নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে সালমান শাহকে নিয়ে কোন আলোচনা নেই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩০




শাহরিয়ার চৌধুরী ইমন যিনি সালমান শাহ নামে চলচিত্র জগৎ তথা সারা বাংলাদেশে পরিচিত। জীবদ্দশায় মাত্র ২৭টি ছবিতে অভিনয় করেছেন। আর তাতেই অমর হয়ে আছেন ভক্ত, দর্শক, গুনগ্রাহীর হৃদয়ে। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক। গত তার ২৫তম মৃত্যুবার্ষিকী ছিল। সব জায়গায় তাকে নিয়ে আলোচনা থাকলেও ব্লগে তাকে নিয়ে কোন পোস্ট দেখলাম না।

বাংলাদেশের সেরা স্টাইলিষ্ট নায়ক, সুপারহিট নায়ক, চিরসবুজ নায়ক, রোমান্টিক নায়ক, সুদর্শন নায়ক এমন শত শত উপাধী যার নামের সাথে প্রতিনিয়ত উচ্চারিত হয় তিনি আজীবন বাংলায় উচ্চারিত হতে থাকবেন। তার সাথে আলোচিত হবে সালমান, মৌসুমি জুটি, সালমান শাবনূর জুটি। আর তার জীবনের এহেন পরিনতির জন্য তার বউ সামিরার নামও ঘৃণাভরে মানুষ স্মরণ করবে

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
..................................।

এমন কালজয়ী অনেক গান রয়েছে সালমানের সিনেমায়। যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়।

ওপারে ভালো থাকুন প্রিয় নায়ক।


ছবি-নেট থেকে নেওয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫১

লর্ড ভ্যারিস বলেছেন: গতকালের পোস্ট একটা আছে তো। আপনিও দিলেন। যথেষ্ট তো হওয়ার কথা!

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক দুটি তিনটি পোস্ট এসেছে তাহলে। ধন্যবাদ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মহানায়কের মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
আমাদের একজন সালমান শাহ ছিলো

এই দুইটি দেখেছিলাম

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ লিংক দেওয়ায়। পোস্ট দুটিতে ঘুরে এলাম।

সামুতে তাকে নিয়ে পোস্ট এসেছে, ভালোলাগলো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক বিনম্র শ্রদ্ধা জানাই

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৪

ঢুকিচেপা বলেছেন: আমার কাছে প্রথম স্টাইলিস্ট নায়ক ছিল জাফর ইকবাল এবং ২য় সালমান শাহ।
ওপারে যারা গেছে সবাই ভাল থাকুক।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। জাফর ইকবাল ও সালমান শাহ বেছে থাকবেন শত হৃদয়ে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৫

আমি তুমি আমরা বলেছেন: সমস্যা হচ্ছে ২৫ বছরে আলোচনা করার জন্য এরকম আরেকজন নায়ক তৈরি হয়নি।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩০

জুল ভার্ন বলেছেন: সালমান শাহ একজন ভালো শিল্এপী ছিলেন। মৃত্যুর পর এবছরই মহানায়ক অভিধায় বেশী হাইলাইটস হয়েছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিচার হলো এত বছর পরও এটাই দুঃখজনক। ধন্যবাদ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

কবিতা পড়ার প্রহর বলেছেন: সালমান শাহ ভালো থাকুক ও পারে আর এ পারে ভক্তের হৃদয়ে।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কপপ্র।

৮| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: তিনি তার সুঅভিনয়, সুদর্শন চেহারা, প্রেজেন্টেবল আচরণ ও স্টাইলের কারণে অতি দ্রুত ভক্তদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।

আপনার এর আগের পোস্টটিতেও একটা মন্তব্য রেখে এসেছিলাম।

১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মূল্যায়ন করেছেন চির সবুজ নায়ককে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.