নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ভ্যাকসিন নিলাম(পরিবেশ ও মানুষের ভাবনা)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫



এ মাসের চার তারিখে নিবন্ধন করে অপেক্ষায় আছি কবে এসএমএস আসবে কবে টিকা নিব। কিন্তু অপেক্ষা শেষ হয়না এসএমএসও আসেনা। বৃহস্পতিবার জানতে পারলাম এসএমএস না আসলেও কার্ড নিয়ে ভ্যাকসিন নেওয়া যাচ্ছে। তো গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ০৯.০০ ঘটিকায় পৌছলাম। ৪র্থ তলায় টিকা দেওয়া হচ্ছে। ৩য় তলায় পৌছে দেখি সিড়িতে নারীদের লাইন সেখানে আবার দু’একজন বৃদ্ধ পুরুষও দাড়িয়ে। জিজ্ঞাসা করলাম এটাকি টিকা নেওয়ার লাইন। জবাব এলো হ্যা।

ঠিক আছে বলে উপরে উঠলাম ঘুড়ে দেখার জন্য। ৪র্থ তলায় উঠে দেখি পুরো কড়িডোড় জুড়ে সাপের মত পেচানো একটা লাইন । প্রথমে মনে করেছিলাম দুইটা লাইন বুঝি পেচিয়ে চারটা লাইন হয়েছে পরে ভুল ভাংলো। আসলে একটা লাইনই চার পেচ দিয়েছে।

পুরুষদের জন্য বুথ ১ ও ২ আর নারীদের জন্য বুথ ৪ ও ৫। অপেক্ষা করতে করতে পা ব্যাথা হয়ে গেল। সামাজিক দূরুত্ব বজায় রাখার কোন উপায় নেই। তবে আশার কথা সবার মুখে মাক্স আছে। বৃদ্ধ মানুষগুলোর সবচেয়ে বেশি কষ্ট। কেউ কেউ চেয়ারে বসে ছিলেন তাদের পুত্র বা অন্য কেউ লাইনে দাড়িয়েছে।

যমুনা টিভি থেকে নিউজ কাভার করা হয়েছে। বিটিভি থেকে যারা নিউজ কাভার করতে এসেছে তারা তোপের মুখে পড়েছে। মানুষ বলছে আপনারা কেন এসেছেন, বিটিভি কেউ দেখ আর আদৌ তা দেখাবেন নাকি ? এসব কথা শুনে তারা নিরাপদ দূরুত্বে সরে গিয়ে সিড়ি থেকে ভিডিও করে চলে গেলেন।

কেউ কেউ ফোনে বলছে- এডে তো বিশাল লাইন, তুমি ন্যআসো, অনে ক্যান গরিবা। দেগ্য কেন্দ্র কাটিয়ারে অন্য কোথাও দিবার পার নাগ্যি।

অন্যজন বলছে- এসএমএসের জন্য অপেক্ষা করে এই ভোগান্তি।

অপরজন-প্রথমদিকে ভির ছিলনা। এখন ভোগান্তি।
আরেকজন- এখন নাকি এসএমএস অপশন বন্ধ।

এভাবে খুজরো আলাপ চলতেই থাকে।

ঘন্টা খানেক পরে দেখি আমার পিছে ১০০ জন জমে গেছে। ১১।০০ ঘটিকার পরে মূল কেন্দ্রে প্রবেশ করতে পারলাম। ১০/১২ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন। ১১।৪০ ঘটিকায় ভ্যাকসিন নিতে পালাম। তিন জনের একটা টিম একটি বুথে। ভ্যাকসিন নিতে ও কাগজপত্রর কাজ শেষ হতে ১-২ মিনিট লাগে। দ্রুত কাজ করছেন বুথের সদস্যরা তারা যে দক্ষ বুঝাই যায়।

ফেসবুকসহ যারা নেতিবাচক প্রচারনা চালাচ্ছেন দিন শেষে লজ্জা আপনাদের। যারা নিবন্ধন করেছেন দ্রুত টিকা নিন এসএমএসের জন্য বসে থাকবেন না। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

বিদ্র- টিকা নেওয়ার স্থান হালকা ব্যাথা করছে ও হালকা জ্বর জ্বর লাগছে যা যে কোন ভ্যাকসিন নেওয়ার স্বাভাবিক অবস্থা।

ছবি-বিসিসি বাংলার সৌজন্যে।



মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ভালো কাজ করেছেন।
এখন সরকারের সব শ্রেনী মানুষের জন্য টিকার ব্যবস্থা করতে হবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। ধন্যবাদ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

এম. হাবীব বলেছেন: গতকাল উত্তরাতে (ইউটিপিএস-৫) টিকা নিয়েছি; এখানে প্রথমে টিকা কার্ডগুলো সিরিয়ালি জমা নিয়েছে তারপর যে যার মত দুরত্ব বজায়/ দুরত্ব ছাড়া দাড়িয়ে/ বসে অপেক্ষা করেছে কখন নাম ধরে ডাকছে টিকা নেওয়ার জন্য। ঘন্টা দুই অপেক্ষার পর টিকা পেয়েছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। এখানে এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হয়নি। যারা এসএমএস না পেয়ে এসেছিলেন তাদের ফেরৎ দেওয়া হয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে কেন্দ্র গুলো নিজেদের মত করে টিকা দিচ্ছে । কোথাও এমএমএস ছাড়া দিচ্ছেনা কোথাও আবার শুধু কার্ড নিয়ে গেলেই দিয়ে দিচ্ছে।

ধন্যবাদ তথ্য শেয়ারে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার আমার কলিগের কালকে ডেট। ভুলে বঙ্গবন্ধু হাসপাতালে নিবন্ধন কইরা লাইছি। সেখানে কি হবে কে জানে। অফিস থেকে যাবো ইনশাআল্লাহ

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক সমস্যা হবে না আশা করি।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: " আমি পাইলাম,তাহাকে পাইলাম " পরিবর্তন হয়ে " আমি পাইলাম ,অবশেষে তাহাকে পাইলাম ( টিকার সিরিয়াল পাইলাম এবং লইলাম)"।

এখন অপেক্ষা পরবর্তী ডোজের।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই পাইলাম আর লইলাম অবশেষে। পরবর্তী ডোজ ১৬ মার্চ।

ভাল থাকবেন। ধন্যবাদ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: Neurorubine injection এর চেয়ে বেশী ব্যথা করে। ভালো আছেন এইটাই বড় কথা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুকরিয়া। ভাল আছি।

ধন্যবাদ।

ভাল থাকবেন।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: আপনি এখন করোনার চাইতে শক্তিশালী। আপনাকে অভিনন্দন!!! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন বলেছেন। ধন্যবাদ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪

পদ্মপুকুর বলেছেন: মনে হচ্ছে বাঙালির টিকা নিয়ে জুজুর ভয় কেটে গেছে, এইজন্যে টিকার লাইন চার পাঁচ প্যাচ খেয়ে সাপের মত হয়ে গেছে।

আমাদের এখানে সবাই রেজিস্ট্রেশন করে বসে আছে, ডেট পাচ্ছে না। আপনার জন্য শুভকামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা। সবার ভয় কাটছে।

কেন্দ্রে গিয়ে খবর নেওয়া যেতে পারে মেসেজ এসবে কিনা।

আপনারাও টিকা নিন ও নিরাপদ থাকুন।

ধন্যবাদ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৭

ওমেরা বলেছেন: আপনি তো তাহলে বিরাট কাজ করে ফেলেছেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাজ একটা শেষ করলাম। আপনি কবে নিচ্ছেন ?

ভাল থাকুন।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫০

করুণাধারা বলেছেন: চট্টগ্রাম এত বড় শহর, এখানে সরকারি হাসপাতাল কি একটাই? এত ভীড় কেন হবে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসপাতল অনেক থাকলেই অনলাইনে ১০/১২ সিলেক্ট করার অপশন আছে। আর সবার প্রথম পছন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ তাই ভীড় বেশি। অন্যকেন্দ্রে এতটা নয়।

ধন্যবাদ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি কোন ক্যাটেগরীতে পড়েছেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সম্মুখসারির করোনা যোদ্ধা+ মিডিয়া কর্মী।

ধন্যবাদ।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: আমরা আমেরিকাতে থেকেও আগামী ৩ মাসেও ভ্যাকসিন পাব কিনা সন্দেহ!!!! আপনারা লাকী... তবে একটা বিষয় কি জানেন এই ভ্যাকসিনগুলি (অল ফাইভ) যে কত ইফেক্টিভ সাধারন মানুষ জানে না। এই চার্ট টা দেখুন

Ashish K. Jha, MD, MPH
@ashishkjha
Am often asked about different vaccines and their efficacy

Each trials tracks, reports efficacy differently

Currently, we have preliminary results for Novavax and J&J

But what numbers matter? What should you look for?

Here's one set of data to track. In a simple table

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তথ্যর জন্য ধন্যবাদ।

সাধারণ মানুষ অনেক কিছুই জানেনা।

সত্যি সৌভাগ্য যে দেশে বসে প্রথশ সাপ্তাহেই টিকা পেয়েছি।

আশা রাখি আপনারও পাবেন।

ভাল থাকুন।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

ঢুকিচেপা বলেছেন: ভালো একটা কাজ করেছেন, অভিনন্দন রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল থাকুন।

ধন্যবাদ ভাই।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫০

সোহানী বলেছেন: চমৎকার। কি কে বললো এটা নিয়ে মাথা ঘামানো উচিত নয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মানুষের কথায় কান দিলে কিছু করা যায়না।

ভাল থাকুন।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন:, "সম্মুখসারির করোনা যোদ্ধা+ মিডিয়া কর্মী। "

-যোদ্ধা, মোদ্ধা, ইতয়াদি বলিয়েন না; কোরনা থামানোর জন্য কি ধরণের দায়িত্বে আছেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি অপশন বা ক্যাটাগরি জানতে চেয়েছেন তাই আমি অপশন ও ক্যাটাগরিতে আমি যেটাতে পরি সেটা উল্লেখ করেছি।

ধন্যবাদ।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৪

রামিসা রোজা বলেছেন:

ভ্যাকসিন নিয়েছেন শুনে খুশী হলাম ।
আপনার জন্য শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১২

নজসু বলেছেন:

আস সালামু আলাইকুম প্রিয় ভাই।
আশা করি ভালো আছেন।
করোনা আমাদের জীবন ব্যবস্থাকে সম্পূর্ণ পাল্টে দিলো।
শুভকামনা আপনার জন্য। মজা পেলাম বিটিভির লোকদের বলা মানুষজনের কথাগুলো শুনে। :D
ভালো থাকবেন প্রিয় ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়ালাইকুম আসালাম।

আল্লাহর রহমতে ভাল আছি।

করোনা হয়তো একদিন বিদায় নেবে কিন্তু মানুষের অপূরনীয় ক্ষতি করে গেল।

আপনার আগমনে যার পর নাই খুশি হয়েছি।

ধন্যবাদ। শুভকামনা।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:


ভেকসিন নিয়েছেন শুনে খুশী হলাম ।
আমিউ দিন হয়েক পুর্বে ভেকসিন এর
প্রথম ডোজ নিয়েছি । ইনজেকশন
নেয়ার সময় কিছুই টের পাই নাই ।
পরে দিন দুয়েক ইনজেকশন স্থানে
হালকা ব্যথা অনুভব করেছিলাম ।
আর কোন আসুবিধা হয় নাই ।
সকলকেই যথাশীঘ্র সম্ভব এই
টিকা নেয়া উচিত ।
শুভেচ্ছা রইল

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও টিকা নিয়েছেন জেনে ভাল লাগলো।

ধন্যবাদ । ভাল থাকবেন।

১৯| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩১

মলাসইলমুইনা বলেছেন: ভ্যাকসিন নেবার পরে কোনো সিম্পটম হলো কিনা বা কেমন লাগলো সেটা নিয়েও কিছু লিখুন । আপনার পাঠকদের অনেকেই আশ্বস্থ হবেন জেনে যে ভ্যাকসিন নেওয়াতে কোনো ডেঞ্জার নেই । অনেকেই উৎসাহিত হবেন ভ্যাকসিন নেবার জন্য । অনেকের মধ্যেই মনেহয় খানিকটা দ্বিধা আছে ভ্যাকসিনের ব্যাপারে । ভ্যাকসিন সবারই নেওয়া দরকার যখন সময় আসে তখনি । আমাদের জনসংখ্যার একটা বড় অংশকে তাড়াতাড়ি ভ্যাকসিন না দিতে পারলে সব কিছু নর্মালাইজ করা অনেক দেরি আর কঠিন হয়ে যাবে ।

০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সুন্দর বলেছেন। ফেবুতে েএই নিয়ে ছোট্ট স্ট্যাটাস দিয়েছি। ব্লগে মানুষজন সচেতন তাই আর দিলামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.