নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আত্মহত্যার ঠিক আগে মনে হয়-জগতের সমস্ত দুঃখ সাপের মত পেঁচিয়ে মনের দখল নিয়েছে
সেই চেতি সাপের বিষাক্ত ছোবলে ঝুলে পড়ে কেউ কেউ কড়িকাঠে;
মুক্তি! মুক্তি! মুক্তি বলে বিভ্রমের কুহকে আটকে পড়ে-
যখন বুঝতে পারে মিথ্যে যুক্তির সনদ,
বিদেহীর আত্মার কোন কাজেই আসেনা হাজার তারার রাতে
তখন ফিরে যাবার পথ রুদ্ধ অসীমের অনন্ত কুয়াশায়।
প্রভাতের প্রথম সূর্য কিরণ-এ শিশির মরে গেলে
মনে পড়ে যায় গতরাতে নিয়েছে অন্য কেউ প্রিয়ার দখল বদলে গেছে তার মুখের মানচিত্র।
প্রেমে ব্যর্থ চিল কি মরিবার তরেই উড়তে থাকে আকাশে যতক্ষন না ডানায় ক্লান্তি ভর করে
তারপর নক্ষত্রের মত পতন-মরে গিয়ে রেখে যায় প্রতিশোধের প্রমাণ।
সময়ের ব্যবধানে স্তমিত হয়ে আসে শোকের স্রোত
রয়ে যায় ধুলো মাটির পৃথিবীতে প্রেম-প্রণয় উপাখ্যান।
ছবি ক্রেডিট নিজের।
০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ তমাল ভাই।
এই প্রথম কোন কবিতা সরাসরি সামুতে টাইপকরে খসড়া ছড়াই লিখে ফেললাম।
হিতায়িত জ্ঞান হারিয়ে মানুষ আত্মহত্যাকেই সমাধান মনে করে কিন্তু যারা ফিরে আসে সে পথ থেকে তারাই সময়ের সাথে উপলব্দি করতে পারে কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল সে।
সেটাই কবিতায় তুলে ধরা হয়েছে। আপনি যথার্থ বলেছেন।
ভাল থাকবেন।
২| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ
+++
০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি পাঠে মুগ্ধতা প্রাকশে কৃতজ্ঞা ও ধন্যবাদ।
ভাল থাকুন।
৩| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৭
করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে, কিন্তু এই বিষন্ন দিনে কবিতার বিষয় ভালো লাগলো না।
০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
বিষন্ন দিনে হয়তো মন ভাল হওয়ার মত গল্প, কবিতা পাঠ করা যেত। কিন্তু তথাপিও পাঠ ও মন্তব্য কৃতজ্ঞতা।
৪| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭
নেওয়াজ আলি বলেছেন: আত্মহত্যা শব্দটাই কষ্টকর । এই শব্দ এই প্রথা বাতিল করা যায় না ভাই
০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি করে বাতিল করবেন ভাই। মানুষ যেদিন থেকে আত্মহত্যা করতে শিখলো সেদিন থেকেই এই দুর্ভাগ্য বেয়ে বেড়াতে হচ্ছে।
আবেগ নিয়ন্ত্রন ও সঠিক ধর্ম পালনই আত্মহত্যা রুখতে পারে।
ধন্যবাদ ভাল থাকবেন।
৫| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।
আমার দুঃখ আমার হাতে কবিতা আসে না।
০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনিতো চেষ্টা করে যাচ্ছেন।
একদিন হয়তো কবিতারা জোছনারাতে ধরাদেবে আপনার হাতে।
৬| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩০
মোহামমদ কামরুজজামান বলেছেন: মরে গিয়ে (আত্মহত্যা) করে কিছু প্রমাণ করা যায়না যা জীবিত থেকে করা যায়।
তবে জীবনের জটিলতায় হতাশ হয়ে মানুষ যখন এ ধরনের সিদ্ধান্ত নেয় তখন আসলে সে নিজের মাঝের থাকেনা বা তার বিবেক লোপ পেয়ে যায়। তবে সবারই নিজ নিজ স্রষ্টার উপর বিশ্বাস রেখে বিপদে ধৈর্য্য ধারন করা উচিত।
০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তখন নিজেকে শেষ করাই যেন এক আরাধ্য আকাঙ্খা।
তবে এটা সমাধান নয়। বেঁচে থেকেই সমাধান করতে হয়।
ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৭| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। শোককে শক্তিতে রুপান্তর করা শিখতে হবে মানুষকে। ওপারে যেতেই হবে। তাই তাড়াহুড়ার কিছু নাই।
০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। যথার্থ বলেছেন।
জন্ম যখন নিয়েছে মরতেতো হবেই তাই শুধু শুধু জীবন নাশ কেন ?
আর ইদানিং শুরু হয়েছে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা-কি মর্মান্তিক।
শুভকামনা।
৮| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন, নিরাপদ থাকুন।
৯| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।
প্লাস++
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই মুগ্ধতায় কৃতজ্ঞতা জানালাম।
১০| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২১
সাজিদ উল হক আবির বলেছেন: "প্রেমে ব্যারথ চিল কি মরিবার তরেই উড়তে থাকে আকাশে যতক্ষণ না ডানায় ক্লান্তি ভর করে
তারপর নক্ষত্রের মতো পতন -"
দারুণ পংক্তি, সুন্দর কবিতা, প্রিয় মাইদুল ভাই। জীবনানন্দের প্রভাব স্পষ্ট কবিতার শব্দচয়নে। জীবনানন্দের 'আট বছর আগের একদিন' আমার এখন পর্যন্ত পড়া আত্মহত্যার অভিলাষ নিয়ে লেখা অন্যতম সেরা কবিতা।
শুভকামনাসহ।
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রসংশার জন্য ধন্যবাদ ভাই।
আমার অনেক কবিতায় জীবনানন্দের ছায়া স্পষ্ট।
আত্মহত্যা নিয়ে বাংলা সাহিত্য গর্ব করার মত কবিতা বিরল। জীবনবাবুর আট বছর আগের একদিন- আমারও পাঠ করা এ বিষয়ক অন্যতম সেরা কবিতা। উপমা, অলংকারে এ জাতীয় কবিতা জীবন বাবুর ধারে কাছে নেই।
চেষ্টা করেছি নিজের মত করে লিখতে কোন খসড়া ছাড়াই সরাসরি নেটে লেখা কবিতা।
পাঠ, মন্তব্য ও লাইকে কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
১১| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
ওমেরা বলেছেন: সময়ের পরিক্রমায় শোক বিলিন হয়ে যায় বলেই , মানুষ নতুন করে স্বপ্ন দেখে বেচে থাকে ।
কবিতা সুন্দর হয়েছে ।
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো শোকটাকে শক্তি করে মানুষ সামনে এগিয়ে যায়।
ধন্যবাদ। অনুপ্রাণিত হলুম।
১২| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
সাজিদ উল হক আবির বলেছেন: "আত্মহত্যা নিয়ে বাংলা সাহিত্যে গর্ব করার মতো কবিতা বিরল"
-
চাইও না ভাই এ বিষয় নিয়ে কবিতা লেখার প্রয়োজন কারো হোক। এই একটা ক্ষেত্রে আমরা নাহয় পেছনেই থেকে গেলাম। খোদা হেফাজত করেন এমন চিন্তাধারার সবাইকে! : )
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের সমাজে আত্মহত্যা বাড়ৃক সেটা চাইনা। কিন্তু সব বিষয় নিয়েই কবিতা হোক সেটা চাই।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
ধন্যবাদ।
১৩| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫
কল্পদ্রুম বলেছেন: গভীর চিন্তার কবিতা।তবে ভিন্নরকম প্রশ্ন করি।প্রথম স্তবকে "যখন বুঝতে পারে মিথ্যে
মুক্তির সনদ..."(যুক্তির জায়গায় কি মুক্তি হবে?)
আমরা জীবিতদের পক্ষে ঐ পথের সত্য বা মিথ্যের অন্তিম রায় দেওয়া কি সম্ভব!
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমেই ধন্যবাদ সুহৃদ।
যু্ক্তির জায়গায় মুক্তি ব্যবহার করিনি এ কারণে যে- আত্মহত্যার সময় তার কাছে যু্ক্তিগুলো থাকে সেগুলো যে মিথ্যে যুক্তির সনদ তা সে মৃত্যুর পরই বুঝতে পারে।
আমরা জানি ইসলাম ধর্মের মতে-যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে সে মৃত্যুর পরেও নিজেকে ঐ একইভাবে শাস্তি দিবে । আর মানুষ পৃথিবীতে ফিরে এসে শুধু স্রষ্টার এবাদতের জন্য আকাঙ্খা প্রকাশ করবে সেটাও প্রমাণিত তাই বলা যায় আত্মহত্যাকারীর পরিনতি ইহকাল , পরকাল কোনকালেই ভালো নয়।
আল্লাহ যদি কাউকে নিজগুণে ক্ষমা করেন সেটা ভিন্নকথা কিন্তু আত্মহত্যাকারীর পরিণতি কি ভয়াবহ সেটা ইসলামে স্পষ্ট। তাই সাধারণ মৃত ব্যক্তির জন্য জীবতদের রায় দেওয়া সম্বব নয় ।
কবিতায় সেটাই প্রকাশ করা হয়েছে যে মিথ্যে যুক্তির সনদ কোন কাজেই আসবে না এবং আর ফিরেও আসতে পারবেনা।
আপনার প্রশ্নর জন্য ধন্যবাদ। শুবকামনা।
১৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ। আপনিতো চেষ্টা করে যাচ্ছেন।
একদিন হয়তো কবিতারা জোছনারাতে ধরাদেবে আপনার হাতে।
আমি চেষ্টা অব্যহত রেখেছি।
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিন দেখবেন আগের চেয়ে ভাল কবিতা লিখতে পারছেন। ধন্যবাদ।
১৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ২:২৬
মা.হাসান বলেছেন: মাইদুল ভাই, হঠাৎ জীবনহীনতা আস্বাদের এই সাধ হলো কেনো?
কারো যদি এই কবিতা পড়ে মনে হয়- অনেক দিন তো বাঁচা হলো, আর কেনো..., তাহলে?
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই , কেউ আত্মহত্যা করুক চাইনা। কবিতাটা পড়ে কেউ এ পথে যাক সেটাও চাইনা।
আর কবিতা পড়ে আত্মহত্যা করতে কেউ যাবেনা কারণ কিবতায় আত্মহত্যা যে শুধুই মিথ্যের কুহক এবং ভুল বুঝার পর আর যে ফিরে আসা যায় না সটা স্পস্ট বলা আছে।
এ বিষয়টা হঠাৎই মাথায় এল তাই লিখে ফেললাম।
ধন্যবাদ। ভাল থাকবেন।
১৬| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
ঢুকিচেপা বলেছেন: ভাবছিলাম আত্মহত্যার ভুতে ধরেছে নাকি আপনাকে!!!! আগের পোস্টও ছিল আত্মহত্যা নিয়ে।
যাইহোক শেষ কথাটাই সত্য কথা “রয়ে যায় ধুলো মাটির পৃথিবীতে প্রেম-প্রণয় উপাখ্যান”
ছবিটা কিন্তু বুঝি নাই।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: না ভায়া শত কষ্ট থাকলেও আত্মহত্যার কথা ভাবতে পারিনা। মহা পাপ যে। ইহকাল পরকাল ধ্বংসের হাতিয়ার।
আত্মহত্যার কথা ভাবাও ঠিক নয়। কিন্তু মানুষের মনতো এত কিছু মানেনা।
এ নিয়ে একটা কবিতা লিখতে মন চাইলো তাই লিখা।
‘‘মরে গেলেও থেকে যায়-ধুলো মাটির পৃথিবীতে প্রেম-প্রণয় উপাখ্যান”।
ছবিটা হচ্ছে- জায়নামাজের একটা অংশের মধ্যে আলগা পুথি বসিয়ে ছবি তুলেছি। হতাশার মাঝে আশার আলো বুঝাতে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আত্মহত্যার আগে বোধহয় মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, নইলে একটা দুঃখের ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের মূল্যবান জীবন শেষ করে দেয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়।
কবিতায় আপনার মতের সাথে একাত্মতা প্রকাশ করছি। প্রেমের ব্যর্থতায় মরে গিয়ে প্রেমিক/প্রেমিকার প্রতি প্রতিশোধ নেয়া হয় না আসলে। শোকের মেয়াদ শেষ হলে সব স্বাভাবিক হয়ে যায়। ধূলোর মতো রয়ে যায় স্মৃতি। নিজের জীবন শেষ করেও আসলে মুক্তি মেলে না।