নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সামু ব্লগের এই ক্রান্তিকালে সবচেয়ে জটিলতম, কঠিনতম, নিষ্ঠুর প্রশ্ন হচ্ছে - সামু যদি বন্ধ হয়ে যায় আপনি কি করবেন ?
এই ব্লগটাকে আমরা অনেক ভালবাসি। আমাদের এই ভালবাসা মনে হয় পোস্ট দেওয়া ও ব্লগ পড়াতেই সীমাবদ্ধ। তাই যদি না হবে সামুর নিবন্ধিত এত এত ব্লগার থাকা সত্ত্বেও আমরা প্রকাশ্যে কোন প্রতিবাদে দেখাতে পারিনি। কোন স্লোগান তুলিনি, কোন মিটিং-মিছিল করিনি।
যতটুকু প্রতিবাদ-প্রতিরোধ করা দরকার সামু নিজেই করেছে। সামু হারিয়ে যাবেনা। কিন্তু এই অস্থির সময়টা ভুলার নয়।
সচেলায়তন ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা ব্লগসহ সব ব্লগই ঠিক আছে, চলছে শুধু সামুর বেলায় ভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। এটা কাম্য নয়। জোড় প্রতিবাদ জানাচ্ছি।
ধরুন আমাদের পরম আদরের সামু যদি বন্ধ হয়েই যায় আপনি কি করবেন ? মতামত দিন ?
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি সামু বন্ধ হবেনা।
কথার কথা যদি হয় তবে কে কি করবে। আমার দুঃখের সীমা থাকবেনা।
ধন্যবাদ।
২| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৮
জাহিদ অনিক বলেছেন: সামু বন্ধ হবে না, তারপরেও যদি হয়েই যায়-- এখনো ভেবে দেখি নাই কি করব
মনে হয় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাব
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই মন মরা হয়ে যাব।
আপনি আল মাহমুদের চেয়ে ভাল কবিতা লিখেন(হাজার রকমের ভাব আনতে পারেন কবিতায়) চাঁদগাজী কোন একজনের পোস্টে মন্তব্য করেছেন।
ধন্যবাদ।
৩| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৬
আখেনাটেন বলেছেন: চমৎকার একটি গল্প শুনুন:
এক লেজবিহীন ধূর্ত শেয়াল গোঁ ধরেছে টগবগে মুরগীটা সে ধরবেই। খোলা জায়গায় স্বাধীনভাবে চরে বেড়ানো মুরগী শেয়ালের উৎপাতে খাঁচায় বন্দী। এখন শেয়াল না পারছে খাঁচার ভেতরে প্রবেশ করতে, না পারছে মুরগী ধরতে।
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিয়াল থাবা দিয়েছে ঠিকই কিন্তু বগলদাবা করতে পারেনি আর পারবেওনা।
ধন্যবাদ।
৪| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৭
নতুন বলেছেন: যদি ব্লগ বন্ধের উপক্রম হয় তবে ব্লগকতিৃ পক্ষের উচিত হবে সবাইকে বিষয়টা জানানো... তখন আমরা সবাই একত্র হয়ে সামু চালিয়ে নেবার জন্য চেস্টা করবো।
আর দুনিয়াতে সব কিছুই সম্ভব যদি সবাই একসাথে কাজ করে।
তাই সামু বন্ধ হবে বলে আমি মনে করিনা। বাংলাদেশের বাইরে যেই সব প্রবাসি আছেন তারাই সামুকে বাচিয়ে রাখতে যথেস্ট।
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুকে বাঁচিয়ে রাখা প্রয়োজন।
মুক্ত মত প্রকাশের জন্য।
সুন্দর মতামতে ধন্যবাদ জনাব।
৫| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০০
আরোগ্য বলেছেন: ব্লগার নতুনের সাথে সহমত।
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনার কথায় যুক্তি আছে।
ধন্যবাদ।
৬| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৪
ভুয়া মফিজ বলেছেন: শোনেন, জানেন কি না জানি না। নিরাশাবাদীরা দ্রুত হৃদরোগে আক্রান্ত হয়!
ডিপ্রেশান বেশী হলে লুডিওমিল খান, তাও অলুক্ষুনে কথা বইলেন না। বাস্তবতা হলো, সামু বন্ধ হবে না; যদি না কর্তৃপক্ষ এটা বন্ধ করেন! কাজেই নিশ্চিন্ত থাকেন।
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি নিরাশাবাদী নই।
বরং যদি বন্ধ হয় কে কি করবেন সটাই জানতে চেয়েছি।
জয়তু সামু। ভাল থাকুন ভায়া।
৭| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: সামু বন্ধ হয়ে গেলে আমি বোবা হয়ে যাব। নিজের মনের কথা লেখার আর জায়গা থাকবে না। এবং আমার সমস্ত লেখা হারিয়ে যাবে।
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মত অবস্থা হবে অনেকের এ কথা নিশ্চিত বলা যায়।
সামু যেন হারিয়ে না যায় সেই কামনা করি।
ধন্যবাদ।
৮| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৪
মাহমুদুর রহমান বলেছেন: সামু বন্ধ হবে না।
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে আশা রাখি।
ধন্যবাদ।
৯| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০২
চাঁদগাজী বলেছেন:
সামু বন্ধ হবে না, যারা সামুকে বন্ধ করার চেষ্টা করছে, তারা অপমাণিত হবে উল্টো; সামুর ব্লগারদের লেখার মান না বাড়লে, সামু ক্রমেই বুড়িগংগা নদীর মতো হয়ে যাবে।
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গাজী ভাই
সামু থেকে যাবে হয়তো একদিন আমরাই হারিয়ে যাব কালের বিবর্তনে।
ধন্যবাদ।
১০| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৭
ভুয়া মফিজ বলেছেন: যদি বন্ধ হয় কে কি করবেন সটাই জানতে চেয়েছি। বন্ধই যেখানে হবে না, সেখানে শুধু শুধু যদি নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? বরং 'যদি' সংক্রান্ত একটা কৌতুক পড়েন;
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
থাক ভায়া যদি টা বাদ দিলাম
সামুর সাথে থাকি সরাজীবন সুখে দুঃখে।
ধন্যবাদ।
১১| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগ বন্ধ হয়ে গেলে, ব্লগারদের মিস করবো; সাথে সাথে, জাহিদ অনিক, নীল পরী ও শত কবিদের কবিতা মিস করবো; কিন্তু আল মাহমুদ ইত্যাদির অপকবিতা থেকে মুক্তি পাবো।
ব্লগারদের লেখার মান কমে গেলে সামু বন্ধ হবে; না হয়, সামু চলতে থাকবে।
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা চরম সত্য কথা মাঝে মাঝে মনে উদয় হয়-
এ যুগে যে যত ভালেই লিখুক সেযুগের কাউকে ছাড়িয়ে যেতে পারবেনা বলে আমরা ধরে নেই আর এই কারণেই যথার্থ মূল্যায়ন করতে পারিনা।
ব্লগে সেযুগের অনেকের চেয়ে ব্লগাররা ভাল লিখছেন একথা শুনলে মানুষ ভূত দেখার মত চমকে উঠবে।
সামু না থাকলে আপনাদের সবাইকে মিস করবো।
ধন্যবাদ।
১২| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বন্ধ হওয়ার কথা আসছে কেন? নেতিবাচক চিন্তা পরিহার করুন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরে ভাই বন্ধ হবে না।
কিন্তু পৃথিবীতে অমর অক্ষয় বলে কিছু নেই।
বন্ধ হলে মনের অবস্থা কি হবে আপনার ?
১৩| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৮
আমিনভাই বলেছেন: সরকারের আগের কাজ বিশলেষন করলে এটাকে বন্ধই বলা চলে। ধীরে ধীরে নিসতেজ করে দাও এটা এমনি বন্ধ হয়ে যাবে।আগে ভিজিটর ১৫০০ থেকে ২০০০ আর এখন? আগে বল্গার ৬০-৭০ আর এখন? কত মানব বন্ধন দেখি সামুর জন্য একটা মানব বন্ধন দেখলাম না। মিছিল না করি একটা মানব নন্ধনতো করা যায়???
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মন্তব্যটা ভালবাসায় পূর্ণ।
আফসোস সামুর জন্য কিছুই করলামনা আমরা।
ধন্যবাদ।
১৪| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫
নতুন নকিব বলেছেন:
সামু বন্ধ হবে না। আগের তুলনায় আরও জমজমাট হবে ইনশাআল্লাহ। নিশ্চিত থাকুন।
২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বন্ধ না হোক সেটাই কাম্য।
ধন্যবাদ জনাব।
১৫| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আমার পরিচিত সবাইকে বলে বেড়াচ্ছি, কিভাবে সামুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর এই সড়যন্ত্রটা মনে হয় কয়েক বছর থাকবে।
পড়ালেখার কি খবর প্রান্ত ?
১৬| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০১
মলাসইলমুইনা বলেছেন: মোঃ মাইদুল সরকার,
ব্লগ বন্ধ হবার মতো কিছু এখনো হয়নি । একটু ঝামেলা এখন হচ্ছে আশা করি কেটে যাবে ।একটু আধটু যন্ত্রনা জীবন পথে চলতে হয়ই সবার, সব সময়ই ।এটা সেভাবে দেখাই ভালো ।আর এটাও সত্যি কিন্তু কোনো মানুষ অমর না । ক্ষমতাতো আজীবন কারো থাকে না । চিয়ার আপ ।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই।
দিন কারো সমান যায়না। আর এক মাঘে শীত যায়না।
সুসময় আসবেই।
ধন্যবাদ।
১৭| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
সামু পাগলা০০৭ বলেছেন: ইনশাল্লাহ সামু বন্ধ হবে না।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
ধন্যবাদ।
১৮| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
"যদি'র কথা বলেছেন।
তাই ই যদি হয় তবে আমরা সবাই মিলে সামুর আরেকটা শাখা খুলবো, দরকার হলে আরও গোটা দশেক .................
তবে নিরাশ হতে নেই।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি যখন সামু ইন করতে পারছিলাম না তখন আমার মনের অবস্থা কি হয়েছিল আপনাদেরও সেটা হয় কিনা তাই জানার জন্যই এই পোস্ট।
আমি এরকমই উত্তর আশা করছিলাম।
ধন্যবাদ আপনাকে কাঙ্খিত উত্তর পেয়ে গেছি।
১৯| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫
ওমেরা বলেছেন: সামু বন্ধ হবে না । ইনশা আল্লাহ। দুষ্ট বাতাস বেশীক্ষন স্থায়ী হয় না ।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
ধন্যবাদ।
২০| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সামহোয়্যার বন্ধ হবে না যদি না মালিকপক্ষ বন্ধ করে। এটা সবার আবেগের ফোরাম। প্রচুর মননশীল আর রুচি সম্মত পোস্ট দিলে এটার উপর ঝড় আসতো না। অনেক সহব্লগারকেই দেখেছি আপত্তিকর ছবিসহ ১৮ +পোস্ট দিতে। এদের কারণে কিছুটা হলেও ক্ষতি হয়েছে। তবে এখন কাজ হতে পারে যারা আজে বাজে পোস্ট দিয়েছেন সেগুলো ড্রাফট করে নেয়া। এটা আমাদেরই করা উচিত।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সাজ্জাদ ভাই কেমন আছেন ?
আমরা সামুকে অনেক ভালবাসি।
আপনার কথাও যুক্তি আছেন। সামুকে এগিয়ে নেওয়া আমাদের সকলের দায়িত্ব।
ধন্যবাদ।
২১| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৬
নীলপরি বলেছেন: আহমেদ জী এস স্যরের প্রস্তাবের সাথে একমত ।
আর , আশারাখি সামু ঠিক হয়ে যাক ।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ পরি।
সহমত। ওনার প্রতিউত্তরটাই যুতসই।
২২| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০০
কিশোর মাইনু বলেছেন: মগের মুল্লুক নাকি?!?!?
আর ভাই আপনি কুফা লাগাইয়েন না তো।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না কিশোর কুফা লাগাবো কেন ?
সামুর জন্য যে আমাদের হৃদয় ভালবাসায় পূর্ণ।
২৩| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৪
নজসু বলেছেন:
ভালোবাসার জোর থাকলে দূরত্ব সৃষ্টি করা যায়না।
ব্লগার ও সামুর ভিতরে ভালোবাসাএ জোর অনেক বেশি।
অনেক ব্লগার, ভিজিটর সামুতে প্রবেশ করতে পারছেন না।
তবুও সামু এগিয়ে যাচ্ছে।
আশা করি খুব শীঘ্রই সামু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
আমরা আশাবাদী।
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই যে হঠাৎ ঝড় আমাদের এলোমেলো করে দিল
এর জবাব কে দিবে।
খুব সুন্দর বলেছেন। জয়তু সামু।
২৪| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৬
সুমন কর বলেছেন: ভেবে সময় নষ্ট বা কষ্ট পেতে চাই না, কারণ সামু বন্ধ হবে না.....
৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরাও অন্ধ হবেনা
সামুও বন্দ হবেনা।
ধন্যবাদ।
২৫| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩
নীল আকাশ বলেছেন: আমিও চাই না এই ব্লগ বন্ধ হয়ে যাক।
আপনার এই পোস্ট মনে বড়ই ভয় ঢুকিয়ে দিল!!
১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভয় নেই , ওরে ভয় নেই
মোদের সামুর যে ক্ষয় নেই।
সামু টীকে থাকবে যুগে যুগে ।
ধন্যবাদ । ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুল ভাই,
এমন চিন্তা কেন ভাবছেন ? সংকট কাজ চলছে ঠিকই কিন্তু বন্ধ হবে কেন ? এই তো আমরা সংখ্যায় কম হলেও তো সময় পেলে চলে আসছি। এমনি করেই যেতে যেতে নিশ্চয়ই একদিন অবস্থার উন্নতি হবে । সমস্ত বাঁধা বিপত্তির অবসান ঘটুক । সামু দ্রুত পুনরুজ্জীবিত হোক কামনা করি ।
শুভ ব্লগিং ।