিব স্যার। সেফ হওয়ার পর মাত্র ২ মাসেই আলোচিত পাতাটি নিজের করে নিয়েছেন লেখার গুণে। প্রায় প্রতিদিনই তার কোন কোন পোস্ট আলোচিত হয়। কবিতা, ছড়া ও সনেটে যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি সকলের মন জয় করুক। শুভকামনা থাকলো তার জন্য।



২। আরোগ্য-

নতুন এসেই বাজিমাত করাছেন আরোগ্য। গল্প, কবিতা, প্রবন্ধ লিখে ইতিমধ্যেই নজড় কেরেছেন তিনি। সুন্দর মন্তব্য করা ও উত্তর দেওয়াতেও তার বিনয় রয়েছে। সময়ের সাথে সাথে তিনি আরও ভাল করবেন সেই কামনা করি।




৩। নজসু-

মাত্র ৩ মাসেই তিনি সবার কাছে পরিচিত এক নাম-নজসু। কবিতা ও যে কোন বিষয় সহজেই তুলে ধরতে পারেন মনে কথা। তিনিতো স্মৃতিকথা লিখে প্রথম আলো থেকে পুরুস্কার বাগিয়ে নিয়েছেন। তিনি একজন প্রুফ রিডারও বটে। সামুকে তিনি সময়ের সাথে অনেক কিছুিই দেবেন এই আশা রাখি।



৪। রাকু হাসান-

২০১৮ সালের নতুন আসা ব্লগারদের মধ্যে অন্যতম মেধাবী ব্লগার রাকু সাহান। গল্প, কবিতা, সামু নিয়ে ভাবনা, জলবায়ু, আড্ডাসহ যে কোন বিষয় সুন্দরভাবে উপস্থাপনে দক্ষ তিনি। তার গুছিয়ে বলা প্রতিউত্তরের কথামালা মুগ্ধ করে। তিনি যেমন বিনয়ী তেমনি ভদ্র ও নম্র। তিনি সামুকে আলোকিত ও আলোড়িত করবেন তা আর বলার অপেক্ষা রাখে না।



৫। ফারিহা হোসেন প্রভা-

তিনি সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হতে চান। তার এ আশা পূর্ণ হোক। মেয়েদের মধ্যে নতুন হিসেবে সম্প্রতি তিনি ভাল করছেন ব্লগে। গল্প, কবিত, জীবন কথন ও মুভি রিভিউতে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিয়ম করে ব্লগকে সময় দিচ্ছেন । তিনি অবশ্যই সফল হবেন।



৬। সাঞ্জি সে- এখনও বছর পেরোয়নি কিন্তু মনে হয় কত পুরাতন কত আপন একজন মানুষ। ব্লগের সীমানা ছাড়িয়ে বাস্তবেও যার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে সেই স্মৃতি অম্লান। কবিতা, গল্প, ছবি ব্লগ আর সংকলন পোস্ট দিয়েই তিনি হিট। চট্টলার এই তরুণ তুর্কী মন জয় করেছেন সকলের। তিনি আরও ভাল কিছু ব্লগকে উপহার দিবনে এই প্রত্যাশা।



৭। পদাতিক চৌধুরী- আমিতো ভুলেই গিয়েছিলাম পদাতিকদা যে ২০১৮ সালে ব্লগে এসেছেন। মনে হয় কত বছরের চেনা। ভ্রমণ, গল্প, কবিতায় সিদ্ধহস্ত তিনি। ওপার বাংলা সম্পর্কে ব্লগে আমরা তার মাধ্যমেই জানতে পারি। নিজ গুণে অল্পদিনে সবার নজর কেরেছেন।




৮। কাওসার চৌধুরী- মনে হয় তিনি প্রতিষ্ঠিত পুরোনো কোন ব্লগার। ফিচারে তিনিই সামুতে সেরা। গল্প, অনুবাদ গল্প আর ফিচার লিখে অনেকের মনিকোঠায় স্থান নিয়েছেন। যদিও ইদানিং পোস্ট কম দেন তথাপিও তিনি জ্বল জ্বলে এক তারকা।



৯। কথার ফুলঝুরি!- আমার এই পথ চলাতেই আনন্দ। এমন কথা যে বলতে পারে তার ব্লগ জীবন যে সুখের হবে সেতো অনুমিত। নাম ও পিকেই তিনি বাজিমাত করেছেন। আর কথার যাদুতেতো ঘায়েল করেছেনই। কবিতা, গল্প আর স্মৃতিকথণ লিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জণ করেছেন।




১০।সাত সাগরের মাঝি২- মাত্র ২ সপ্তাহ হলো এসেছেন। ধর্ম ও ইসলাম বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লিখেই তিনি আলোচনায় এসেছেন। আজ আলোচিত পাতায়ও রয়েছে তার সর্বশেষ পোস্ট। তাকে নিয়ে আমরা আশাবাদী।

বিদ্রঃ কোন সিরিয়াল মানা হয়নি। যখন যাকে মনে পড়েছে তাকেই তুলে এনেছি। আরও আরও অনেক আছেন যারা ভাল করছেন। তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে সামুর আগামীর তারকা।




মন্তব্য ১৪০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

সনেট কবি বলেছেন: সবার জন্য শুভ কামনা।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সনেট কবি।

তারা সবাই এগিয়ে যাক।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের প্রিয় কবি সনেট কবি। তার নাম ও অনেক ফেমাস।।। । সনেট লিখে তিনি রেকর্ড করেছেন


ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামুন ভাই এখানে শুধু যারা ২০১৮ সালে সামুতে এসেছেন ও ভাল করছেন তাদেরই রাখা হয়েছে।

ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: এই দশ জনই আমার খুব প্রিয়।
ধন্যবাদ তাদের নিয়ে লেখার জন্য।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ আপনার প্রিয়দের নিয়ে আয়োজনে আপনার মন্তব্যটাও দারুণ।

ভাল থাকুন।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর। সবার জন্য শুভ কামনা রইলো।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত্ ধন্যবাদ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

নাহিদ০৯ বলেছেন: সবার জন্য শুভ কামনা। ব্লগে কোন ভাবী সংসদ সদস্য নাই? :P

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই কোন ভাবী সংসদ সদস্য নাই।

ধন্যবাদ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: তারকা star

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ব্লগ তারকা।

ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট :)

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্টে সুন্দর মন্তব্য।

ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা ও শুভেচ্ছা।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নুরু ভাই।

ওনাদের জন্য শুভকামনা।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবার জন্য শুভকামনা রইল।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সম্রাট ভাই আপনার উপস্থিতি ভাল লাগলো।

ধন্যবাদ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

নজসু বলেছেন:



প্রিয় ব্লগারদের সাথে নিজেকে দেখে গর্বিত মনে করছি প্রিয় মাইদুল ভাই।
আনন্দিত। কি বলবো ভেবে পাচ্ছিনা। আমি অল্পতেই বিগলিত হয়ে যাই।
দোয়া করবেন প্রিয় অগ্রজদেরও যেন আমরা অনুসরণ করতে পারি।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি চাচ্ছিলাম পোস্টে যারা আছেন তাদের মন্তব্য ১০ নং মন্ত্যের মধ্যে থাকুক (অত্যন্ত এক জনের)।

আপনাকে পেয়ে গেলাম। আপনি ভাল করবেন সেটা আমি জানি।

অবশ্যই দোয়া রইল।

ধন্যবাদ।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

দিপু দিপু বলেছেন: সবাইকে শুভকামনা :)

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

স্বাগতম।
আপনার জন্য ও শুভকামনা।

ধন্যবাদ।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই পোস্টটি দেখে আমি বিমোহিত ও আবেগপ্রবণ। এতো সুন্দর একটা পোস্ট উপহার দেয়ার জন্য শুরুতেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে বাকি নয়জনকেও অভিনন্দন জানাই। আমার খুব প্রিয় ব্লগারদের মাঝে নিজের নামটি দেখে আমি লজ্জিত তবে অবশ্যই আনন্দিত। যাদের নাম উল্লেখ করেছেন তাদের লেখার সামনে আমি নিজেকে খুব নগন্য মনে করি। এটা আপনার মহানুভবতা যে আপনি আপনার এই পোস্টে আমাকে স্থান দিয়েছেন।
দোয়া করবেন মাইদুল ভাই যাতে ব্লগের আরোগ্য হতে পারি।
আবারও বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরোগ্য ভায় আশা করি ভাল আছেন।

আপনি নিজগুণেই এখানে স্থান পেয়েছেন। আপনার যোগ্যতাই আপনাকে টিকিয়ে রাখবে।

অবশ্যই আরও ভাল করুন, এগিয়ে যান, এবং নতুন নতুন বিষয় তুলে ধরুন।

ধন্যবাদ।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুল ভাই,

বাড়ি এসে জাস্ট বসেই দেখলাম আপনার পোস্ট। সঙ্গে নিজের নামটি দেখেও ভীষণ আনন্দ পেলাম। তবে বাকি নয়জন রীতিমত গুণে গুণান্বিত। আর এই অধমের যে গুণের কথা আপনি বললেন সেটি না বলাই ভালো ছিল । যে জন্য আমি খুব বিব্রত বোধ করছি। শরম লাগে মনে। ধরে বেঁধে এভাবে অপদস্ত করা লজ্জায় চলে জাইমু । বাকি সবার সঙ্গে আপনার জন্যও শুভকামনা এবং পোস্টে লাইক । সমস্ত পাঠক বন্ধুদেরকে জানাই শুভ কামনা ও ভালোবাসা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পদাতিকদা আপনি যে এখনও একবছর পার করেননি কিন্তু মনে হয় কতকাল ধরে ব্লগিং করছেন এটা সম্ভব হয়েছে আপনার গুনের কারনে। যে যাই বলুক-কথার ফোয়ারা নয় গুনেই পরিচয়।

আরও ভাল করুন। এক সাথে পথচলা হোক আনন্দময়।

ভাল থাকুন।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

বাকপ্রবাস বলেছেন: সামুতারা

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তারা এসময়ের মাসুর উঠতি তারকা।

ধন্যবাদ প্রবাসী ভাইজান।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, এঁরা সবাই উৎসাহিত হবেন, ক্রমেই ব্লগারে পরিণত হবেন:

আপনি যাঁদের নাম এখানে দিয়েছেন, এঁরা অনেক লিখছেন, পোষ্টে বেশ মন্তব্য পাচ্ছিলেন, পাচ্ছেন; তবে, এঁদের অনেকের ব্লগিং'এর সঠিক কোন ধারা এখনো নেই: 'কাওসার চৌধুরী' সবকিছুর উপর লিখে ফেলেছেন, মনে হয়; ব্লগিং'এর কোন শাখা বাদ নেই। একই অবস্হা ব্লগার 'স্রান্জি সে'র; ইনিও কোন কিছু বাদ দেননি; তবে, লেখা পানির মতো, কি লিখেছে, কেন লিখেছে, মনে রাখা কঠিন।

ব্লগার 'হাবিব স্যার' যেগুলো লিখছেন, এগুলো আপাতত ব্লগিং'এর তেমন বিষয় নয়; উনার অবস্হা কাওসার চৌধুরী, বা 'স্রান্জি সে'র মতো হবে, মনে হয়। ব্লগার পদাতিক চৌধুরী'র মন্তব্য একেবারেই দুর্বল, সেখানে ভাই, দাদা, বাহ, চমৎকার ব্যতিত প্রয়োজনীয় বিষয়ের উপর তেমন আলোচনা নেই; ফলে, উনার ভবিষ্যতও টলমলে। এখন উনি একটা বড় গল্প, নাকি উপন্যাস লিখছেন, এটা হয়তো উনাকে সাহায্য করতে পারে; তবে, দাদা, ভাই, বাহ বাহ করে ব্লগিং হয় না।

গত ছয়মাসে এক ঝাঁক ব্লগার এসেছিলেন, এঁরা এখনো কমেন্ট মাইনিং করছেন, লেখার সটিক কোন ধারা নেই; এঁরা অনেকই হতাশ হয়ে যেতে পারেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উৎসাহিত করার জন্যই এই পোস্ট। আর সত্যি তারা ভাল করছেন।

কাওসার ও নূরু ভাই ছাড়া ফিচারে আর কে আছে ভাল ?

স্রাঞ্জি এত অল্প বয়সেই ভাল করছেন এটা আশার কথা।

পদাতিক চৌধুরী শুধু কথায় নয়, গুণেই টিকে থাকবেন।

হাবিব স্যার আপতত ছড়া, কবিতায় বেশ দক্ষতা দেখিয়েছেন অন্যবিষয়ে হয়তো লিখবেন।

আর একই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যক্তির কারণে প্রত্যক্ষণ ভিন্ন হয়। তাই দুর্ঘনায় কেউ ভয় পায় , কেউ সায্যের জন্য এগিয়ে আসে।

ধন্যবাদ।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

করুণাধারা বলেছেন: সব নতুন ব্লগার, তারকা চিহ্নিত এবং তারকা বলে চিহ্নিত না- সকলকেই শুভ কামনা জানাই।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

বাহ বেশ বলেছেন গুণীজন।

সবাই ভাল করুক, ভাল থাকুক।

ধন্যবাদ।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ কামনা সকল নতুন ব্লগারকে
...............................................
অবশ্যই আগামী দিন আরও উজ্জলতর দিন হবে ।
..............................................................

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার এ ধরণের মন্তব্যের ইষ্টালটা আমার বেশ লাগে।

আপনিও তারকা হয়ে উঠুন।

ধন্যবাদ।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবার জন্য শুভকামনা। আশাকরি কালের স্রোতে তারা হারিয়ে যাবে না।

দশে সীমাবদ্ধ না থেকে আরও কিছু নাম দিয়ে পোস্টটা সমৃদ্ধ করতে পারতেন!

ঠিক করেন- #১।হাবিব স্যার-২০১৮ সালে মাসুতে[সামু] যারা যোগ দিয়েছেন তাদের মধ্যেঅন্যতম সেরা হলেন

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও অনেকের নাম আসতে পারতো কিন্তু যারা আশার আলো দেখিয়ে অনিয়মিত হয়ে পড়েন তাদের কে রাখতে চাইনি এখানে।

ভুল ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা।

ভাল থাকুন লেখক, পাঠক।

ধন্যবাদ।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




যাদের নিয়ে লিখেছেন তারা সবাই প্রতিশ্রুতিবান।
তবে সহব্লগার চাঁদগাজীর আশাবাদ আর পাশাপাশি আশংকার কথা মাথায় রেখেই বলি, এইসব নতুন ব্লগাররা যেন হতাশ না হয়ে পড়েন। ব্লগে লিখতে পারার আবেগে প্রথম প্রথম জোয়ারে নাও ভাসিয়ে দেন অনেকেই কিন্তু ভরাকোটাল শেষ হলে পড়ে এরা মিইয়ে যান। নতুন করে উজান বাওয়ার ধৈর্য্য বা শক্তি ধরে রাখতে পারেন না।

আশা থাকবে, এরা ব্রতী হবেন নতুন নতুন সৃষ্টিতে। যে সৃষ্টি তাদের প্রজ্ঞা-জ্ঞান-শিক্ষাকে তুলে ধরবে। মন-মগজ-মনন-মনীষার আলোকে যে সৃষ্টি নান্দনিক হয়ে উঠবে। এরা ব্লগের দুকূল ছাপিয়ে যাবেন নিজস্ব সৌকর্য্যে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহমেদ জী এস ভাই,

খুব মূল্যবাদন কথা বলেছেন।

আশা করি বিষয়টি তারা আমলে নিয়ে সামনে এগোবেন।

ধন্যবাদ।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

জাহিদ হাসান বলেছেন: সবাইকেই মোটামুটি চিনি

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এইতো ভাল চেনা জানা সবাই আপনজন।

ধন্যবাদ।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: ভালো তালিকা। +।
ব্লগে পড়তে-লিখতে.....সবাই অনেক কিছু শিখে যাবে। ৬ নং-কে দেখি না.......

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। প্রতিনিয়তই আমরা শিখছি।

স্রাঞ্জি যেহেতু ছাত্র তাই কমই দেখা যাবে।

ধন্যবাদ।

২২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি এ বেশ ভাল কয়েকজন ব্লগার এসেছেন, সকলের জন্য শুভ কামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সাথে আরও অনেকে আসবেন। যারা যোগ্য তারাই টিকে যাবেন ও আলো ছড়াবেন।

ধন্যবাদ।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

হাবিব বলেছেন:





আমি এখনো খুবই নতুন......... শিখছি.........।
আমাকে এভাবে তারকা বলে লজ্জায় ফেলে দিলেন.........

সহব্লগার চাঁদগাজীর কথায় খুবই হতাশ হলাম..........।
আমার ইচ্ছা উনি একটা ব্লগ শিক্ষক স্কুল খুলুক,
সেখানে আমরা সবাই ভর্তি হই।
তাও যদি ব্লগিংটা শিখতে পারি

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই শিখার শেষ নেই। প্রতিদিনই সামু থেকে শিখে যাচ্ছি।

হতাশ হওয়ার কিছু নেই। সমালোচনাকে সহজভাবে নিন। আবার কোথাও দেখবেন উনিই আপনার প্রসংশা করছে।

অনন্য বিষয় নিয়েও লিখে চাঁদগাজী সাহেবকে অবাক করে দিন।

ধন্যবাদ।

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ঝিগাতলা বলেছেন: সবার জন্য শুভকামনা............

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি মনে হয় নতুন। আপনার ব্লগ বাড়ি যাচ্ছি।

আপনার
জন্যও শুভকামনা।

ধন্যবাদ।

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! আমার তো আসলেই নিজেকে স্টার মনে হচ্ছে B-) কি সুন্দর সুন্দর কথা লিখেছেন আমাকে নিয়ে। আমি অনেক আনন্দিত ভাইয়া !:#প
দোয়া করবেন ভাইয়া' যেনো সবসময় আপনাদের কাছে থেকে এমন ভালোবাসা পাই এবং আপনাদের মাঝে থাকতে পারি।
অনেকদিন হল স্রাঞ্জি ভাইয়া ও আমার কাকু কে দেখছিনা। তারা ভালো আছে তো?

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই দোয়া ও শুভকামনা আপু।

অবশ্যই সামুর নতুন তারকা আপনি।

আর ভাল কিছু উপহার দিবেন ভবিষ্যতে।

ওনারা দুজন ব্যস্ত। সময় করে হাজির হবেন।

ধন্যবাদ।

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: আমার তো খুব ভয় করছে.......
যে সম্মান দিলেন তা কি রাখতে পারবো?

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই রাখতে পারবেন।

তবে পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও পোস্ট চাই।

ধন্যবাদ ভাই।

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

ফেইরি টেলার বলেছেন: খুবই উৎসাহব্যঞ্জক পোস্ট । পোস্ট ++++

নবী (সা) কে নিয়ে কবিতাটি পাচ্ছি না

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম।

কবিতাটি সামনের সাপ্তহে পোস্ট করবো।

ভাল থাকুন।

ধন্যবাদ।

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:












উনারা ভাল লেখেন। এভাবে পুরাতনদের স্থান নিয়ে নেয় নতুনরা। তাদের জন্য শুভ কামনা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

সবার জন্য শুভকামনা।

ভাল থাকুন আপু।

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

আমি তুমি আমরা বলেছেন: প্রত্যেকের নামের সাথে তাদের ব্লগ লিংক যোগ করে দিন। সাথে ভাল ভাল কিছু লেখার লিংকও যোগ করে দিতে পারেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারা এমনিতো পরিচিত হয়েগেছে তাই আর লিংক যোগ করিনি।

প্রস্তাবের জন্য ধন্যবাদ।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: নতুন তারকাদের অভিনন্দন। তাদের পদচারণায় আরো সমৃদ্ধ হয়ে ওঠুক ব্লগ। আমার অনেক প্রিয় ব্লগারদের দেখছি তালিকায়। তারা ব্লগে নতুন হলেও তাদের পোস্ট গুলো অনেক মানসম্পন্ন। সবার জন্য নিরন্তর শুভকামনা। আর যারা তালিকায় নেই তাদের মধ্যে থেকেও আগামীদিনের তারকা বের হয়ে আসতে পারেন। তাদেরও অগ্রিম শুভেচ্ছা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। যারা তালিকায় নেই তারাও এক সময় হতে পারেন তারাকা।

ভাল থাকবেন কবি।

ধন্যবাদ।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

আরোহী আশা বলেছেন: শুভ কামনা......

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও স্টার হয়ে উঠুন।

ধন্যবাদ আপু।

ভাল থাকুন।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুবহান আল্লাহ.....আমার নামও আছে ....! আল্লাহ আপনাকে ঊত্তম প্রতিদান দিবেন

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম।

আপনি আপনার লিখনী দ্বারা আমাদের মুগ্ধ করবেন এটাই চাই।

আল্লাহ আপনাকে উত্তম খায়ের দান করুক।

ধন্যবাদ।

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জ্ঞানপাপী লোকের চাইতে নতুনরা ভালো। খারাপ না। এরা আরো ভালো করুক। এই কামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমালোচনাও হতে পারে পাথেয়।

সবাই ভাল করুক।

ভাল থাকুন মামুন ভাই।

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

অয়ি বলেছেন: আরেকটা বাড়িয়ে দিতেন তাহলে একটা টিম হয়ে যেত!

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা দারুল মিস হলো।

সুন্দর মতামতে ধন্যবাদ।

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

রাফা বলেছেন: ঐ নতুনের কেতন ওরে কালবোশেখীর ঝড় ,
তোরা সব জয়ধ্বনি কর ,জয়ধ্বনি কর।

আশা করি সমালোচনার ভয়ে ভীত হবেনা।
নিজেদেরকে পরিপূর্ণতায় প্রমাণ করে এগিয়ে চলুক।

ধন্যবাদ,মো.মা.সরকারকে ।নতুনদেরকে উৎসাহিত করার জন্য।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন রাফা ভাই।

তারা ভয়ে ভীত না হয়ে সাহসিকতায় এগিয়ে যাক।

ধন্যবাদ আপনাকে।

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

কাওসার চৌধুরী বলেছেন:



@ মাইদুল ভাই, আপনি তো আমার খুব প্রিয় একজন ব্লগার। একজন ভদ্রলোক আর সজ্জন মানুষ আপনি। লেখায় ও কমেন্টে দারুন প্রাণবন্ত। আমার মত অনেকের প্রিয়জন। নতুন পুরাতন অসংখ্য ব্লগারের ভীড়ে, অসংখ্য গুণীজনের মধ্য থেকে আমাকে নিয়ে ভেবেছেন, পোস্টে লিখেছেন তা আমার জন্য অনেক সম্মানের। এজন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় মাইদুল ভাইয়ের জন্য। আমি গত ২ মাস থেকে ব্যস্থতার কারণে পোস্ট কম লিখলেও ব্লগ নিয়মিত পড়ি এবং কমেন্ট করার চেষ্টা করি। আপনি সহ যারা আমার পোস্টে এসে লাইক-কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করেন উনাদের সবার জন্যও কৃতজ্ঞতা রইলো। আমি ব্লগে নতুন হলেও বেশ কয়েক বছর থেকে লেখালেখি করি। বিভিন্ন বিষয় নিয়ে লিখি। লেখাগুলো কতটুকু মানসম্মত তা পাঠকরা ভাল বলতে পারবেন। তবে সামর্থ্যের সবটুকু দিয়ে, অনেক সময় ব্যয় করি লেখার পেছনে।

ভাল থাকুন, প্রিয় মাইদুল ভাই। (শুভ রাত্রি)

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় ভাই

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

আপনি যে নিয়মিত লিখেন তার প্রমান আপনার লেখার মান।

তাইতো বলি এত তথ্যবহুল পোস্ট কি ভাবে এত সুন্দর করে উপস্থাপন করেন।

আপনার সুনাম ছড়িয়ে পড়ুক চারদিকে।

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

প্রামানিক বলেছেন: সবার প্রতি শুভ কামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারা অবশ্যই ভাল করবে।

ধন্যবাদ আপনাকে।

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

বলেছেন: ধন্যবাদ@মোঃ মাইদুল সরকারকে আমার খুব প্রিয় ব্লগারদের উৎসাহিত করার জন্য।

চাঁদগাজী @কাওসার চৌধুরী' সবকিছুর উপর লিখে ফেলেছেন,------উনি সব বিষয়ে জানে তাই মানসম্মত লেখা লিখে আপনি রাজনীতি ছাড়া কিছু লিখেন ----


নতুন তারকাদের বুকভরা অভিনন্দন

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ল-ভাই অনেক ধন্যবাদ।

চাঁদগাজী সাহেব দেশ ও রাজনীতি নিয়ে যা ইচ্ছে লিখতে পারে কিন্তু আমাদের পক্ষে দেশে বসে তা সম্ভব নয়।

আর কাউসার ভাইতো ফিচারে সেরা । দারুন লেখেন। অহেতুক সমালোচনা গ্রহণযোগ্য নয়।

৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ কামনা সবার প্রতি।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

৪০| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় মাইদুল ভাই। সময়ের অভাবে আপনি এখনও প্রতিমন্তব্য করতে পারেননি, তবে শ্রদ্ধেয় চাঁদগাজী স্যারের কমেন্টটি পড়ার পরে মনের কথাটি জানাতেই আবার কমেন্টে আসা। আপনি যে 10 জনকে আজকে আলোচনা করলেন ,হয়তো আপনার দৃষ্টিতে এদের অনেক গুন আছে । তবে মান্যবর গাজী সাহেবের দৃষ্টিতে যে চারজনকে বিভিন্ন ভাবে তুলে ধরা হলো তাতে আমার নামটি দেখে আমি অত্যন্ত আনন্দিত হলাম , যে উনার মত একজন গুণী মান্যবর যেভাবে চারজনের সঙ্গে আমাকে নিয়েও এতগুলো বাক্য ব্যবহার করলেন ; এতে আমি অত্যন্ত শ্লাঘা বোধ করলাম। বাকি ছয়জনের অবস্থা ভাবুক তাতে ওনার কোন আলোচনায় আসতে পারেন নি।

বাকি ছয়জনের জন্য আমার সমবেদনা থাকলো। ওনারা কোন না কোন দিন গাজী সাহেবের নজরে আসবেন আশা করি।

আপনার সঙ্গে না কেউ আমার সশ্রদ্ধ সালাম থাকল।


২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পদাতিকদা পড়েছি এবং মন্তব্য করেছি।

গাজী সাহেবতো আমারও সমালোচনা করেন। এতে আমি মনঃক্ষুন্ন হইনা।

আবার কোথাও এই তিনিই প্রসংশা করেন। যাক আলাদাভাবে আপনাদের কথা বলেছেন তাতে কি আপনারা ঠিকই টিকে থাকবেন।

ধন্যবাদ।

৪১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: সব তারকাদের প্রতি রইল শুভেচ্ছা

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার জন্য ভালবাসা।

ধন্যবাদ।

৪২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বাহ আপনার প্রিয়দের নিয়ে আয়োজনে আপনার মন্তব্যটাও দারুণ।

ভাল থাকুন।

শুকরিয়া।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই নতুনদের প্রতি সবার ভালবাসা দেখে সত্যি আমি অভিভূত।

ধন্যবাদ সামুর প্রতিষ্ঠিত তারকা।

৪৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

নীল আকাশ বলেছেন: এই বছরে সামু তে বেশ কয়েকজন দারুন দারুন লেখক বা ব্লগার এসেছে, বিশেষ করে হাবিব ভাই, নজসু ভাই, পদাতিক দা, কাওসার ভাই, রাকু ভাই, কথার ফুলঝুরি! এরাই তো এখন সামুকে কে দিন রাত উজ্জল করে রাখছেন।

হাবিব ভাই, কারো কথায় মন খারাপ করবেন না। আমার কাছে আপনি এই ব্লগের অন্যতম সেরা কবি।

ল বলেছেন: চাঁদগাজী @কাওসার চৌধুরী' সবকিছুর উপর লিখে ফেলেছেন,------উনি সব বিষয়ে জানে তাই মানসম্মত লেখা লিখে আপনি রাজনীতি ছাড়া কিছু লিখেন ---- কারন দালালী পোষ্ট ছাড়া অন্য কিছু লেখার যোগ্যতা আছে নাকি সেটা ঐ ব্লগে ঢুকলেই বুঝা যায়........

এই ব্লগে কাওসার ভাইয়ের মতো এত সুচিন্তিত পোষ্ট আর চমৎকার বস্তুনিষ্ঠ মন্তব্য আমি খুব কম ব্লগারকেই করতে দেখেছি। আমার মতে সামু তে উনি অন্যতম সেরা ব্লগার, কয়েকদিন আগে নষ্ট রাজনীতির মুখোস খুলে দেয়া একটা পোষ্ট পড়ে মনে হয় কারো কারো গাত্রদাহ বা চক্ষুশুল হচ্ছে.....

পরিশেষে এই পোষ্ট সংশ্লিট সকল ব্লগার ও পোষ্টের এর লেখককে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ কামনা রইল!

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নীল আকাশ ভাই-

এত গভীর রাতে আপনি ব্লগে ছিলেন ? মাঝ রাতে ঘুমে ভেঙ্গে গেলে একবার ঢু মেরেছিলাম। তখনই দেখেছি।

১৭ জন ছিল তখন।

সমালোচনারও কতগুলো ধরণ আছে। মানুষকে একেবারে তুচ্ছ করা ঠিক নয়।

যাক আপনার সুন্দর সুগঠিত মতামতে ওনারা উৎসাহিত হবেন। সত্যি নতুন তারকারা অনেক ভাল করছেন।

ধন্যবাদ।

৪৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: একটু টাইপো হয়ে গেছে । ১ - বাকি ছয়জনের অবস্থা ভাবুন তারা ওনার কোন আলোচনায় আসতে পারেননি ।
২ - আজ শেষ লাইনে, আপনার সঙ্গে ওনারও আমার সশ্রদ্ধ সালাম থাকলো ।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আগমনে আবারও ধন্যবাদ দাদা।

ভাল কিছু করে দেখিয়ে দিন সমালোচনাকারীদের।

ভাল থাকুন।

৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

নতুন নকিব বলেছেন:



যাদের নিয়ে এই পোস্ট, এরা সবাই ভালো লিখছেন। এরা ছাড়া আরও কিছু ব্লগার এই আঠারোতে নতুন এসেছেন। ব্লগে এরা আলো ছড়াবেন, আশা রাখি। কারও নেতিবাচক সমালোচনা এদের প্রেরনা একটুও হ্রাস করবে না বলে বিশ্বাস করি। অধিকন্তু সমালোচনাকে আশা করি, তারা তাদের সংশোধনের পাথেয় হিসেবে গ্রহন করবেন। ভালো লেখক হয়ে ওঠার ক্ষেত্রে যা ভূমিকা রাখবে।

যাদের নাম উল্লেখ করেছেন তাদেরসহ নতুন প্রত্যেককে হৃদয় নিংড়ানো শুভকামনা এবং আশির্বাদ।

নবাগতদের নিয়ে সুন্দর একটি পোস্ট দেয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি আপনার মত এভাবেই নতুনরা ভাববেন এবং এগিয়ে যাবেন।

ধন্যবাদ খুব সুন্দর একটি মত প্রকাশে।

৪৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: সব্বাই কে শুভেচ্ছা !
সত্যিকার অর্থেই তারকা উনারা সামুর আকাশের ।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরনোদের পাশাপাশি নতুনরা বেশ ভাল করছে।

শুভেচ্ছা জানানোতে ধন্যবাদ ।

৪৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আব্দুল্লাহ আল সিয়াম বলেছেন: যাই সবাইকে গিয়ে অনুসরণ করে আসি । সুন্দর পোস্ট

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও মনে হয় নতুন। আপনার ব্লগে যাব।

ধন্যবাদ ।

৪৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: নতুন সব তারকাদের জন্য অনেক শুভকামনা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই, অবশ্যই শুভকামনা।

ধন্যবাদ ভাই।

৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

শিখা রহমান বলেছেন: সব নতুন ব্লগারদের অভিনন্দন ও শুভকামনা রইলো। একমাত্র ১০ নম্বর ছাড়া বাকী সব ব্লগারদের সাথে পরিচিত। অনেকেই খুব সুন্দর মন্তব্যে অন্যদের অনুপ্রাণিত করেন ও বেশ ভালো লেখেন।

সবার ব্লগিং আনন্দময় হোক। পোস্টটার জন্য ও নতুন ব্লগারদের পরিচিত করিয়ে দেবার জন্য লেখককে ধন্যবাদ ও শুভকামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপু আপনাকেও ধন্যবাদ নতুনদের সম্পর্কে বলার জন্য।

১০ মাত্র ২ সপ্তাহ হল ব্লগে এসেছে।

ভাল থাকুন।

৫০| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

রাতুল রেজা বলেছেন: নূতন ব্লগার দের অভিনন্দন। বস্তুনিষ্ঠ লেখার পাশাপাশি আনন্দদায়ক লেখা আশা করি তাদের কাছ থেকে। সামুতে ব্লগিও বিনদন এখনআর নেই বললেই চলে

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিয়মিত হলে আপনি দেখবেন এখনও কিছু ভাল পোস্ট হয়। বিনোদনও কম নয়।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৫১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত। উনারাই সামুকে মাতিয়ে রেখেছেন। উনাদের জন্য অনেক অনেক শুভকামনা।

(চাঁদগাজী'র সমালোচনা ইতিবাচকভাবে নেওয়াই ভালো।)

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই-গাজী সাহেবের মন্তব্য ইতিবাচকভাবে নিলে ফল পাওয়া যাবে।

ধন্যবাদ ভ্রাতা।

৫২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবার জন্য রইল আন্তরিকতা। যারা নতুন এসে আমাদের পাঠক পীতিতে ভরপুর তাদের সফলতা নিকটেই। সবাই এক একটা নক্ষত্র হয়ে উঠুক।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক দিন পর আসলেন আমার ব্লগ বাড়িতে।


স্বাগতম।

তারা ক্রমেই নক্ষত্র হয়ে উঠবে।

ধন্যবাদ।

৫৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

রিফাত হোসেন বলেছেন: লোল :) comment mining ! খুব মজা পেলাম গাজী সাহেব এর মন্তব্যে data mining, coal mining খুব প্রচলিত হলেও। এই্ বলে মন্তব্যকে নিয়েও! হাহাহ :P :) :D =p~ অনেক মজা পেলাম। আমি এর সুন্দর বাংলা পেলাম না, মন্তব্য চাষবাষ কেমন হবে বলেন তো?

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: গাজী সাহেবতো নতুন নতুন শব্দ আবিষ্কার করেন। comment mining-মন্তব্যের খনি, মন্তব্যের পাহাড় হলেও মন্দ হয়না।

যাক বিনোদনতো পেলেন।

ধন্যবাদ।

৫৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চাদগাজী

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিংকতো চাদগাজীর না আপনার।

৫৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা রইলো- সবাইকে

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই- তারা সবাই জ্বলে উঠুক।

৫৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আলহামদুলিল্লাহ্‌!
অনেক আনন্দিত হলাম সত্যি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় পাশেই থাকবেন, পাশে থেকে সর্বদা সাপোর্ট করে যাবেন। পড়াশুনা ক্লাস সবকিছু মিলিয়ে ব্লগে সময় দেওয়াটি একটু কষ্টকর, কিন্তু তবুও কেমন যেন এক আলাদা ভালো লাগা কাজ করে। মনে হয় এটাই ভালবাসা..... B-)
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালবাসা। আশা করি সব সময় ভাল থাকবেন সুস্থ থাকবেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফারিহা আপু,

সত্যি এটাই ভালবাসা। এই যে সময় করে ব্লগে আসেন, লিখেন, মতামত দেন এটাও কিন্তু কম নয়।

লেখাপড়ায় ভাল করুন, জীবনে এগিয়ে যান।

ভাল থাকুন। ধন্যবাদ।

৫৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ চোখের ছবিটা বদলেছেন বলে।
ভালো থাকুন।
ভালোবাসা নিরন্তর।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি অনুরোধ করলেন আর সেটা কি না রেখে পারি।

আপনিও ভাল থাকুন।

৫৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

রাকু হাসান বলেছেন:



একগুচ্ছ জ্ঞানী-মানী মানুষদের সাথে আমাকে দেখে ভালো লাগছে । আমাকে মনে হয় একটু বেশিই বললেন । আড্ডার সদস্য হিসাবে কি স্বজননীতি হয়েছে ? ;)
ব্লগারদের প্রতি আপনার ধারণা খুব ইতিবাচক। ইতিবাচক মানুষ না হলে সম্ভব না তা এভাবে প্রকাশ করা । আপনার কামনা যদি স্রষ্টা বাস্তবে রুপ দিত তাহলে তো সোনায় সোহাগা । সহ ব্লগার সহ সকলের সুস্থ সুন্দর সুখ সমৃদ্ধ জীবন কামনা করি সময় ।

আমার পদাতিক ভাইয়ার মন্তব্যে পোস্টটি তাড়াতাড়ি পড়ার সুযোগ পেলাম । কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাইয়ার প্রতি । আপনার পোস্টটি নতুনদের /আমাদের নিশ্চয় উৎসাহ্ দিবে । অনেক দোয়া শ্রদ্ধেয় ভাই ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না না স্বজনপ্রীতি হয়নি। যারা যোগ্য তাদের কথাতো বলতেই হবে।

আপনিও খুবই ইতিবাজন একজন মানুষ ও ব্লগার।

অবশ্যই ভাল করবেন। ভাল থাকবেন।

৫৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

নজসু বলেছেন:



কমেন্টের বন্যা বয়ে গেছে যেন। :)

শুভ সকাল প্রিয় মাইদুল ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার বুঝুন আপনারা কতটা জনপ্রিয় কতটা ভালবাসে আপনাদের ।

ধন্যবাদ ভাই জান।

৬০| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই এই পোস্টে প্রায়ই আসি ভিটামিন ব্লগ নেয়ার জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরোগ্য ভাই দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য।

আসলেই একটি অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার নিয়ামক।

ভাল থাকুন এবং ভিটামিন নিয়ে সুন্দর পোস্ট উপহার দিন।

৬১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৯

ইসলাম ইন লাইফ বলেছেন: সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুআ!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ, মন্তব্য ও দোয়ার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদ।

৬২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

ডার্ক ম্যান বলেছেন: ভাল পোস্ট। সময় করে সবার ব্লগ ঘুরে আসবো

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

অপুর ছবিটা প্রোপিকে দারুন লাগছে।

৬৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

নজসু বলেছেন:

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা উড়ে উড়ে যায় নাকি দূরে
এসো তুমি কাছে এসে প্রেমের সুরে।

ধন্যবাদ ভাই এত সুন্দর ভালবাসার জন্য।

৬৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

নীলসাধু বলেছেন: খুব ভালো লাগলো জেনে। মন্তব্য না দিতে পারলেও আমিও নিয়মিত ব্লগে চোখ রাখি। উনাদের অনেকের লেখার সংগে আমিও পরিচিত। সকলের জন্য শুভকামনা। ব্লগ জমে উঠুক।
সৃজনশীলতার চর্চা অব্যাহত থাকুক।
ভালোবাসা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নীলদা আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ।

তবুও এখানে মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা।

আর নতুনেরাই একদিন পুরান হবে। হাল ধরবে এ ব্লগের।

ধন্যবাদ।

৬৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

নজসু বলেছেন:

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

দারূন সুন্দর ফুল জিনিয়া/মল্লিকা হতে পারে নামটি।

ধন্যবাদ ভায়া সাদ তুষারসময় পুষ্প উপহারে।

৬৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে এই গুণী ব্লগারদের কিছু ভাল লেখার লিংকও যোগ করে দিতে পারেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

ভভিষ্যতে এ ধরণের উদ্যোগ নিলে করবো।

৬৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরে সব্বাই তো দেখছি প্রিয় ব্লগার।
ধন্যবাদ আপনাকে। কষ্টসাধ্য কাজ করেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখানেও আপনার উপস্থিতি ভাললাগা জানান দিচ্ছে।

৬৮| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাতুল রেজা বলেছেন: আমরা পুরাতন রা কি দোষ করলাম :D

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরাতনরাতো এমনেই তরকা হয়ে আছেন তাই যারা নতুন তাদের জন্যই এই আয়োজন।

ধন্যবাদ।

৬৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

আরোগ্য বলেছেন: আহা কি সময় ছিলো সেটা, মনে পড়লে এখনো আনন্দ লাগে। সত্যি যদি ২০১৮ এর ব্লগাররা আবার সক্রিয় হতো তবে ইনশাআল্লাহ ব্লগটি আবার জমজমাট হতো। আমার মনে পড়ে না আমাদের সময় আজকের মত এতো ক্যাচাল হতো। আমরা অধিকাংশ সময় একে অন্যকে উৎসাহ দিতাম। সবাইকে খুব মনে পড়ে। আশা করি আবার সেই সময় ফিরে আসবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেমন আছেন ভাই ?

কেন যে পোস্ট দেন না বুঝিনা। আসলেই আগের দিনগুলো ভাল ছিল। সবকিছুরই জোয়ার ভাটা আছে। আশা করি ব্লগ আবার প্রানবন্ত হবে।

২০২১ সালে যাদের নিয়ে পোস্ট দিয়েছিলাম নতুন তারকা হিসেবে তাদের ক’জনতো কোন মন্তব্যই করলনা -কি দিন এলো ! যাক ভাল থাকুন।

৭০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৩

জ্যাকেল বলেছেন: ইহাদের মধ্যে কয়জন আছেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২-৩ জন এখনো আছেন। ধন্যবাদ পুরাতন পোস্টে নতুন মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.