নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি ছবি ও লাইক ডিজলাইকের গল্প

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৯



আমার ছোট ভাই গত মাসে সাজেক ও কক্সবাজার বেড়াতে গিয়ে মেসেঞ্জারে ছবি পাঠিয়েছে। আমি আমার ৩ বছর পূর্ণ করা মেয়েকে ছবি দেখিয়ে বললাম। এটা কে ? সে ছবি দেখে কিছুটা লজ্জা ভাব নিয়ে ইংগিতে বুঝালো চাচ্চু। বললাম ছবিটা সুন্দর হইছে। সে বলল-সুন্দর এবং ডান হাতের বৃদ্ধা আঙ্গুলী উচিয়ে বলল- লাইক। আমি অবাক জীবনের শুরুতেই লাইক ডিজলাইকে জড়িয়ে যাচ্ছে আমার/আমাদের সন্তান।



প্রথম জল সং দিয়ে ছবি আঁকছি। মেয়ে উৎসাহ নিয়ে দেখছে। মেয়ের মাকে বললাম কেমন হচ্ছে ? উত্তর আসলো-মনে হচ্ছে ভালো। বাবুকে বললাম ছবিটা কেমন হয়েছে ? সে মুখ গোমরা করে রাখলো। অনেকক্ষণ ধরে সে রং আর তুলি চাচ্ছে অথচ আমি দিচ্ছিনা। আমি আবার বললাম বল কেমন হয়েছে আব্বুর আঁকা ছবিটা। সে চোখ মুখ কুচকে বৃদ্ধা আঙ্গুলী নীচের দিকে ঝুলিয়ে বলল-ডিজলাইক দিলাম।
আমি যেন আকাশ থেকে পড়লাম। এই প্রথম তার মুখে ডিজলাইক শব্দটা শুনলাম। আমি কৃত্রিম রাগ করে ছবি আকা বন্ধ করলাম। সে তুলি ও রং নিয়ে মহাসুখে আঁকতে লাগলো হিজিবিজি। পরে অবশ্য বলেছে সুন্দর হইছে বাবা।



তুলি ও রং পেয়ে পিচ্ছি অনেক খুশি। সে আঁচর কাটে আর বলে সুন্দর হইছে ? আমরা উৎসাহ দেই-হ্যা খুব ভাল হয়েছে। সে আমার রং শেষ করেই আনন্দ পাচ্ছে।



রং মুছার জন্য এই কাগজটা ব্যবহার করেছি। পরে দেখি এটাও একটা শিল্প কর্মর মত হয়ে গেছে। পরে কিছু রং এড আরও আরও কিছু আচর কাটার পর ছবি তুললাম। বাবু এটাকেও লাইক দিয়েছে এবং সেও এখানে রং দিয়েছে বলে এটা তারও একা আমার ক্রেডিট নয় সেটাও বুঝিয়ে দিয়েছে।

যুগের সাথে বাচ্চারা লাইক ডিজলাইকে আটকে যাচ্ছে এটা ভালো নাকি মন্দ সেটা সময়ই বলে দেবে।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এখনকার বাচ্চারা চোখ খুলেই আধুনিক প্রযুক্তির সংস্পর্শে এসে যাচ্ছে।ফলে তাদের জীবনে এর প্রভাব পড়ছে ব্যাপকভাবে। কয়েকজন বাচ্চাকে দেখেছি যারা বাংলার চেয়ে হিন্দি-ইংরেজি ভালো বলতে পারে। এটা হিন্দি-ইংরেজি কার্টুন দেখার ফল।

শিল্পকর্মগুলো সুন্দর হয়েছে।বাচ্চাদের সুস্থ শিল্প-সংস্কৃতির সাথে পরিচিত করে দিলে তাদের বিকাশ ভাল হয়। আপনার মেয়ের জন্য অশেষ স্নেহ রইলো।খুব মিষ্টি দেখতে।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই। যতই না করুক তারা শুনবেনা মোবাইল দেখা চাই চাই। আমার বাচ্চা ভুলিয়ে ভালিয়ে রাখলেও খাওয়ার সময় ঠিকই মোবাইল ছাড়া খায় না। আর অন্য সময়ও একটু দেখবো একটু দেখে রেখে দেবো বলে আবদার করে।

খুব সুন্দর বলেছেন। আসলেই শিল্প-সংস্কৃতির সাথে পরিচয় করালে তাদের বিকাশ ভাল হয়।

ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি আসলেই সুন্দর হয়েছে, লাইক।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ গুনী ফটোগ্রাফার ভাই।

৩| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৬

ইমরোজ৭৫ বলেছেন: ফেসবুকে লাইক পাওয়াটাই আসল লক্ষ।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এজন্যই ফেসবুকে ফিডব্যাক পাওয়া যায়না তাই ফেসবুক ভালোলাগেনা।

ধন্যবাদ ভাই।

৪| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৭

জুন বলেছেন: লাইক ডিজলাইক এখন আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। ভালো লাগলো আপনার মেয়ের উপস্থিত বুদ্ধির গল্প।
+

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা এখন জীবন মানেই ডিজিটালে বিচরণ। ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৫| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: মানুষের অনুভুতি প্রকাশের মাধ্যম এখন ডিজিটালাইজেশান হয়ে যাচ্ছে এটা খারাপ !!!

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই সব কিছু ডিজিটাল হয়ে গেলে জীবনটা কেমন অনুভূতিহীন আবেগহীন হয়ে যাবে।

ধন্যবাদ।

৬| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৯

জুল ভার্ন বলেছেন: সোস্যাল মিডিয়া মূলত লাইক-ডিসলাইক নির্ভর। তবে আমার মতো গড়পরতা শ্রেনীর এক্টিভিস্টদের কাজ শুধু সেলিব্রেটিদের পোস্ট পড়ে লাইক কমেন্ট করে তাদের মহান বানানোতেই সীমাবদ্ধ।

ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

মেয়ের জন্য অনেক দোয়া।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার দোয়া কবুল হোক।

তাইতো সোস্যাল মিডিয়ায় তেমন বেশি সময় দেওয়া হয়না।

প্রশংসার জন্য ধন্যবাদ ভাই।

৭| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৮

ওমেরা বলেছেন: ডিজিটাল বাচ্চা তো !

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম তাই লাইক আর ডিজলাইক শিখতে সময় লাগেনা।

ধন্যবাদ।

৮| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২১

শায়মা বলেছেন: সবগুলোই লাইক দিলাম ভাইয়ু।

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

৯| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইউটিউব ফেসবুক দেখে দেখে বাচ্চারা অনেক টেটনা হয়ে যাচ্ছে

ভালো লাগলো পোস্ট

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বহুত টেটনা হয়ে যাচ্ছে। ধন্যবাদ।

১০| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:




আপনার ছেলেমেয়ে শিল্পী হওয়ার সম্ভাবনা আছে।

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে জানে হতেও পারে। ধন্যবাদ । ভাল থাকবেন।

১১| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: চাচা-ভাতিজি এবং জলছবি সবগুলিই সুন্দর হয়েছে এবং আসলেই এখনকার বাচ্চারা তাদের পছন্দ - অপছন্দের প্রকাশে অনেক বেশী সেন্সেটিভ যা আমরা আমাদের সময় কল্পনাও করতে পারিনি।

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। আসলেই আমাদের সময় আমরা এটা কল্পনাও করিনি। পোলাপান এখন এডভান্স।

১২| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: শুভ কামনা রইলো।

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৩| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:১৩

নেওয়াজ আলি বলেছেন: ছবি সুন্দর হয়েছে। মামনির জন্য শুভ কামনা রইলো।

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

১৪| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২০

সোহানী বলেছেন: সত্য! লাইক ডিজলাইক আমাদের পার্ট অব লাইফ!

শুভকামনা আপনার মেয়ের জন্য।

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। হ্যা এ যুগে এগুলো লাইফের অংশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.