নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সমবেত জনতা শুনতে কি পাও-আমি ফিলিস্তিনের কথা বলছি
ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের স্বাধীনতার কথা বলছি;
রক্ত আর লাশ যে জনপদের নিত্য দিনের সঙ্গী
যেখানে আকাশ ভারী হয় পুত্র শোকে শোকাতর জননীর ক্রন্দনে
যেখানে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় দুধের শিশু
নিজ ভূমে যারা পরাধীন যুগ যুগ ধরে তাদের মুক্তির কথা বলছি।
সমবেত জনতা শুনতে কি পাও-আমি ফিলিস্তিনের কথা বলছি
ফিলিস্তিনের প্রত্যাশিত স্বাধীনতার কথা বলছি;
দখলদার ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হোক দেশে দেশে
যেন আর অকালে ঝড়ে না পড়ে নিষ্পাপ কোন ফুল
ফিলিস্তিন কেন স্বাধীন হলনা এ দায় কার, কার ভুল?
অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীনতা উপাহার দেওয়ার কথা বলছি।
সমবেত জনতা শুনতে কি পাও-আমি ফিলিস্তিনের কথা বলছি
ফিলিস্তিনের প্রত্যাশিত স্বাধীনতার কথা বলছি;
শহীদ হয়ে যাওয়া পিতার স্বপ্ন পূরনে চাই প্রত্যয় আর অঙ্গীকার
ভাই হত্যার প্রতিবাদে জ্বলে উঠুক মজুদ থাকা সমস্ত বারুদ
বাতাসে লাশের গন্ধ নয় চাই মুক্ত পতাকার ঘ্রাণ
নি:শেষ হয়ে যাওয়া অস্ত্র, অশ্রু, রক্তের বিনিময়ে বিজয়ের কথা বলছি।
২০ শে মে, ২০২১ রাত ৮:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখনকার প্রেক্ষাপট ভিন্ন তাই এটা রসিকতার নামান্তর। হামাস কে বের করে দিলে ফিলিস্তিন স্বাধীন না হয়ে যদি পুরোটাই দখলে চলে যায় সেটা কি ভেবে দেখেছেন।
২| ২০ শে মে, ২০২১ রাত ৮:২৩
জটিল ভাই বলেছেন: ত্যাগ চাই! মার্সিয়া ক্রন্দন চাহি না!
২০ শে মে, ২০২১ রাত ৮:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। ধন্যবাদ।
ফিলিস্তিন স্বাধীন হোক।
৩| ২০ শে মে, ২০২১ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "এখনকার প্রেক্ষাপট ভিন্ন তাই এটা রসিকতার নামান্তর। হামাস কে বের করে দিলে ফিলিস্তিন স্বাধীন না হয়ে যদি পুরোটাই দখলে চলে যায় সেটা কি ভেবে দেখেছেন। "
-পিএলও'কে ২ বার বের করে দেয়া হয়েছিলো ফিলিস্তিন থেকে, তখন ফিলিস্তিন ভালো ছিলো; হামাস হচ্ছে, আমাদের জামাত-শিবিরের মতো, এরা ইসরায়েলের এজেন্ডা পুরণ করছে, এদের বের করে দিলে, ফিলিস্তীরা তাড়াতাড়ি ভুমি ফিরে পাবে। যতদিন হামাস আছে, জি-২০ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না।
২০ শে মে, ২০২১ রাত ৮:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: যদি তাই হয় আমাদের স্বাধীনতার যুদ্ধজয় যেমন রাজাকার ও আলবদরদের জন্য বিলম্বিত হয়েছিল, তেমনি ফিলিস্তিনিদের স্বাধীনতা বহুদূরের পথ।
সময়ের সাথে উঠবে আসবে সঠিক কারণ। ধন্যবাদ।
৪| ২০ শে মে, ২০২১ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "এখনকার প্রেক্ষাপট ভিন্ন তাই এটা রসিকতার নামান্তর। হামাস কে বের করে দিলে ফিলিস্তিন স্বাধীন না হয়ে যদি পুরোটাই দখলে চলে যায় সেটা কি ভেবে দেখেছেন। "
-হামাসকে বের করে দিলে,শুন্যস্হান পুর্ণ করবে পিএলও; পিএলও হচ্ছে, ফিলিস্তিনের লিগ্যাল মুখপাত্র।
মিশর ও সিরিয়ার উচিত হামাসকে বের করে দেয়া
২০ শে মে, ২০২১ রাত ৯:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে ভুলতো করে আসছে ফিলিস্তিন ১৯৪৮ সাল থেকে তারই জের আজও টানতে হচ্ছে।
৫| ২০ শে মে, ২০২১ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: ছোট ছোট শিশুরা আহত হচ্ছে, নিহত হচ্ছে- এটা খুব কষ্টকর।
২০ শে মে, ২০২১ রাত ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু ভিডিও ক্লিপ সহ্য করার মতো নয়।
৬| ২০ শে মে, ২০২১ রাত ১১:৫৯
নেওয়াজ আলি বলেছেন: মুসলিমদের কষ্টে মন ভারী হচ্ছে শুধু
২১ শে মে, ২০২১ দুপুর ১২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিন হয়তো সুসময় আসবে। ধন্যবাদ।
৭| ২২ শে মে, ২০২১ রাত ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। শেষের স্তবকটা বেশি ভাল লেগেছে। + +
২৩ শে মে, ২০২১ দুপুর ১২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ গুণী আপনাকে। শেষের স্তবকটা ভাললাগায় কৃতজ্ঞা। অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ভাল থাকুন, শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২১ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তনাী আমলে অনেক বাংগালী পিএলও'র ভলনটিয়ার হয়ে যু্ধ করেছিলো; এখন কিছু একটা করা যায় না?