নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আবারও ছবি ব্লগ(প্রতিযোগিতা-২)

২৫ শে জুন, ২০২১ রাত ৮:৫৩

ছবি তোলা হয় মাঝে মাঝে। অল্প অল্প ছবি জমেই অনেক ছবি হয়েছে। এখন কোনটা রেখে কোনটা দেব ভাবতে ভাবতে বেলা যায়। ছবি তোলার চেয়ে ছবি নির্বাচন করা মনে হয় কঠিন কাজ।

মন চাইলেই ছবি তুলে ফেলা যায় কিন্তু মন চাইলেই ছবি বাতিল করা যায়না। এমনই কিছু ছবি ও তার গল্প নিয়ে এবারের আয়োজন।



১। নীলাকাশ আর সাদা মেঘের খেলা




বাসার বারান্দায় দাড়িয়ে ছিলাম। আকাশে তখন সাদা মেঘের লুকোচুরি খেলা। ছবি উঠালাম কিন্তু বারান্দার গ্রিলের জন্য ছবি সুন্দর হলোনা। এবার গ্রিল দিয়ে হাত ঢুকিয়ে মোবাইলটা হাতে নিয়ে হাত বাড়িয়ে ছবিটা উঠালাম। আমার অন্যতম পছন্দের একটি ছবি ক্যামেরাবন্দি হলো। নীলাকাশ আর সাদা মেঘের খেলা সময়ের স্বাক্ষী হয়ে থাকবে আজীবন।


২। রাতের রানী



মুন্সীগঞ্জ, গজারিয়া বেড়াতি গিয়ে রাতের বেলা বাড়ির বাহিরে বের হয়ে অন্ধকারে রাতের রানীর মত ফুটা থাকা সাদা জবার ফুলটির ছবি না তুলে থাকতে পারিনি। চারদিকে অন্ধকার এর মধ্যে এক টুকরো সাদার ঝিলিক তাই এর নাম দিয়েছি রাতের রানী।


৩। স্বপ্নের মুখোমুখি



পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজারকে এক নজর দেখা হাজার হাজার মানুষের স্বপ্ন। তাই আপনজন যখন স্বপ্নের মুখোমুখি দাড়িয়ে তখন সেই স্মৃতির সময়বন্দি করতেই ক্যামেরার ক্লিক।

৪। মন্দির ও পূজারী



জিয়া জাদুঘর/মিনি বাংলাদেশ-এ ঘুরতে গিয়ে মন্দিরের রেপ্লিকা দেখে মনে হলো পূজারীর কথা। শুণ্য মন্দির যেন পূজারীর জন্য অপেক্ষা করছে। পূজারীর দেখা না পেলেও প্রতিদিন দশনার্থীদের দেখা পায় এটাই শান্তনা।

৫। ওয়াচ টাওয়ার



চট্টগ্রামের এই ওয়াচ টাওয়ারে উঠলে আশেপাশের স্থাপনা, প্রকৃতি, দালান-কোঠা, পাহাড়, নদী, জনবসতি সবই চোখে পড়ে। তখন এত উচুতে থাকা নীজেকে খুবই ক্ষুদ্র মনে হয়। প্রচন্ড বাতাস আর নীচে চলমান পৃথিবী অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়।

৬। প্রতিবিম্ব





স্মৃতিসৌধ এর রেপ্লিকা জলে তার প্রতিবিম্ব দেখছে অপার হয়ে। নিজেই নিজের প্রেমে পরে যাবার মতো অব্স্থা। আমিও এই প্রতিবিম্বর প্রেমে পড়ে গেলাম।

৭। বন্ধন



দিন ও রাতের মধ্যে অনেক পার্থক্য। দিনে যে গাছের পাতারে সৌন্দর্য কোন আবেদন সৃষ্টি করতে পারেনি, রাতে সেই গাছের পাতাই অন্য এক আবেদন তৈরী করেছে। প্রতিটি পাতা মজবুত বন্ধনে আবদ্ধ। যা আমাদের মানব জীবনে ও সমাজে খুব প্রয়োজন।


৮। নির্জনতা



পাহাড়ী পথে চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলাম জাগায়টা নির্জন। কেই আসছেনা অনেকক্ষণ ধরে । যাপিত জীবনে এই নির্জনতা কখনো কখনো ভীষণ ভালোলাগে। নিজেকে তখন মনে হয় একমাত্র মানব।

৯। মডেল

চট্টগ্রাম, জাম্বুরী পার্কে মেয়েকে নিয়ে হাটছিলাম। একটা ছবি উঠানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করছি। কিন্তু মডেল আমার বড়ই চঞ্চল। অবশেষে দারুন পোজ দিয়েছে।

মন্তব্য ৪২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:০১

পদাতিক চৌধুরি বলেছেন: সবগুলোই সুন্দর।নয় নম্বর ছবিতে ছোট্ট মডেলের পোজ মারাত্মক হয়েছে। অনেক শুভেচ্ছা ছোট্ট সোনাকে।
শুভেচ্ছা প্রিয় মাইদুল ভাইকে।

২৫ শে জুন, ২০২১ রাত ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম।

আপনার শুভেচ্ছা বাবু পেয়ে গেছে।

ভালথাকবেন।

২| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:০১

রানার ব্লগ বলেছেন: ঠিকি বলেছেন মন চাইলেই ছবি তোলা যায় কিন্তু তা বাতিল করতে বুকের পাটা লাগে। আমার বাকি ছবি গুলা কে বাতিল করতে গিয়ে মনের জানালা খান খান হয়ে গেছে।

২৫ শে জুন, ২০২১ রাত ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। আসলেই এত এত ছবি থেকে মাত্র ১০/১২টি সিলেক্ট করা খুবই কঠিন কাজ। ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:১১

মিরোরডডল বলেছেন:




মডেল কন্যা মনে হয় হাতে মেহেদি দিয়েছে ।
নির্জনতা ছবিটা সবচেয়ে ভালো লাগলো ।
ক্যাপশনে নির্জনতা বানান ঠিক করে নিবে মাইদুল ।

মেঘটা যেনো এক টুকরো আইসক্রিম ।
কনকনে শীতের মধ্যরাতে আইসক্রিম খেতে সেরকম মজা ।
যাই খেয়ে আসি ।



২৫ শে জুন, ২০২১ রাত ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নির্জনতা বানান ঠিক করেছি আপু, ধন্যবাদ।

শীতে আমি তেমন আইসক্রিম খাইনা, যাক আপনি ছবি দেখেতে দেখতে আইসক্রিম খেতে থাকুন।

৪| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:৩২

নজসু বলেছেন: অনেক সুন্দর লাগলো।

২৫ শে জুন, ২০২১ রাত ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর সব ছবি ।
মডেলের পোজ কেমনে পেলেন তার খুঁজ :)
এ পোজ তো মহুর্তেই মিলিয়ে যাওয়ার কথা।
বুঝাই যাচ্ছে আপনার ক্যমেরার সাটার বড়ই
করিতকর্মা । সোনামনির জন্য রইল শুভেচ্ছা।

আপনার জন্য রইল সাফল্য কামনা ।

২৫ শে জুন, ২০২১ রাত ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মডেল এর চমৎকার ছবিটা ক্যামেরাবন্দি করেছি কয়েকবারের প্রচেষ্টায়।

৬| ২৬ শে জুন, ২০২১ রাত ২:১৩

জটিল ভাই বলেছেন:
অনেক সুন্দর ছবি ও লিখনী। তবে ৩নং ছবির মডেল সম্পর্কে জানতে আগ্রহী :D

২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৩ নং মডেল সম্পর্কে বিস্তারিত বলা যাবেনা। আমার কাছের মানুষ। ধন্যবাদ।

৭| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৫২

নিয়াজ সুমন বলেছেন: তিন) মডেল কে জাতি জানবার চাই??
সাত) বন্ধন ছবিতে চমৎকার এক ঘোর আবহ আছে।++
নয়) পিচ্ছি সোনামনির জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা। পোজ সেই হয়েছে B-)

২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই।

৩ নং মডেল আমার পরিচিতজন
৭নং ভালোলাগায় কৃতজ্ঞতা
৯ নং এ বাবুর জন্য আদর ও বালোবাসা পৌছেদিলাম।

৮| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াচ টাওয়ারটা দেখে একটু আফসোস হলো। একদিন ওটার নীচে বসে স্ন্যাকস করলাম, উপরে যাওয়া হলো না। আর ওখানে যাওয়া হবে কিনা শিউর না, দেশের জিনিসটা দেখা হলো না। ছবিটা সুন্দর হয়েছে।

কন্যা মডেলের জন্য অনেক অনেক শুভ কামনা।

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার যদি কখনো আসা হয় অবশ্যই টাওয়ারের উপরে উঠবেন, অন্যরকম এক অভিজ্ঞতা হবে।

ধন্যবাদ ভালথাকবেন।

৯| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২৮

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলি চমৎকার। সাদা জবার ছবিটা খুব ভালো লেগেছে। আর দৃষ্টিকাড়া মডেলের কথা কি বলবো........অনেক অনেক দোয়া রইলো। :)

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

সাদা জবা আমার কাছে ভাললাগার একটি ছবি।

১০| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৫৪

রোকসানা লেইস বলেছেন: সুন্দর ছবি সবই ভালোলাগল।
কান্তাজির মন্দিরের রেপ্লকাে বেশ হয়েছে। আসল মন্দিরের ছবি আমার কাছে আছে।
মন্দিরের ডিজাইনটা খুব সুন্দর।
শুভকামনা

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মন্দিরের কারুকাজ অনেক সুন্দর। আপনার কাছে আসল মন্দিরের ছবি আছে জেনে ভাললাগলো, কোন একসময় পোস্ট দিয়েন।

ধন্যবাদ।

১১| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৪২

হাসান রাজু বলেছেন: আপনার সংগ্রহ তো অনেক । খুব সুন্দর ছবি।

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংগ্রহ আছে ভালই, প্রসংশার জন্য ধন্যবাদ।

১২| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:১৩

মোস্তফা সোহেল বলেছেন: মামনি দেখি অনেক বড় হয়ে গেছে!
আমার আকাশের ছবি কেন জানি বেশি ভাল লাগে।

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আকাশের ছবি মন ভালো করে দেয়। মামনির জন্য দোয়া করবেন।

আপনার বাবুর জন্যও দোয়া রইল। ধন্যবাদ।

১৩| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

শেরজা তপন বলেছেন: সব মিলিয়ে বেশ সুন্দর !!

ভাল লাগল

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

১৪| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:৫০

ঢুকিচেপা বলেছেন: এবারেও কয়েকটা ছবি খুব সুন্দর হয়েছে।
মডেলসহ আপনার জন্য শুভকামনা রইল।

২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় ভাই

আপনার মূল্যায়নের জন্য ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: হা হা মিররমনির কমেন্টে প্লাস!


প্রতিবিম্বটার প্রেমে আমিও পড়লাম!

২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু আপনকে। শেষ মেষ আপনিও প্রতিবিম্বটার প্রেমে পড়লেন আমারতো এখন প্রতিবিম্বটার উপর হিংষে হচ্ছে। হা হা হা.......যাষ্ট ফান করলাম।

ভাল থাকবেন।

১৬| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৪৮

ইসিয়াক বলেছেন: সবচেয়ে ভালো লেগেছে নীল আকাশ আর সাদা মেঘের খেলা।

মডেল মা মণির জন্য অনেক অনেক দোয়া রইলো।

শুভ কামনা সতত।

২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আমার প্রিয় ছবিটা আপনারও ভালোলাগায়।

১৭| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৯

অপু তানভীর বলেছেন: ওয়াচ টাওয়ারটা বেশ চমৎকার লাগলো ।

২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই, আসলে টাওয়ারের ছবিটা আমারও ভাললাগে।

১৮| ২৭ শে জুন, ২০২১ রাত ৩:৪৭

রোকসানা লেইস বলেছেন: তখন ফ্লিমে গুনে গুনে ছবি তোলা হোত। আলাদা করে স্থাপনার ছবি তোলার ইচ্ছা থাকলেও তোলা হতো না।
মন্দিরের সাথে আমিও আছি যে তাই মনে হয় এখানে পোষ্ট করা ঠিক হবে না।

২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ভেবেছিলাম শুধু মন্দিরের ছবি বুঝি আছে , এখন দেখি তার সামনে আপনিও আছেন। না তাহলে দেয়া ঠিক হবেনা। ওটা আপনার কাছেই থাকুক।

১৯| ২৮ শে জুন, ২০২১ সকাল ৭:৩৮

মলাসইলমুইনা বলেছেন: ওয়াচ টাওয়ারটা চিটাগাংয়ের কোথায় ? সুন্দরতো লাগলো দেখতে । কত উঁচু ? আমার ছোটবেলা কেটেছে চিটাগাঙে । আরো স্পেসিফিকালি পতেঙ্গায় । আমি আমার প্রথম জবও করেছি চিটাগাঙে । তখন এটা হয়নি । এগুলো অনেক পরে হওয়া তাই দেখা হয়নি কখনো । হ্যা, মডেল পোজ দিয়েছে সুন্দর ।

২৮ শে জুন, ২০২১ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াচ টাওয়ার বাংলাদেশ বেতার, কালুঘাটের সাথে জিয়া যাদুঘরে/মিনিবাংলাদেশে

হ্যা দেখতে সুন্দর তবে কতফুট উচু জানিনা, উপরে লিফট দিয়ে উঠলে চট্টগ্রাম শহরের অনেকটুকু দেখা যায়।

আপনার ছোট বেলো চট্টগ্রামে কেটেছে নিশ্চিয় আবার একদিন আসবেন চট্টগ্রামে তখন দেখে যাবেন টাওয়ার আর ততদিন যদি থাকি চট্টগ্রামে তবে দাওয়াত রইলো।

ধন্যবাদ ভালো থাকবেন।

২০| ৩০ শে জুন, ২০২১ রাত ২:১১

জটিল ভাই বলেছেন:
কোনো সাধারণ পোস্ট নয় :)

০২ রা জুলাই, ২০২১ সকাল ৯:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি ভাল আছেন। এত রাতে ব্লগে ছিলেন ! আসলেই আপনি জটিল ভাই। ভালথাকবেন।

২১| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: "মন চাইলেই ছবি তুলে ফেলা যায়, কিন্তু মন চাইলেই ছবি বাতিল করা যায় না" - কথাটা খুবই সত্য এবং আমি এই বাতিল করার প্রক্রিয়াটাতে খুবই কষ্ট অনুভব করে থাকি।

প্রথম দুটো ছবি খুব সুন্দর হয়েছে। বন্ধন ছবিটা এবং এর কথাগুলো, খুবই তাৎপর্যময়। প্রতিবিম্বও খুবই চমৎকার এবং তা দেখে থাকতে ইচ্ছে করে! নির্জনতা ছবিটা দেখে কেমন শুনশান একটা পরিবেশের অনুভূতি পাওয়া যায়। আর ৯ নং মডেল কন্যা খুবই সুন্দর একটা পোজ দিয়েছে।

পোস্টে ২২তম ভাললাগা। + +

২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মূল্যায়ন ও ভাললাগায় কৃতজ্ঞতা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.