নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফর্ম পূরনে শেষ মূহুর্তের চাপ(যে ভাবে নিবন্ধন করলাম)।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৭



আজকে অফিসে পৌছে টেন্ডারের কাজ শেষ করবো বলে যেই কাজ শুরু করলাম ঠিকই তখনই নিউজ পেলাম আগামীকাল সরকারী কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফর্ম পূরনের শেষ দিন।

https://surokkha.gov.bd তে গিয়ে নিবন্ধনে ক্লিক করে কাজ শুরু করলাম। এ্যাপসে বিভিন্ন ফিচার রয়েছে। প্রথমেই যাচাই করুনে গিয়ে নির্ধারিত ১৯ টি অপশন থেকে একটি বেছে নিয়ে জাতীয় পরিচয় পত্র ও জন্মতারিখ দিয়ে যাচাই করা শেষ ও সফল হলে পরবর্তী
ধাপে বিভিন্ন তথ্য দিয়ে ফিলাপ করে সেফ করলাম।

এর পর ওয়ান টাইম পাসওয়ার্ড মোবাইলে এলে সেটা দিয়ে আবার যাচাই করে টিকা কার্ড সংগ্রহে গিয়ে ডাইনলোড করে প্রিন্ট কপি নিয়ে তবেই কাজ শেষ। মোটমোটি ভালই প্রসেসে যেতে হয়।

যাক এটা শেষ করে যখন অফিসিয়াল কাজ শুরু করলাম তখনই খবর পেয়ে সহকর্মীরা আসতে লাগলো তাদের সবাইকে নিবন্ধন করিয়ে দেওয়ার জন্য। এক জন ,দুইজন, তিনজন.........................এভাবে অনেকজনেরটা করার পর লাঞ্চ ও নামাজের বিরতীতে অন্যএকজন সহকর্মীকে বসিয়ে, সিস্টেম দেখিয়ে দিয়ে চলে গেলাম। এসে দেখি রুমের দরজা বন্ধ আর টেবিলে স্লিপের স্তুুপ। টেকনিক্যাল সাইটের কর্মীরা, প্রশাসন ও হিসাব শাখার কর্মীলা এনআইডি ও নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্যাদি লিখে রেখে চলে গেছে।

সহকর্মী কাজের চাপে উধাও। ফোনে বলল-ব্যাংকে আছি। আসছি।

যারা ছুটিতে ছিল তারাও অফিসে অবস্থানরত কর্মীদের কাছ থেকে জানতে পেরে ফোনে, ম্যাসেজে তথ্য দিতে লাগলো আর নিবন্ধনের অন্য অনুরোধ। বিরক্ত হয়ে বললাম-মোবাইলেওতো করা যায়, যারা পারেন করে ফেলুন। যারা পারবেননা তাদেরটা করে দিব।

আবার টেন্ডার ফাইল নিয়ে ব্যস্ত হলাম কিন্তু কাজ আর হলনা তেমন একটু পর পর কারো না কারোকে মহামারি থেকে সুরক্ষার জন্য নিবন্ধন করে চলেছি।

অবস্থা দেখে মনে হলো-যেন নিবন্ধন করলেই রক্ষা পাওয়া যাবে। যে করেই হোক নিবন্ধন করে টিকা কার্ড প্রিন্ট নিতে হবে এই হচ্ছে মানসিকতা। সবকিছুর সিস্টেম আছে। সময় ও সিস্টেমের অভাবে কাজ জটিল হয়ে পড়ে।

ছবি-প্রিন্টের পর টিকা কার্ড।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭

রক্ত দান বলেছেন: আমি নিবন্ধন করিনি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেন ?

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭

রক্ত দান বলেছেন: দেশী ভেকসিন বের হোক। দেশ প্রেমের একটা ব্যাপার আছে তো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অ-তাইনাকি! তো অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনো করিনি , করবো আশা করি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করে ফেলুন ব্যাংক কর্মকতা-কর্মচারীদেরতো সরাসরি অপশন আছে। ভাল থাকুন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: সর্বশেষ অবস্থান ব্যাংকার এ আমার অবস্থান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলেতো কথাই নেই নিবন্ধন করুন টিকা নিবেন কি নিবেন না সেটা পরের ব্যাপার।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: করে ফেললাম, আলহামদুলিল্লাহ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সিলেক্ট করলে এই মেসেজ দেয়
"দুঃখিত.. বর্তমানে শুধুমাত্র মনোনীত সম্মুখসারির করোনা যোদ্ধা ও 55 বা তদূর্ধ্ব বয়সীদের নিবন্ধন চলমান রয়েছে"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই। তাহলে সফটওয়্যারে সমস্যা মনে হয়।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ভ্যাকসিন নিয়ে আমি চিন্তিত না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাই, চিন্তা করে কোন লাভ নেই।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি বেসরকারী চাকুরী করি। আমার নিবন্ধন এর কোন অপশন দেখলাম না ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়তো আগামীতে সুযোগ আসবে। অপেক্ষায় থাকা ছাড়া কিছু করার নেই। ধন্যবাদ।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার বয়স ৫৫ এর উপরে
আশা করি আগামীতে সুযোগ পাবো।
এখন সম্মুখ সারির যোদ্ধাদের জন্য
সুযোগ দিলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুযোগ নেওয়া উচিৎ।

আপনার আত্মত্যাগ অনন্য। ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১২

জুন বলেছেন: আমি দুই মিনিটে দুটো করলাম। আপনি কি ডেট পেয়েছেন? আমাদের ম্যাসেজ আসছে ডেট পরে জানাবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা আপু ডেট পরে জানাবে বলে ম্যাসেজ ও টিকা কার্ডে উল্লেখ রয়েছে।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

নেওয়াজ আলি বলেছেন: সাধারণ জনগণ বয়স্ক লোকের কবে নিবন্ধন শুরু হবে জানাবেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পর্যাক্রমে শুরু হবে। জানলে আপনাকে জানাবো। ধন্যবাদ।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, তাওত আপনারা ভাগ্যবান :P ক্যাটাগরীতে আছেন এবং টিকা পাইবেন।

আমজনতার কি অইব ,কবে পাইব - কইবার পারেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমজনাতাও একদিন পাবে।

ধাপে ধাপে সবাই পাবে তবে সময় লাগে।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনাদের ডিপার্টমেন্টের লোকজন করোনায় ভুগেছেন? অফিস কত সময় বন্ধ ছিলো?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের অফিস বন্ধ ছিলনা কারণ মিডিয়া অফিসতো খোলা থাকে সবসময়।

৪/৫ জন আক্রান্ত হয়েছে এবং ভাল হয়ে ফিরে এসেছে। ধন্যবাদ।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৪

মুজিব রহমান বলেছেন: নিবন্ধন তো করলাম। আগ্রহ রয়েছে টিকা নেয়ার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। টিকা গ্রহণ সবার জন্য সুফল বয়ে আনুক।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২

করুণাধারা বলেছেন: আমিও নিবন্ধন করেছি, কিন্তু কার্ড প্রিন্ট করা হয়নি। আপনি কি কার্ড প্রিন্ট করেছেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা। প্রিন্ট করেছি।

অন্যদেরও প্রিন্ট করে দিয়েছি।

টিকা কার্ড সংগ্রহে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র দিয়ে যাচাই করুন এবং যে ওটিআই যাবে সেটা দিয়ে অপেক্ষা করুন তারপর টিকাকার্ড ডাইনলোডে ক্লিক ও প্রিন্ট করুন।

ধন্যবাদ।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের এখানও সিরিয়াল আসেনি। তবে শুনছি বিধানসভা নির্বাচনের ট্রেনিং এর আগেই টিকা নিতে হবে। কাজেই অপেক্ষায় আছি। আপনি নিবন্ধন করেছেন ও অনেককে করিয়ে দিয়েছেন এটা শুনে ভালো লাগছে। অনেকেই কৌশলে বেগরবার করছে।
যাইহোক মনে হয় আমার আগে আপনার টিকা নেওয়া হয়ে যাবে। কেমন অভিজ্ঞতা হয় প্লিজ জানাবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে জানে কে আগে নিতে পারে। টিকা দেবার সময় পরে জানিয়ে দিবে ফোনে।

অপেক্ষায় আছি। আমার আগে আপনি টিকা নিলে অভিজ্ঞতা শেয়ার করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.