নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্রেকড্যান্সার অথবা যাযাবর জোনাকি

০৭ ই জুন, ২০২১ সকাল ১১:০০



সময়টা ৯৮ কিংবা ৯৯ সাল হবে প্রতিদিনের মত স্কুলে পৌছলাম। বৃষ্টির দিন। ছাত্র-ছাত্রীরা তেমন আসেনি। সবে আসতে শুরু করেছে। ক্লাসে গাল গল্প চলছে। যে যার মত করে এটা সেটা করছে। এক জাগয়ায় কয়েকজন বাংলা মুভি নিয়ে তুমুল আলোচনায় লিপ্ত। গতকাল আনোয়ার নাকি সালমান শাহ, শাবনূরের তোমাকে চাই মুভিটা দেখেছে। এই মুভির একটি গান-

আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে তুমি যে আমার
আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে তুমি যে আমার
আমার মন বলে রে
যা কিছু আমার সবই যে তোমার........................................

এই গানে নাকি নায়িকা শাবনূর নাচের ঝড় তুলেছে। যেমন নাচ, তেমনি গান, তেমনি কন্ঠ ও সুর, তেমনি অভিনয় .......এটা বলে সে এই গানটা গাওয়া শুরু করলো এবং এক পর্যায়ে নাচতে শুরু করলো। নাচতো নাচ, সে যা করলো সেটা আর এ জীবনে ভুলবার নয়। নাচতে নাচতে সে বেঞ্চের উপর উঠে গেল এবং তার হেংলা, পাতলা শরীরটাকে এমনভাবে দোলাতে লাগলো এবং অঙ্গ ভঙ্গি করতে লাগলো শাবনূর বা যে কোন নায়িকাই ফেল। আমরা সবাই হাসছি এবং এক প্রকার আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে ও কখন বেঞ্চ থেকে পড়ে যায়। নিয়মিত চর্চা করলে ও যে সময়ের সেরা ব্রেকড্যান্সার হতে পারতো সে আর বলার অপেক্ষা রাখেনা।

তারপর কেটে গেছে অনেক বছর......................স্কুল ছাড়ার পর আর তেমন দেখা স্বাক্ষাৎ হয়নি আনোয়ারের সাথে। পরে জেনেছি আমাদের এই ব্রেকড্যান্সার যাযাবর জোনাকির মত এদেশ থেকে সেদেশ ঘুড়ে ঘুড়ে, উড়ে উড়ে বেড়ায়। ক’বছর আগে দেখা হয়েছে ওর সাথে বেশ ভরাট স্বাস্থ্য, হাসিটা আগের মতই। আমার তখন চোখের সামনে ভাসছে আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার..... গানের সাথে ছিপ ছিপে আনোয়ারের তুমুল নৃত্য।

সময়-ই সময়ের হন্তারক তাইতো যে হতে পারতো ব্রেকড্যান্সার সে হয়ে যায় যাযাবর জোনাকি।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: ও অনেক কিছুই ভেবেউঠল মাইদুল দা স্যালূট জানাই

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০৭ ই জুন, ২০২১ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: পোস্টের সাথে ছবিটা ভালো হয় নি।

০৭ ই জুন, ২০২১ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৩| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:১৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সময়, পরিবেশ, পরিস্থিতি মানুষের জীবনের গতিপথ ঠিক করে দেয়। হাসি আগের মতো অটুট থাকা স্বস্তির ব্যাপার।

০৮ ই জুন, ২০২১ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর বলেছেন ভাই। কারো কারো হাসি চিরকাল এক থাকে। ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:৫২

ঢুকিচেপা বলেছেন: যে সময়ের কথা বলছেন ঐ সময়ে খুব কম ছবি দেখেছি, মানে বছরে ১টা দেখেছি কিনা সন্দেহ।
তবে আমার এক বন্ধু ব্রেকড্যান্স পারতো, জেলা বদলের কারণে বন্ধুকে হারিয়ে ফেলেছি।

১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঐ সময় আমি মোটামুটি সপ্তাহে বা মাসে ০১টি ছবি দেখতাম। আমিও আমার বন্ধুদের হরিয়েছি আব্বুর চাকরির কারণে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.