নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

হাতে আঁকা ছবি (প্রতিবছর ০১টি সুন্দর শিল্পকর্মর প্রচেষ্টা)

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৭

১। ফুলে ফুলে ভরে গেছে মনের বাগান।



ব্লগের অনেকেই আমার আঁকাআকির খবর জানতে চান। তখন মনে হয় আরও বেশি সময় দেওয়া প্রয়োজন এককালের ভাললাগা ভালবার আর্টকে। কিন্তু ব্যস্ততা কেড়ে নেয় সময়ের রথ। আর সম্প্রতি যোগ হয়েছে আমার আড়াই বছর বয়সের মেয়ের ছবি আকার আবদার। আমি আঁকতে বসলেই সেও আঁকবে। রং নষ্ট করবে এবং নিজেতো আকবেই আমার আঁকা ছবিতেও তার আচর দেওয়া চাই। রুম বন্ধ করে কাজ করতে চাইলে দরজায় অনবরত নক করে ও বাবা বলে ডেকে অস্থির হয় তাই আমার আঁকাআকিও আর তেমন হয়ে উঠেনা। তবে লক্ষ্য থাকে প্রতিবছর অত্যন্ত একটি করে সুন্দর শিল্পকর্ম যেন আমার বাসার দেওয়ালে স্থান পায়।




২। গাঁদাফুল ফুটেছে মনের আনন্দে।



৩। জবা ফুলের সৌন্দর্যে মুহিত হই যখন।


৪। পাতা ঝড়ে তোমায় মনে পড়ে।


৫।কেমন আছ সবুজ পাতা।(শায়মা আপুর একটা পাতার ছবি দেখে অনুপ্রাণিত হয়ে একেছি)


৬। হাতটা দাওনা রাঙিয়ে।(ছবিটা আরও কালারফুল করে বাধানোর ইচ্ছা ছিল কিন্তু ফেলে দিয়েছি)


৭। আমার মেয়ে জাফরিনের আঁকা প্রথম চিত্রকর্ম(রংটা আমি করে দিয়েছি ও বড় হলে দেখে অবাক হবে-জীবনে প্রথম আকা ছবি)


৮। আমার মা মনিটা যখন প্রথম চিত্রকর্মটা আঁকছে-


উৎসর্গ ঃ করুণাধারা ও ঢুকিচেপাকে যারা ছবি দেখার জন্য অপেক্ষা করছেন।

মন্তব্য ৩০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালৈ হয়েছে। আবার কিছু ছবি বাধাইও করেছেন।

চর্চা অব্যহত রাখুন।

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাললাগলো আপনার মতামত। চেষ্টা করবো চর্চা অব্যাহত রাখতে।

২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৩

ঢুকিচেপা বলেছেন: আপনার মনের বাগান যে ফুলে ফুলে ভরে উঠেছে তা শিল্পকর্ম দেখেই বোঝা যাচ্ছে। বাগানের বাউন্ডারী লাইনে আমার নামটা দেখে আনন্দসহ কিঞ্চিত লজ্জিত।

ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় এটা ধরে রাখা উচিৎ।
৪ নং ছবির ফ্লাসের আলো উপরে এক কর্ণারে দেখা গেলে দারুণ একটা সূর্য্য হয়ে যেত।

পাতার ছবিও ভালো হয়েছে অন্তত শায়মা আপুর পাতার চেয়ে বড়।

জাফরিন মনি বাবার কাছ থেকে প্রতিভা পেয়েছে, দোওয়া করি ভবিষ্যতে যেন এই প্রতিভা বিকশিত হয়।

০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভায়া লজ্জার কিছু নেই। আপনাদের জন্যই ধরে রাখছি।

মাঝে মাঝে ছেড়ে দেই, অনুপ্রেরণা পাই আবার করি এভাবে চলছে।

হয়তো যতদিন বেচে থাকবো এই শখটাও বেচে থাকবে।

ঠিক বলেছেন একটা সূর্য হলে মন্দ হতনা।

যাক বাবুর জন্য দোয়াটা কবুল হোক। ভাল থাকবেন।

৩| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৬

মিরোরডডল বলেছেন:




১. এটা নিশ্চয়ই শৈশবে আঁকা ।
২. গাঁদাফুল ? কোথায় ? এটা গাঁদা, সিরিয়াসলি !!!
৩. জবা? এটাও নিশ্চয় বাবুরই আঁকা ।
৬. হাতটা মনে হচ্ছে আমার ৬ বছরের ভাগ্নের আঁকা ।
৭. এবার ঠিক আছে, আমাদের মামনি এবস্ট্রাক্ট এঁকেছে । মেয়ে বাবার চেয়ে ভালো আঁকে ।

হা হা হা.... মাইদুল মজা করেছি । আবার যেন রাগ না করে :)
বাবা মেয়ের আঁকিবুঁকি ভালো লেগেছে ।



০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমে ভেবেছিলাম সত্যি বলছেন পরে বুঝলাম ফান।

আল্লাহ চাহেতো ভবিষ্যতে মেয়ে আমাকেও ছাড়িয়ে যাবে ।

ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা।

৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৮

মেহেদি_হাসান. বলেছেন: প্রথম ৩টা বেশি ভালো লেগেছে। অন্যগুলোও সুন্দর চালিয়ে যান।

০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা করবো।

৫| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫১

ওমেরা বলেছেন: আপনি নিজে ছবি এঁকে বাধাই করে দেয়ালে ঝুলিয়েছেন , দারুন তো!!

১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা দারুন ব্যাপারই বটে। ধন্যবাদ।

৬| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:২০

স্থিতধী বলেছেন: আপনার এই গুণ সম্পর্কে জানা ছিলোনা। বাবা মেয়ের অঙ্কন চর্চা দেখে বেশ ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ জনাব আপনাকে। অনুপ্রাণিত হলাম।

৭| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।

৮| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ। ভাললাগলো আপনার মতামত। চেষ্টা করবো চর্চা অব্যাহত রাখতে।

আমি মাঝে মাঝে ছবি আঁকি রঙ তুলি দিয়ে। যদিও আমি ছবি আঁকতে জানি না।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না জেনেও যে মাঝে মাঝে আকেন এটাও একটা ভাললাগা। ধন্যবাদ।

৯| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: বাধানো ছবিগুলি সুন্দর লাগলো।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

১০| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫০

ইসিয়াক বলেছেন: বাহ! চমৎকার।।

১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।

১১| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬

করুণাধারা বলেছেন: ছবি দেখতে দেখতে সবশেষে নিজের নাম দেখে চমকিত এবং আনন্দিত হলাম। বহুদিন আপনার কোন ছবি দেখিনি বলে ছবি দেবার জন্য অনুরোধ করেছিলাম। আপনি যে সেকথা মনে রেখে এমন ছবিওয়ালা পোস্ট দেবেন ভাবিনি। এই পোস্টটা মিস করে গিয়েছিলাম...

ছবিগুলো সুন্দর হয়েছে। আপনার নিশ্চয়ই খুব ভালো লাগে নিজের আঁকা ছবি গুলো দেখতে...

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে এখন আর নিয়মিত আঁকিনা। আপনাদের খোজখবর নেওয়ায় অনুপ্রেরণা পাই, আঁকি।

শখটা জেগে থাকে গোপনে তাই হয়তো একে যাব অনেকদিন পর্যন্ত , ভালালাগার শেষঅবধি কিংবা কখনো বন্ধ হয়ে যাবে চর্চা সেটা সময় বলে দিবে।

হ্যা ভাল লাগে । তাকিয়ে থেকে তৃপ্তি পাই।

ধন্যবাদ আর শুভকামনা।

১২| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১:৪৮

কল্পদ্রুম বলেছেন: বাহ! কন্যার জন্য শুভকামনা। কন্যাকে সাথে নিয়েই আঁকুন। ইউটিউবে একজন চিত্রশিল্পীকে দেখেছিলাম। তার ছোট পুত্র নানা কাল্পনিক চরিত্র একে রাখে। তিনি তার উপর নতুন করে তুলি চালিয়ে সেটাকে আরো দৃষ্টিনন্দন করে তোলেন।

১৪ ই মার্চ, ২০২১ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি ? তাহলে আমার তাই করতে হবে তবে কন্যা আরেটু বড় হোক।

ধন্যবাদ।

১৩| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৮

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় ভাই।
আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছেন।
দোয়া করি সর্বদা ভালো, সুস্থ এবং আনন্দে থাকবেন।
মাশায়াল্লাহ। ভালো লাগলো। জাফরির মামনির জন্য দোয়া ও আদর রইলো।

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
অনেক অনেক দিন পর আপনাকে পেয়ে খুশি হলাম।

আপনার দোয়া কবুল হোক।

জাফরিন আলোকিত মানুষ হোক।

আপনার জন্য ও দোয়া আর শুভকামনা রইল।

১৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: ছবি আঁকতে আঁকতে আঁকতে আঁকতে আমি শেষ!

কত কাজ যে জমে গেছে আমারও!!!!!!!! :(

তবুও ছবি আঁকার আনন্দ যে আঁকে সেই জানে ..... :)

২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। সে কথা কেউ জানেনা, যে আকেনা সেতো জানেইনা।

ধন্যবাদ।

১৫| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: ৭ ও ৮ নং ছবিদুটো দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনার মেয়েকে আঁকার স্বাধীনতা দিন, রং নষ্ট করার, কাগজ নষ্ট করার স্বাধীনতা দিন।
ওর মাঝে একদিন একজন বড় আঁকিয়ে হবার সম্ভাবনা রয়েছে।
পোস্টে ভাল লাগা + +।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কথা মনে রাখবো।

ওকে আঁকার স্বাধীনতা দিব। চেষ্টা আর ভাগ্য কোথায় নিয়ে যায় সেটা ভবিষ্যৎই বলে দিবে।

++ এ অনুপ্রানিত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.