নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর হলে ধর্ষণ কমবে কিনা বলা মুশকিল।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৮


দেশে অনেক আইন আছে কিন্তু প্রয়োগ নেই সেভাবে তাই অপরাধী অপরাধ করে পার পেয়ে যায়।

ধর্ষণ এখন বাংলাদেশে অনিরাময়যোগ্য এক সামাজিক ব্যাধি। এর সমূল উৎপাটন না করলে আমি-আপনি কারো পরিবার নিরাপদ নয়।
যে শিশু ভাত খেতে শিলনা তাকেও ধর্ষণ করা হচ্ছে এখানে না তার দেহ না তার পোশাক কোনটাই ধর্ষককে প্রলুব্দ করেনা। ধর্ষক চায় নারী দেহ যে হোক শিশু, তরুনী, বৃদ্ধা। হায়! অধপতন।

সরকার এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবছেন। কারণ করোনাকালেও দেশে যখন আলোচিত ধর্ষণ কান্ড নিয়ে চলছে মাতামাতি, প্রতিবাদ, সোসালমিডিয়ায় তোলপাড় তখন ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর হলে ধর্ষণ কমবে কিনা বলা মুশকিল কারণ আইনতো অনেক আছে দেশে কিন্তু তার কার্যকার কোন প্রয়োগ নেই।

তাই শুধু আইন করলেই চলবেনা তা কার্যকার প্রয়োগ করে বাস্তবায়ন করতে হবে তাহলেই ধর্ষণ ও ধর্ষক যদি কিছুটা কমে তবেই দেশের জন্য মঙ্গল।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: মৃত্যুদন্ড কার্যকর হলে ধর্ষণ কমবে না। কারন এই দেশের ধর্শকরা এতটাই জারজ।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তাইতো কঠোর শাস্তি ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে জারজা আর বেপরোয়া হতে পারবেনা।

ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে আইনের অপপ্রয়োগ হয়। নারী নির্যাতন মামলায় জামিন হয় না। অথচ জমির কারণে বিবাদকে নারী নির্যাতন দেখিয়ে ভালো মানুষকে ভোগান্তিতে ফেলছে। তাই আইন করলে এর অপপ্রয়োগের সম্ভাবনাও তলিয়ে দেখতে হবে।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই।

ধন্যবাদ।

৩| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: আমাার ধারনা কমবে।
তখন বাবামায়েরাই ছোট থেকেই ছেলেদেরকে শিখাবে বাবা সাবধান মেয়েদের আশে পাশেও যাস না।

নয়ত কোনো কোনো বাবা মা কেয়ারই করেনা তাদের নিস্পাপ বাচ্চাটি যে একদিন ধর্ষক হতে পারে।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দ্রুত মৃত্যু দন্ড কার্যকর করলে বাকি অপরাধীরা ভয়ে তা থেকে সরে আসবে।

ধন্যবাদ।

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,



শুধু মৃত্যুদন্ডের আইন হলেই চলবেনা , ৭২ ঘন্টার মধ্যে দ্রুততম বিশেষ আদালতে এর বিচার করে শাস্তি প্রদান করতে হবে। আরো যদি কঠিন কোনও শাস্তি থাকে যাতে মানুষের মনে নারী নির্যাতন ভুলেও জন্ম নিতে না পারে, করতে হবে সেটাও।

কোনও শিক্ষা, কোনও মানসিকতাই নারী নির্যাতন রোধ করতে পারবেনা যদি দৃষ্টান্তমূলক, ভীতি ধরানো শাস্তি দেয়া না যায়। একমাত্র আইনের দ্রুত প্রয়োগই অনেকটা হলেও নারী নির্যাতন কমাতে পারে আর কিছু নয়।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যথার্থ বলেছেন জনাব। এখন সরকারের কাজ এটা দ্রুত বাস্তবায়ন করে দেখানো। যাতে দৃষ্টান্ত হয়ে থাকে যে আইন তার গতিতে চললে কোন অপরাধীই পার পায় না।

৫| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১১

লেখক বলেছেন:
দ্রুত মৃত্যু দন্ড কার্যকর করলে বাকি অপরাধীরা ভয়ে তা থেকে সরে আসবে।

ধন্যবাদ।


একদম!! মরার নাম বাবাজী। তাও আবার ফাঁস লাগিয়ে মারা।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তখন দেখা যাবে কে অপরাধ করতে সাহস করে।

আবারও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: কিছুটা হলেও কমবে । মৃত্যুকে সবাই ভয় পায় । বন্ধ হয়ে যাওয়া পতিতালয়গুলো নিরাপদ মানে লোকালয়ের বাইরে চালু করুক সরকার । এসব ব্রিটিশ সময় থেকেই চালু ছিল । ৮০ দশকের পর নানা দোহাই দিয়ে এগুলো বন্ধ করা হয়েছিল । তার উপকার সবাই হাড়ে হাড়ে পেয়েছে । এইসব আলাপ টানতে গেলে বিচার বিভাগ , পুলিশ বিভাগ আলাদা করার প্রশ্ন এসে যায় । সরকার কোনভাবেই এই দুই মজার মোয়া হাতছাড়া করবে না । পুলিশ রিপোর্ট আর বিচার বিভাগের দীর্ঘসুত্রিতা ক্যান্সারের থেকে বেশি গতিবেগে চলছে। সংস্কার চাই এবং তা সবক্ষেত্রে । আমি মৃত্যুদণ্ডের পক্ষে দাঁড়াচ্ছি ।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যথার্থ বলেছেন।

আমরা সবাই চাই ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

এটা বাস্তবায়ন হোক।
ধন্যবাদ।

৭| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৬

নীল আকাশ বলেছেন: বিচার ব্যবস্থা সুষ্ঠ না হলে দেশে কখনই ধর্ষণ কমবে না। মৃত্যদন্ডই একমাত্র শাস্তি দেয়া উচিত।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ।

৮| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭

সাগর শরীফ বলেছেন: প্রতিটা কেসেই শাস্তি অবধারিত করতে হবে। একটা দুটো মৃত্যুদন্ড বা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বসে থাকলে অপরাধ ফের হবে। সুতরাং আইনে কঠোর হতে হবে।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঠিক বলেছেন।ধন্যবাদ।

৯| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২০

চাঁদগাজী বলেছেন:



**** কোন অপরাধের শাস্তি মৃত্যুদন্ড চাওয়া বেকুবের লক্ষণ; মানব জীবন অনেক মুল্যবান, একটা অপরাধ, কিংবা ভুলের জন্য উহা ধ্বংস করা যাবে না। ****

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবন মূল্যবান কিন্তু সেই মূল্যবান জীবন যদি অকাজে শেষ হয় তার চেয়ে তাকে মেরে দৃষ্ঠান্ত মূলক শাস্তি দিলে অপরাধ দমন হবে। যারা অন্যের জীবন হরণ করে তাদের বাচাঁর অধিকার কতটুকু?

১০| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সব অন্যায়ের দ্রুত এবং কার্যকর বিচার চাই

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাই হোক এসময়ের বাস্তবতা।

ধন্যবাদ।

১১| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কোন ষ্টেডিয়াম বা খোলা যায়গায় নির্মম ভাবে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে তাহলে যদি কিছুটা কমে। তবে এখানে ঝুকি থাকে শত্রুতা মুলকভাবে নিরিহ মানুষ অন্যায় শিকার হতে পারে ।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব ধরনের ব্যবস্থা ও সতর্কতা নিয়েই তা করা হোক।

ধন্যবাদ।

১২| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাইতো কঠোর শাস্তি ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে জারজা আর বেপরোয়া হতে পারবেনা।

সহমত।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২১

মা.হাসান বলেছেন: ৮০-১০০ বছর আগে তো ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড ছিলো না, তখন তো এরকম হারে এই ধরনের অপরাধ হতো না। এমন কি আশির দশকেও এত বেশি হারে ধর্ষনের ঘটনা শুনি নি।

বিচার ব্যবস্থ সরকারের নিয়ন্ত্রনমুক্ত না করতে পারলে শাস্তি হিসেবে ফাসি দেন বা আগুনে পুড়ান বা তেলে ভাজেন, কাজ হবে না।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জিরো টলারেন্স নীতি নিতে হবে অন্যথায় অপরাধী বিভিন্ন ছুতোয় বেরিয়ে যাবে।

ধন্যবাদ।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৭

অপু তানভীর বলেছেন: আইনের সঠিক প্রয়োগ পারে ধর্ষণ কমাতে ।

আমরা যখন স্কুলে পড়তাম তখন এসিড নিক্ষেপ ছিল খুবই কমন একটা ক্রাইম । প্রায় প্রতিদিনই পত্রিকাতে এই নিউজ আসতো, প্রেমে প্রত্যাখ্যান মারো এসিড ।

তারপর সরকার কী করলো? কেবল কঠিন আইনই বানালো না, আইনের কঠিন প্রয়োগ নিশ্চিত করলো । ৯০ দিনের ভেতরে মামলা শেষ করে শাস্তি নিশ্চিতের বিধান করলো । দেখেন আজকে ফলাফল । এডিস নিক্ষেপের ঘটনা একেবারে কমে গেছে ।
একই ভাবে শাস্তি মৃত্যুদন্ড হোক সাত বছর হোক সেটা যদি দ্রুত বিচারন হোক, আইন দ্রুত কার্যকর হোক, যে ধর্ষন মামলা আছে সেগুলো দ্রুট সমাপ্ত করে শাস্তি দেওয়া হোক, তাহলে ধর্ষন কমতে বাধ্য !

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। দ্রুত সাজা বাস্তবায়ন হলে কমে যাবে আশা করি।

আমরা সবাই চাই ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

এটা বাস্তবায়ন হোক।
ধন্যবাদ।

১৫| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তবে বিচার হতে হবে দ্রুত।
এক বিচার করতে ২৫ বছর পার করলে সেই বিচার অর্থহীণ।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন মন্থর গতিতে বিচার করে লাভ নেই।

ধরো তক্তা মারো প্যারেক তবেই মুক্তি।

ধন্যবাদ।

১৬| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৩

নতুন বলেছেন: সমাজের মানুষ এখনো ধর্ষনের বিপক্ষে একত্রিত না। টাকার জন্য, সম্পকের জন্য ধর্ষকের পক্ষে দাড়িয়ে সাহাজ্যের লোকের অভাব নাই।

ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড হলে অনেকটাই কমে যাবে। কিন্তু ধর্ষন এবং হত্যা বেরে যেতে পারে। অনেক বড় ক্রিমিনাল প্রমান মুছে ফেলতে পরিকল্পনা করেই ধর্ষন এবং হত্যা করবে। :(

দেশের প্রচলিত আইনেই যদি ধর্ষনের বিচার ঠিক মতন করা হয় তবে ধর্ষন কমে যাবে। বিচার হয় না বলেই মানুষ সাহস পায়।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

কয়েকটা বিচার দ্রুত হলে ও মৃত্যুদন্ড কার্যকর হলে কমে আসবে ধর্ষণ।

ধন্যবাদ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০১

রামিসা রোজা বলেছেন:
আমিও চাই এই ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ।
ভিকটিম যতদিন বেঁচে থাকবে ততদিন সে তো জীবিত
থেকেও মৃত হয়ে বেঁচে থাকবে । পোস্টের লেখার সাথে
সহমত প্রকাশ করছি ।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা সবাই চাই ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

এটা বাস্তবায়ন হোক।

নিরাপদে থাকবেন।
ধন্যবাদ।

১৮| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫১

ঢুকিচেপা বলেছেন: আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমেই দমন করা সম্ভব।

১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.