নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামে ব্লগ ডে উৎযাপিত হলো

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩



ছবি-বা দিক থেকে ব্লগার জ্যোতির্ময় ধর, ডার্ক ম্যান, মো: মাইদুল সরকার, স্রাঞ্জি সে, কিশোর মাইনু, নীল আকাশ।


পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে চট্টগ্রামের ব্লগারদের উপস্থিতিতে উৎযাপিত হলো ব্লগ ডে-২০১৮। আমারসহ আরও অনেকের প্রথম ব্লগ ডে পালন ছিল দারুন রোমাঞ্চকর। খুব সকালেই ব্লগার ডার্কম্যান ফোন দিয়ে বললেন- আসছেনতো। আমি বললাম হ্যা। আমরা ১০.০০ ঘটিকায় দেওয়ান হাট মিলিত হই এবং জল খবারের ব্যবস্থা করি। এর মধ্যে একে একে ব্লগার নীল আকাশ, জ্যোতির্ময় ধর ফোন দিয়ে বলেন তারা পৌছে গেছেন। আমিও ডার্ক ম্যান যথাসময়ে পৌছলাম। সবার সাথে সাক্ষাত হলো এবং আন্তরিকতার সাথে আমরা একে অন্যের খোজখবর নিলাম এবং এরই মধ্যে স্রাঞ্জি সে, কিশোর মাইনু ও গোফরান ভাই এসে যোগ দিলেন ও শুরু হলো আমাদের মূল অনুষ্ঠান পর্ব।
সবার পরিচয় পর্বের পর কে কি ভাবে সামু ব্লগের সাথে যুক্ত হলো সেই স্মৃতিচারনায় মুখিরিত হয়ে উঠে সি আর বির শিরীষ তলা।
কার কোন ব্লগার প্রিয় এবং লেখালেখি ও সামু নিয়ে ভাবনা শেয়ার ও টুকটাক আলোচনায় পেরিয়ে যায় সময়।

সুন্দর একটা গেট টুগেদার হওয়ায় সবাই খুশী ও পরবর্তীতে আবারও দেখা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।ভার্চুয়াল জগত থেকে বাস্তব জগতের এই পদচারনায় অন্য রকম এক ভাললাগায় ভরিয়ে দেয় সবার মন।
জুমার নামাজ সমাগত হওয়ায় বেজে উঠে বিদায়ের ক্ষণ। পিঠা, পেটিস, মিষ্টি ও চা পর্ব শেষে সেলফি তুলে আমরা চলে যাই বিদায় নিয়ে যার যার গন্তব্যে।

অনুষ্ঠান সূচী ছিল নিম্নরূপ-

ব্লগ দিবস-২০১৮ উৎযাপন
স্থান- সি.আর.বি (শিরীষতলা)
২১/১২/২০১৮ইং।


অনূষ্ঠান সূচী-

১০-৩০ : সূচনা
১০-৩৫ : পবিত্র কোরআন ও গীতা পাঠ
১০-৪০ : পরিচয় পত্র
১১-০০ : অতিথি/বিশেষ অতিথির বক্তব্য
১১-১৫ : ব্লগারদের গান/কবিতা/গল্প পাঠ/ অনুভূতি প্রকাশ
১২-০০ : সমাপনী বক্তব্য
১২-১০ : রিপ্রেশমেন্ট
১২-২০ : বিদায়।




স্রাঞ্জি সে, কিশোর মাইনু ।




সবাই একত্রে।



গোফরান ভাই সবার সেলফি তুলছেন।



কিশোর মাইনু সবার ছবি তুলছে




ছবি কৃতজ্ঞতা- নীল আকাশ।

বিশেষ ধন্যবাদ- কাল্পনিক ভালবাসা ভাইয়াকে ফোনে সকলের খোজখবর নেওয়া ও কথা বলার জন্য।

মন্তব্য ১০০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

করুণাধারা বলেছেন: ভালো লাগলো জেনে যে, প্রাণের টানে চট্টগ্রামের ব্লগারেরা ব্লগ দিবসে একত্রিত হয়েছিলেন। পোস্টটা খুব ভালো হয়েছে, সুন্দর বর্ণনা দিয়েছেন; ছবিগুলোও ভালো; প্রিয় ব্লগারদের ছবিতে দেখা হল।

ছবির জন্য ধন্যবাদ নীল আকাশ কে, পোস্ট দেবার জন্য ধন্যবাদ আপনাকে।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই স্বপ্নের মত সময় কেটেছে সকলের।
আশা করি এখন থেকে প্রতি বছরই ব্লগ ডে পালিত হবে।

ধন্যবদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: গুড গুড !


তবে ছবিতে তোমাদের মুখ এত গোমড়া কেনো!!!!!! B:-)

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গোমড়া নয় আপু রোদের জন্য এমন হয়েছে।

ধন্যবদ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনাদের মিস করেছি; এটা ছিল এক বড় আয়োজন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আলোচনায় আপনার কথাও উঠে এসেছে।
এ ধরণের আয়োজন সত্যি প্রয়োজন।

ধন্যবদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

স্রাঞ্জি সে বলেছেন: কিভাবে যে সময়গুলো পেরিয়ে গেল টেরই পাইনি। খুব সুন্দর একটা মুহুর্ত পার হয়েছে ।এমন হৃদ্যপুর্ন মুহুর্তগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় । সবার প্রতি কৃতজ্ঞতা একটি সুন্দর সময় উপহার দেওয়ার জন্য্‌।


আর মাইদুল ভাইকে বিশেষ ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই কখন যে সময় চলে গেল টের পাওয়া গলো না। মনে হয় সারাদিন যদি থাকতে পারতাম তাহলে মনের আশ মিটতো।
এ ধরণের আয়োজন সত্যি প্রয়োজন।
অংশগ্রহণেন জন্য তোমাকেও ধন্যবদ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চট্টগ্রামে ব্লগ ডে উৎযাপন খুব ভালো হয়েছে,
সুন্দর বর্ণনা দিয়েছেন;
ছবিগুলোও সকলের স্মৃতি হয়ে থাকবে ।
ব্লগারদের ছবির মাধ্যমে দেখা হল।
.......................................................................................................

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি মনে রাখার মতই এক স্মৃতি।
বরাবরের মত ছবি উপহারে ধন্যবাদ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: মিস করছি খুব... :( :( :(

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মিস করার মতই প্রানবন্ত ছিল মিলনমেলা।

ধন্যবাদ।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

ভুয়া মফিজ বলেছেন: সবার সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। তবে ছবিগুলোতে কেমন যেন ফর্মাল ফর্মাল ভাব!
আরেকটু প্রানবন্ত হতে পারেন নাই? সবাই মনে হচ্ছে যেন কেমন ভয়ে ভয়ে ছিলেন... ;)

যাক, কোন ব্যাপার না। পরেরবার হবে। পোষ্টানোর জন্য অনেক ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আলোচনায় কিন্তু আপনার কথাও উঠে এসেছে।

একজন বলল- আপনি বৃটেন থাকেন অন্যজন বলল- তুরস্কও হতে পারে। সমাধান আপনি দিন।
ছবিতে ওরকম দেখা গেলেও বাস্তবে ভয় ডর কিছু ছিলনা। সবাই ছিল প্রানবন্ত।
ধন্যবাদ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপাদের সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা। সামু ব্লগ সবার সক্রিয় অংশগ্রহণে আবার প্রানবন্ত হয়ে উঠবে এ প্রত্যাশা করছি। ভালো থাবেন সবাই।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা । সহমত।

সামনে আরও বড় আকারে হবে আশা রাখি।
ভাল থাকুন।ধন্যবদ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বলেছেন: কিছু প্রিয় মুখ দেখে ভালো লাগলো ---







শুভেচ্ছা নিরন্তর, সবার সুস্থতা কামনা করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

প্রিয় মুখদের দেখেছেন জেনে ভাল লাগলো।

আপনিও ভাল থাকুন। ধন্যবদ।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ঢাবিয়ান বলেছেন: সবাই দেখছি একেবারে অল্পবয়সী =p~ =p~ =p~ লেখা পড়ে এতটা কমবয়সী মনে হয় নাই।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগারগণ লেখায় উজ্জ্বল। বয়স কোন ব্যাপার না।
সুন্দর সময় কেটেছে এটাই বড় কথা।
ধন্যবদ।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: গ্রেট।
জাস্ট গ্রেট।
তবে আমি মনে মনে আরও বেশি ব্লগার আশা করেছিলাম। চটগ্রামে তো আমাদের অনেক ব্লগার আছেন। আজ এত কম কেন?

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজিব ভাই ঢাকার খবর কি ? অংশগ্রহণ করেন নাই ?
একটিভ ব্লগার আর তেমন নেই চট্টগ্রামে। আয়োজটা করতে পেরে খুব ভাল লাগছে।

ধন্যবদ।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

কিশোর মাইনু বলেছেন: এবার চট্টগ্রামে অংশগ্রহণ করলাম। পরেরবার ইনশাল্লাহ ঢাকায় করব।
বাট চট্টগ্রামের ব্লগারদের মিস করব। মাঈদুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আয়োজনটি আজকে করার জন্য। অন্য কোন দিন হলে আমার জন্য কঠিন হয়ে যেত।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অংশগ্রহণটাই বড় কথা যেখানেই করনা কেন। সবাই যাতে একত্রিত হতে পারি তাই আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছে।

ধন্যবাদ । ভাল থাকো।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ব্লগের কিছু প্রিয় মানুষকে একই ফ্রেমে দেখে!

এবার ঢাকার ছবির অপেক্ষায়

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমরাও ঢাকার ছবি ও পোস্ট দেখার অপেক্ষায় আছি।
ধন্যবাদ আপু । ভাল থাকেন।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নতুন নকিব বলেছেন:



সুন্দর। এমন চমৎকার একটি প্রোগ্রামের জন্য উদ্যোক্তাদের সকলকে অভিনন্দন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নকিব ভাই। ভাল থাকবেন।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আরোগ্য বলেছেন: বাহ্, খুবই ভালো লাগলো। প্রাণবন্ত একটি মিটিং। বুঝা যাচ্ছে নিঃসন্দেহে আয়োজন ভালো হয়েছে। তবে আরও ব্লগার আশা করেছিলাম।
মাইদুল ভাই এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:


ভাই চট্টগ্রামে আর কেউ সাড়া দেয়নি।
আসর মাত করার জন্য এই কজনই যথেষ্ট ছিল।
ধন্যবাদ।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্রাঞ্জি সে চিটাগাংয়ের আজ জানলাম।
সবাইকে শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরাও অনেক তথ্য জেনেছি একে অপরের থেকে।
ধন্যবাদ।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ভুয়া মফিজ বলেছেন: একজন বলল- আপনি বৃটেন থাকেন অন্যজন বলল- তুরস্কও হতে পারে। সমাধান আমি দিব না, রহস্য-ই থাক! ;)

উত্তর কিন্তু আমার লেখাগুলোতেই আছে। :)

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মিশির আলীর মত এই রহস্য অমীমাংশিত থাক।
যাক টার্কী মুরগীর মাংশের স্বাদ এখন থেকে দেশেই নেয়া যাচ্ছে।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো আপনার এ সচিত্র প্রতিবেদন দেখে ও পড়ে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
তরুণেরা ভাল কাজে জড়িত, এটা দেখতে ভাল লাগে। উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
পোস্টে প্লাস + +

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনি যে খুব সুন্দর করে মন্তব্য করেন আলোচনা কিন্তু এটা নিয়েও হয়েছে।
সবাই আমরা ভাল কাজে জড়াই। এটাই চাই।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নজসু বলেছেন:



প্রিয় মাইদুল ভাই।
আপনাকে এতো চেনা চেনা লাগছে কেন?
হৃদয়ে বসবাস হলে চেনা তো লাগবেই।

পোষ্টটা প্রিয়তে রেখে দিলাম।
কারণ, প্রিয়জনদের ছবি আছে এই পো্ষ্টে।

দোস্ত স্রাঞ্জি সে সহ সবাইকে দেখে খুব ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।
ভালবাসেন বলেই চেনা মনে হয়।
আশা করি একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে।
ছবিগুলো স্মৃতি হয়ে থাক মনের এলবামে।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল ছবিগুলো দেখে।

অঃ টঃ ব্লগার নীল আকাশ কি কাফকো'তে চাকুরীরত?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ছবি দেখে অনুভূতি প্রকাশে ধন্যবাদ।
জ্বী উনি কাফকোতে আছেন। উনি মনে হয় আপনার পরিচত।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার :)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ।
আলোচনাতে কিন্তু আপনার নামটিও উচ্চারিত হয়েছে।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

ডার্ক ম্যান বলেছেন: এই ধরণের আয়োজন করার জন্য সরকার ভাইয়ের মত লোক দরকার ।
আপনাকে ছোটখাট ধন্যবাদ , মাইদুল ভাই

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার মত কিছু ভাল মানুষ থাকলে এমন উদ্যোগ সফল হতে পারে।
ভাল থাকুন ভাই।
ধন্যবাদ।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
এমন অনুষ্ঠান যেন নিয়মিত হয় সেই কামনা থাকলো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেলিম ভাই যে সুন্দর কবিতা লিখা তাও কিন্তু আমরা বলাবলি করেছি।
ভাল থাকুন ।
ধন্যবাদ।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

ঢাকার লোক বলেছেন: খুব ভাল লাগল সবাইকে দেখে। সবাইকে একরাশ শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই মনে হয় ঢাকাতে থাকেন। ঢাকাও কিন্তু আজ অনুষ্ঠান হয়েছে।
মতামত প্রদানে
ধন্যবাদ।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবাইকে ভাল লাগছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়।
এক কথায় দারুণ । ধন্যবাদ।

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগ ডে তে উপস্থিত চট্টগ্রামের সমস্ত বন্ধুদেরকে জানাই আমার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা । কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও যেভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রিয় মাইদুলভাই সচিত্রের মাধ্যমে আমাদের সঙ্গে সকলের পরিচয় করালেন তা এক কথায় অভূতপূর্ব । এমন মাহিন্দ্রক্ষণে নিজের অনুভূতিটি ঠিক বলে প্রকাশ করতে পারবো না। এমন বন্ধন যেন বয়ে চলে আজীবন ।


সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।



২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমাদের এ বন্ধন চলুক আজীবন এটাই চাই দাদা।

ধন্যবাদ।

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাদের দেখে অনেক ভাল লাগল । আশা করি পরে অনেক বড় পরিসরে সবাই মিলে আমরা ব্লগ ডে পালন করতে পারব ।

আপনাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার পোস্ট ও ছবি ভাল লেগেছে । আশা করি একদিন দেখা হবে।

ধন্যবাদ।

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

অব্যক্ত কাব্য বলেছেন: ছবিতে বেশ কয়েকজন ব্লগারকে চিনতে পারলাম।
চমৎকার।
ভালো লাগা জানবেন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার ছবি ব্লগ দেখলাম। দারুণ।

ভাল থাকুন। ধন্যবাদ।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তা আমার নামে কি কথা হইলো :-B

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি ব্লগ নিয়ে অনেক ভাবছেন। আইটির কাজ করছেন। ব্লগকে আরও গতিশীলতার জন্য পরামর্শ দিচ্ছেন।

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ব্লগ দিবসে সবাই একত্রিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ছবি এবং বর্ননা খুব ভালো লাগল। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রামানিক ভাই আপনার ছবি দেখে খুব খুশি হয়েছি। আপনার কব্যখানাও বেশ হয়েছে।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ১৯ তারিখ রাতে জানছি ২১ তারিখের পরিকল্পনা। মাইদুল ভাই যখন ফোন দিলেন তখনও আমি ঘুমে।ঘুম থেকে উঠে দৌড় মারছি। আরেকটু সময় পেলে আরো ভালো করে আয়োজন করা যেতো।

পরের বছর আরো বড় করে ১৯ তারিখেই ব্লগ ডে সেলিব্রেশন করার আশা রাখি।

শীতের সকাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেসে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই গোফরান বার সামনে আরও বড় পরিসরে হবে। ধন্যবাদ আপনাকে অংশগ্রহণের জন্য।

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয় ব্লগারদের একসাথে দেখে ভালো লাগছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর আয়োজন ॥ চেনা নামের আড়ালে না দেখা মুখগুলো দেখে ভালো লাগলো

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু। আপনারা প্রবাসে আয়োজন করতে পারলে মন্দ হতো না। ভাল থাকুন।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা বা চট্টগ্রাম কোথাও যেতে পারলাম না, খুবই আফসোসের বিষয়।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কোথাও উপস্থিত থাকতে পারলে ভাল হতো।
ধন্যবাদ।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

ইসিয়াক বলেছেন: এই আপনাদের শীত লাগছে না..।গরম কাপড় কই...যশোহরে তো শীত পড়ে গেছে। খুব ভালো লাগছে সবাইকে দেখে। শুভ কামনা রইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাই রোদ ছিল তাই শীত লাগছিল না। ধন্যবাদ।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
দুর্দান্ত রিপোর্ট। ভালো লিখেছেন মাইদুল ভাই।
চট্টগ্রামের ব্লগ-ডে তে সকল অংশগ্রহনকারী ব্লগারদের পক্ষ থেকে সবা ব্লগার দের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।
শুভ কামনা রইল!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সকালের উত্তর রাতে দিচ্ছি দু:খিত। প্রসংশার জন্য সাধুবাদ।
অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আপনার উপস্থিতি সত্যি ভাললেগেছে।
ধন্যবাদ।

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা ভায়া

দারুন লাগছে সবাইকে ছবিতে :)
সবার মিলনে প্রতি বছর হোক এমন মিলন মেলা!
সামুর বিশাল পরিবারের সবাই চিনে নিক একে অন্যে আন্তরিকতায়, মমতায়, ভালবাসায়

+++

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঢাকায় আপনার ছবি দেখে ভাললাগছে। দারুণ সময় কেটেছে সকলের। ধন্যবাদ।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

সামিয়া বলেছেন: খুব ভাললাগলো জেনে এত সুন্দর একটি অনুষ্ঠান পালিত হয়েছে দেখে, সবাইকে অনেক অনেক অভিবাদন ও শুভকামনা

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সামিয়া আপু।

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

কামভাখত কামরূখ বলেছেন: এ যেন একটুকরো অসাম্প্রদায়িক বাংলাদেশ ! বাহ সব ধরণের ব্লগারদের একেন্দ্রীকরনের এই মিলন মেলাকে আত্নার অন্তস্থ স্থল থেকে সাধুবাদ জানাই কোন বাধাই পারবেনা আমাদের এই রথযাত্রা থামিয়ে দিতে ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই তাই এক টুকরো বাংলাদেশ।

অনন্তকাল চলুক এই পথচলা।

ধন্যবাদ।

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

হাবিব বলেছেন: খুব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখতে পেয়ে.....
কিন্তু আমার মনটা খারাপ, কারণ আমি থাকতে পারি নি.......

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মিস করেছেন। সামনের বার থাকার চেষ্টা করবেন । ধন্যবাদ।

৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
রাজিব ভাই ঢাকার খবর কি ? অংশগ্রহণ করেন নাই ?
একটিভ ব্লগার আর তেমন নেই চট্টগ্রামে। আয়োজটা করতে পেরে খুব ভাল লাগছে।

ঢাকা এলে আমাদের সাথে দেখা করে যাবেন। খুশি হবো।
না, আমি যেতে পারিনি। ঢাকার বাইরে ছিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন মিস করেছেন রাজিব ভাই । আশা করি একদিন দেখা হবে। ধন্যবাদ।

৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর আয়োজন ছিল। কিন্তু ফয়সাল ভাই ছিলেন না বুঝি? যাই হোক সামনে হয়তো আবার কোন আয়োজনে আরো কাউকে দেখব। শুভ ব্লগিং।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফয়সাল ভাইকে ব্লগে নক করেছি কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি। ধন্যবাদ সুজন ভাই।

৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

মাহের ইসলাম বলেছেন: মিস করেছি, নিশ্চিত ভাবেই।

অনেক ভালো লাগলো এমন একটা আয়োজন ঘরের কাছে হয়েছে, জেনে। আশা করছি, ভবিষ্যতে অংশ নিতে পারব।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি চট্টগ্রামে আগে জানলে নক করতাম। ধন্যবাদ। একদিন দেখা হবে।

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও গুণীজনের একত্রিত হতে দেখে খুব ভাল লাগছে। ব্লগ হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম। মত প্রকাশ ও প্রতিভা বিকাশের দারুন সমৃদ্ধ একটি প্লাটফর্ম। সামহোয়্যারইন ব্লগ আমাদের সবাইকে এক ফ্রেমে এনে ব্লগ কমিউনিটির নেতৃত্ব দিচ্ছে এজন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। সবাই মিলে একটি জায়গায় মিলিত হতে পারলে আরো ভাল লাগতো। তবে চট্টগ্রামে আলাদা করে আয়োজন করায় এবং ছবি শেয়ার করায় প্রিয় সহ ব্লগারদের দেখে দারুন সুন্দর লাগছে। আশা করি, আগামীতে সবাই একত্রে মিলিত হতে পারবো।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় কাওসার ভাই,

যদিও প্রোপিকে আপনাকে আগেই দেখেছি তথাপি ব্লগ ডেতে ছবি দেখে ভাল লাগলো।
নিশ্চয় সুন্দর সময় কেটেছে সকলের।
আমিও আশা করি সামনে সবাই একত্রিত হতে পারবো।

ধন্যবাদ।

৪৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

তারেক ফাহিম বলেছেন: মিস করেছি।

উপস্থিত সকল ব্লগারকে আন্তরিক অভিনন্দন।

পরবর্তী ব্লগডেতে আল্লাহর ইচ্ছায় যোগ দেয়ার ইচ্ছা আছে।

স্যারের ছবিটি স্পেশালি দেখতে ইচ্ছে করছে। ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় তারেক ফাহিম,

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। আলাদা করে ছবি তুলিনি।
তবুও একটা ছবি পাঠাচ্ছি আগের তোলা-

ভাল থাকুন।

৪৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট ! সবাইকে দেখে ভালো লাগল।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।

৪৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: দ্যাটস দা স্পিরিট ভাইয়া ! ভালোবাসা জানবেন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম স্পিরিটই বটে! ভালবাসা নিও, ভাল থেক প্রান্ত।

৪৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

তারেক_মাহমুদ বলেছেন: মাইদুল ভাই সত্যি পরিচিত ব্লগারদের দেখতে পেয়ে ভাল লাগলো, আর আপনাদের খানা পিনা বেশ ভাল ছিল মনে হচ্ছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারেক ভাই সত্যি এক অসাধারণ ভাললাগায় ভরে ছিল দেহ মন।

প্রতিবছর এমনটা হলে সবার হৃদতা বাড়বে, সম্পর্ক মজবুত হবে।

৪৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: ইশশ শ ...
আপনারা কেনো যে কাওসার ভাই এর মত বৃহস্পতিবার রাতের ট্রেনে চলে এলেন না ঢাকায় :(
আপনাদের সবাই কে পেলে আমাদের সময়গুলো আরও আরও উচ্ছ্বাসে আনন্দে পূর্ণ থাকত।


অনেক ভালোলেগেছে আপনাদের কে এভাবে একসাথে পেয়ে , ছবি তে পেয়ে। শুভ কামনা সবার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।

আপনাকে ও দুলাভাইকে ছবিতে দেখেছি। আর আফসুস করেছি যদি ঢাকায় থাকতাম তবে দেখা হতো।

ঢাকায় সফলভাবে ব্লগ ডে পালিত হয়েছে দেখে অনেক ভাল লেগেছে।
আশা করি ভবিষ্যতে দেখা হবে। কথা হবে।

৫০| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন।
সবাইকে এক সাথে দেখে অনেক ভাল লাগল।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা সোহেল ভাই, দারুণ সময় কেটেছিল।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.