নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রোদ্দুর হবো দোয়েল প্রহরে

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪



ফের রোদ্দুর হবো দোয়েল প্রহরে
যাপিত জীবনের দু:খ ভুলে-
বৃষ্টিজলে যদি তুমি হাতটি বাড়াও
ভুলে যাবো চোখের বিরহী অশ্রু।

মায়াবী জোছনা রাতে শত ডানার প্রজাপতি হবো
ভাসাবো ভেলা হৃদয় নদীতে
অতীতের সব সুখ জড়ো করে
ভুলে যাবে জীবনের সমস্ত কষ্ট।


আমি কেবল তোমারই হবো
স্বপ্নের বন্দরে তরী ভিড়াবো
রোদের কাব্য জড়িয়ে রব সারাক্ষণ
তোমার জন্য মন স্মৃতিকাতর দোয়েল প্রহর।





ছবি-নিজের তোলা
উৎসর্গ- কাজী ফাতেমা ছবি(রোদ্দুর হবো ফের যদি ফিরে পাই দোয়েল প্রহর (জীবন গদ্য) পাঠের পর কবিতার জন্ম)
রোদ্দুর হবো ফের যদি ফিরে পাই দোয়েল প্রহর (জীবন গদ্য)

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
গোলাপ গুলো কি ভাবি বানিয়েছেন। দারুন হয়েছে। আমিও এসব হাবিজাবি বানাই মাঝে মাঝে

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ।

এগুলো আমার শ্যালিকা বানিয়েছে আমাকে গিফট দিয়েছে। আপনারতো অনেক গুণ।

ভালো থাকবেন।

২| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

SahajjoBD বলেছেন: নতুন মুভি ডাউনলোড করার ওয়েবসাইট

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্ট সম্পর্কিত মন্তব্য করুণ।

৩| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । উৎসর্গও ভাল লেগেছে। কবি এবং উৎসর্গ দুজনকেই অভিনন্দন ।

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম কবি।

৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার হিবাসে দোয়েল প্রহরে কি?
ছবি আপু অবশ্য একটা জবাব দিয়েছেন।

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দোয়েল যখন ডাকে সেই সময়টাকে দোয়েল প্রহর বুঝানো হয়েছে।

ধন্যবাদ।

৫| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:১৮

শায়মা বলেছেন: তাই তো বলি ছবি আপুকে উৎসর্গ!!

কদিন আগেই রোদ্দুর দোয়েল আবার তুমিও রোদ্দুর দোয়েল!!


বাহ বাহ সুন্দর কবিতা ভাইয়া।

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ।

আসলে ছবিআপুর লেখা পড়েই আমার এমন ভাবনা।

৬| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্যোৎস্না রাতে কি প্রজাপতির দেখা মিলে?
কাব্য ভাল হয়েছে।

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জোছনা রাতে প্রজাপতির দেখা কালে ভদ্রে মিলে তবে জোছনা রাতে প্রজাপতি হওয়ার ইচ্ছা কবি বা প্রেমিকের বাসনা মাত্র।

ধন্যবাদ।

৭| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৫৯

জটিল ভাই বলেছেন:
সাধারণ নয় ভাই সাধারণ নয় :)

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তেমন অসাধারণও নয়। ধন্যবাদ।

৮| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৯| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৬

হাবিব বলেছেন: দারুণ

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:৫৬

জুন বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা সাথে ছবিটিও মাইদুল সরকার।
কাজী ফাতেমা ছবির কবিতার সাথে যোগ্য দোহার :)

টাইপোঃ তরী ভিড়াবো

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিচ্ছি।

১১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৪১

ঢুকিচেপা বলেছেন: স্মৃতিকাতর দোয়েল প্রহরে প্রিয়ার প্রতি যে আহ্বান আশাকরি এই বৃষ্টি মৌসুমেই তা পূর্ণতা পাবে।

উৎসর্গে ছবি আপুর প্রতি শুভেচ্ছা রইল।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.