নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অপরাধী গানের প্যারোডি (রঙ্গ-রম্য-১৫)

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৭



একটা সময় তোরে আমি সাধারণ ভাবতাম
বারান্দার টবের পানিতে জায়গা রাখতাম
তোর ছোট্ট দেহ দেইখা দুঃখ পাইতাম
তুই কামড় দিলে পরে বিরক্ত হইতাম।

কোন ভুলেতে চিপা-চাপায় দিলাম তরে ঠাঁই
এখন তোর মনে আমার জন্য কোন জায়গা নাই
ওরে ভুল করালাম তোরে না মাইরা মশারে
তুই যারে যা উইরা যা অন্য দেশেতে।

ও ডেঙ্গুরে ডেঙ্গুরে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া রক্তগুলো দে ফিরায়া দে
আমার গায়ে বসার অধিকার দিল কে
তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।

ও ডেঙ্গুরে ডেঙ্গুরে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া রক্তগুলো দে ফিরায়া দে।

ওরে মশারী ছাড়া যেদিন ঘুমাইয়া যাইতাম
চুপটি করে কামড় দিলে রাগ করিতাম
রাতের পর রাত এমনে কাটাইতাম
তোর ইচ্ছেমত কামড় খাইতাম

এখন ডেঙ্গুজ্বরে একলা একা হাসপাতালে
অসাবধনতায় প্রান যাবে বুঝি অকালে
রোজ রাইতে জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা লরে বাংলাদেশে ডেঙ্গু কারো নয় ।

ও ডেঙ্গুরে ডেঙ্গুরে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া রক্তগুলো দে ফিরায়া দে।

.............................................................

....................................................................।




মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: হা হা সবচেয়ে বড় অপরাধী ডেঙ্গুর বাচ্চা মশা!

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই। ধন্যবাদ।

২| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই ডেঙ্গু বড় অপরাধী ।

সুন্দর ।+

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এডিস রে এডিস তোরে নিয়াও কাব্য হয় হতচ্ছাড়া

সুন্দর হয়েছে

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা ছাড়া আর কি উপায় বলুন। যে হারে সবাই আক্রান্ত হচ্ছে।

ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: ডেঙ্গু কথনে মজা পাইলাম ।‌
শুভকামনা রইলো প্রিয় মাইদুল ভাইকে।

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার ‍উপস্থিতি সব সময় আনন্দের।

ভাল থাকুন।

৫| ২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: আপনি একজন উজ্জ্বল প্রতিভা।

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক প্রতিভা আমাদের দেশে অকালে ঝড়ে যায়।

আপনি এগিয়ে যান।

৬| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'তোর' সাথে 'তুমি'র কম্বিনেশনটা ভালো লাগেনি। তুই হলে বোধহয় ভালো লাগতো। ৪নং লাইনের কথা বলছি।
ও এডিস, ও এডিস রে তুই অপরাধী রে!

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক করে দিয়েছি প্রিয় জু বি রাহমান ভাই।

ধন্যবাদ।

৭| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪০

আরোগ্য বলেছেন: বাংলাদেশ turns into ডেঙ্গুদেশ।

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমস্যার সমাধান হবে । আশায় আছি।

ভাল থাকুন।

৮| ২৭ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:২২

ইসমত বলেছেন: এডিস মশা রাতে কামড় দেয় না, দিনের বেলাই কামড়াতে আসে।

তুমি<তুই হলে ভালো হয়।

আমার যত্নে গড়া রক্তগুলো দে ফিরায়া দে। খুব পছন্দ হলো।

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুই করে দিয়েছি।

আমার যত্নে.....................দে
লাইনটি পছন্দ হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: ডেঙ্গু আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই অংশকে ধ্বংশ করতে হবে। ধন্যবাদ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: ভাবছিঃ
ডেঙ্গু আজ মহামারী,
আসুন সবাই মশা মারি।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাছাড়াতো বিকল্প নেই।

মশা মারি, মশা মার
মশকারি ছার।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.