নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মানবমন প্রকৃতির নিয়ম অনুসারেই কৌতুহলী। আমি - আপনি অনেক প্রশ্নর উত্তর জানতে চাই প্রতিদিন প্রতিনিয়ত। কখনো জানা যায় কখনো জানা যায় না। আর না জানতে পারলে মনটা আকু পাকু করে। কবে জানতে পারবো, কিভাবে জানতে পারবো ?
তো এমনই অন্তহীন প্রশ্ন-উত্তর জানার, বুঝার, শিখার একটি ওয়েব সাইট হলো-Quora (https://bn.quora.com/) সার্চ করে দেখুন হয়তো আপনার ভাল লেগে যেতে পারে।
এখানে - হোম, অনুসরন করছেন,উত্তর দিন, মঞ্চসমূহ, বিজ্ঞপ্তি, সার্চ অপসনসহ অনেকগুলো ফিচার রয়েছে।
কি নেই এখানে ইতিহাস,ছবি/আলোকচিত্র, ফটোগ্রাফ, বইপত্র, কবিতা, ব্যবস্থাপনা, প্রাচীন ইতিহাস, সাহিত্যসহ আরও অনেক কিছু। অনেকেই নিয়মিত এই সাইটে লিখে থাকেন। প্রশ্নের উ্ত্তর দিয়ে থাকেন। যাদের পড়া - শুনার প্রতি ব্যাপক আগ্রহ তাঁরা এখানে আইডি খুলে নিয়মিত সময় দিতে পারেন। এতে করে আপনার জ্ঞান আরও সমৃদ্ধ হবে আর জানার পরিধিও বাড়বে বৈ কমবে না।
ছিব-Quora এর কভার পেজ নেট থেকে নেওয়া।
১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লেগর মত মতামত দেয়া যায় না ঠিক আছে। কিন্তু প্রশ্নের উত্তর জানা যায়।
যদি ভারতের স্বার্থ বিরুদ্ধ উত্তর গ্রহনযোগ্য না হয় তবে মানুষ তা পরিত্যাগ করবে।
ধন্যবাদ।
২| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি আগে কোরাতে উত্তর দিতাম, পরে এ্যাকাউন্ট মুছে ফেলেছি। প্রচুর সময় নষ্ট হয়।
১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি প্রায় সময় ঢু মারি। সময় নষ্ট হয় । কিন্তু জানা যায় অনেক কিছু।
ধন্যবাদ।
৩| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯
জগতারন বলেছেন:
স্বাধীন বাংলাদেশী পাঠক পাঠীকাদের ঐ 'কোরা'য় না যাওয়াই ভালো বলে আমি মনে করি। আমি অনেক দিন পাঠক ছিলাম সেখানে।
সেখানে বাংলাদেশ স্বার্থ বিরোধী ও মুসলমান ধর্ম বিদ্বেষী প্রশ্ন ও প্রশ্ন উত্তর থাকে বেশী। ওখানে পশ্চিম বাংলার
পরাধীন হিন্দু বাংগালীদের আড্ডাখানা। তা ছাড়া কলিমুদ্দি দফাদার-এর অভিমত পুরাপুরি সত্য।
বাংলা 'কোরা' বা ।মোরা' আমাদের সাথে যায় না।
১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: কোরা কি বাংলাদেশের সাইট? না কোলকাতার?
১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলাভাষাবাসীদের জন্য কোরা।
ধন্যবাদ।
৫| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২০
আমি তুমি আমরা বলেছেন: কোরা একটি চমৎকার ওয়েবসাইট। একসময় প্রায় একই ধাচের ওয়েবসাইট ছিল ইয়াহু আনসারস।
১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার কাছেও কোরা ভাললেগেছে।
ধন্যবাদ।
৬| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৬
করুণাধারা বলেছেন: আমার তো কোথাও বেশ ভালো লাগে, অনেক কিছু জানা যায়।
১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
কোথাও ট্রাই করিনি, এবার করবো।
ভাল থাকুন।
৭| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৮
আমি সাজিদ বলেছেন: আমার বেশ ভালো লাগে।
১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমারও । ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: কোরাও বাংলাতে নিদৃষ্ট প্রশ্নের উওর দেওয়া ছাড়া ব্লগের মত নিজের মতামত প্রকাশ করা যায় নাহ।
আর কোরাও বাংলার মডারেটর/এডমিন ভারতীয়। ভারতের স্বার্থ বিরুদ্ধ কোন উওর মতামত কোরাও বাংলা
থেকে মুছে দেওয়া আর না হয় হাইড করা দেওয়া হয়।