নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সব সম্ভবের দেশ বাংলাদেশ

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৫




কলেজে পড়ি তখন। এক স্যার ছিলেন খুবই রশিক। তিনি বিভিন্ন কথা, উপমা দিতেন পড়াতে পড়াতে। সবচেয়ে বেশি বলতেন-সব সম্ভবের দেশ বাংলাদেশ। তো এই কথা শুনে শুনে একদিন একজন ছাত্র বলল-স্যার কি ভাবে সব সম্ভবের দেশ বাংলাদেশ হলো।

স্যার বলল-ধর তোমার চাকরি নেই। চাকরি প্রয়োজন। লোক আছে, মেধা নেই নো প্রবলেম। কোন প্রকার দরখাস্ত করা ছাড়াই পৃথিবীতে যদি কোন দেশে চাকরি হয়ে থাকে সেটা আমাদের বাংলাদেশেই সম্ভব।

স্যারের সেই কথা বাস্তব প্রমাণ পেয়েছি এক জনের বয়ানে। যিনি বলেছেন তিনি খুবই আপসেট ছিলেন। ভাই ভাল পরীক্ষা দিলাম চাকরি হলনা। অথচ আমার এক পরিচিত ছেলে দরখাস্তই করেনি মামা আছে বলে উক্ত ডিপারমেন্টে চাকরি হয়ে গেছে। এ দেশে কি না সম্ভব। তাইতো বলি দুনীর্তিতে কেন চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

কালু আমার জানি দুশমন। নো টেনশন। কিছু টাকা খসালেই কালুকে পগারপার করা যাবে। এমন বহু ঘটনা ঘটেছে দেশে।

আমাদের শহরে একজন মহিলার তিন স্বামী। একজন অসুস্থ গ্রামে, এক জন প্রবাসে, একজন বৃদ্ধ শহরে। মহিলা ভালিই চালিয়ে নিচ্ছে সংসার। আইনে নেই, সমাজে নেই, ধর্মীয়ভাবে কোন যুক্তি নেই তবুও এক মহিলা তিন স্বামী বর্তমান। চালাতে পারলে সব সম্ভব এ দেশে।


স্কুলের গন্ডি পেরোয়নি কিন্তু সার্টিফিকেট প্রয়োজন। সমাধান নীলক্ষেতের কম্পিউটার দোকান। অসম্ভব বলে কিছু নেই ।


এ ভাবেই প্রতিটা সেক্টরে কোন কোনভাবে আমার সেই স্যারের উক্তির মত বাস্তব হয়ে যায়-সব সম্ভবের দেশ বাংলাদেশ।

ছবি-নেট থেকে নেওয়া।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সব সম্ভবের দেশ বাংলাদেশ

১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব ভালোর দেশ হোক বাংলাদেশ। ধন্যবাদ।

২| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০২

মরুর ধুলি বলেছেন: অনৈতিকভাবে অসম্ভবকে সম্ভব করা সম্ভব হলেও একসময় কিন্তু এসব ঠিকই ধরা পড়ে, আমাদের দেশেই এর হাজার নজির আছে।

১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই ধরা পড়া উচিৎ এবং এগুলোর অবশান হওয়া প্রয়োজন।

অনেক অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৬

জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক ভালোকে যে ভালো বলা যায় না। তেমনি আপনার ভালো কালেকশনকে ভালো বলতে পারলাম না। তবে বাংলাদেশী হিসেবে যেমন একথা তুলে ধরেছেন। তেমনি আমি জীবনের একটা সময় উত্তর প্রদেশের কানপুরের বেঙ্গলি কলোনিতে থেকেছি। ওখানে প্রায় সবাইকে বলতে শুনতাম,উল্টো প্রদেশ। যেখানে সব কিছু উল্টো করা সম্ভব। হাতেনাতে তার প্রমাণ পাই।
পরীক্ষা দিতে যাওয়ার সময় কোমরের বেল্ট না পরা, চপ্পল ছাড়া অন্য জুতো না পরা,জামা ছেড়ে পরার পরও গায়ে হাত দিয়ে চেকিং করার সুযোগ মিলতো।পরে হলের সামনে স্থানীয় প্রশাসনের লোকজন করিডরে পায়চারি করতো। এমন কড়াকড়িতে পরীক্ষা দেওয়ার পর শুনি,পেপার কাটিং নামের একটি শব্দ।যা করলে পেপার পিছু টাকা দিলে ফাস্ট ক্লাস পাওয়ার সুবর্ণ সুযোগ। এমন কথাই আমি হতাশ হই। বুঝতে পারি আমার সমস্ত চেষ্টা উল্টো প্রদেশে উল্টো হয়ে গেছে।যোগী আদিত্যনাথ গঙ্গার উপকুলে লাশ পুতে প্রমাণ করলেন সেই ট্রাডিশন সমানে চলেছে।যদিও পরে জোয়ারে ভেসে ওঠায় আদিত্যনাথের লেজেগোবরে অবস্থা বিশ্ব দরবারে বেরিয়ে আসে।

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আসলে দেশে যে দুনির্তীর মাধ্যমে এসব অসম্ভবকে সম্ভব করছে সেটাই তুলে ধরেছি যা কাাম্য নয়। আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করায় ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: আসলেই বাংলাদেশে সব সম্ভব।

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু এভাবে সব সম্ভব করা আমরা চাই না। চাই ভালোভাবে সব কিছু হোক। ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১১

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




শুনতে খারাপ লাগলেও , সব সম্ভবের দেশ বাংলাদেশ।

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এগুলো বন্ধ না হলে দেশ, জাতীর জন্য তা কখনো সুখকর হবেনা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.