নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কী ধরণের পুরুষ পছন্দ বাংলাদেশের মেয়েদের? চলুন দেখি বিবিসির প্রতিবেদন।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৬



গল্প, কবিতা বা সাহিত্যে একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে। কিন্তু এর উল্টোটা অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় সেই ব্যাখ্যা এসেছে খুবই কম।

তার মানে এই নয় যে, পুরুষকে বেছে নেয়ার ক্ষেত্রে নারীদের কোন পছন্দ-অপছন্দ নেই।

সেটা অবশ্যই একেকজনের ক্ষেত্রে একেকরকম।

যেমন পেশায় চিকিৎসক ডা. শামসুন্নাহার বীথির কাছে পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা, সেটা হোক শরীরের বা মনের।

"আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন। তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন।

কিন্তু আমি তাকে নিয়ে কখনও কিছু ওভাবে ভাবতে পারিনি। কারণ তিনি কখনও সুগন্ধি ব্যবহার করতেন না, যা ছিল তার খুব প্রয়োজন।"

"আমার কাছে শরীর ও মন দুটোর পরিচ্ছন্নতাই এক ধরণের সুন্দর্য। সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে।


পরিচ্ছন্নতা ও পোশাকি আদবকেতা সচেতন পুরুষের প্রতি অনেক নারী আকর্ষণ বোধ করেন

আর আমার একটা অদ্ভূত পছন্দ আছে আর সেটা হল আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি। টাক পড়া নিয়েও আমার সমস্যা নেই। তবে সেটা চকচকে হতে হবে।"


পুরুষের দাড়ির প্রতি অনেক নারীরই আকর্ষণ রয়েছে।

ব্যাবসায়ী নওরিন আক্তার পছন্দ করেন এমন পুরুষ যারা বাইরে কিছুটা এলোমেলো, কিন্তু মনে দিকে অনেকটা গোছানো প্রকৃতির।

তিনি বলেন, "খুব ফরমাল ছেলেদের আমার ভালো লাগেনা। কিন্তু ধরেন একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পড়লো, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে চশমা, চাপ দাড়ি।

খুব গুছিয়ে কথা বলছে,আমার এই ধরণের পুরুষদের প্রথম দেখাতেই ভালো লাগে। "

পুরুষের প্রতি নারীর এমন পছন্দের পরিসর আগের চাইতে অনেক বেড়েছে বলে মনে করেন প্রামাণ্যচিত্র অভিনেত্রী ফারহানা হামিদ।

এক্ষেত্রে মিডিয়ার বড় ধরণের ভূমিকা আছে বলে তিনি মনে করেন।

ব্যক্তিগতভাবে তিনি সৃজনশীল, আত্মবিশ্বাসী সেইসঙ্গে শারীরিক ফিটনেস এবং বাচনভঙ্গির ব্যাপারে সচেতন পুরুষদের পছন্দ করেন।

"একটি ছেলে লম্বা, খাটো, কালো বা ফর্সা হতে পারে কিন্তু সে তার শরীরের ফিটনেস নিয়ে যদি যত্নশীল হয় এবং ফ্যাশনেবলভাবে উপস্থাপন করে,আমি তাদের প্রতি আকৃষ্ট হই।

তাছাড়া ছেলেটা কতোটা স্মার্ট, অন্যকে কতোটা সম্মান দিয়ে কথা বলে। সে কতোটা প্রাণবন্ত। সেগুলোও আমার কাছে ম্যাটার করে।

পুরুষকে পছন্দের বিষয়টি একেক নারীর ক্ষেত্রে একেকরকম।

কিছুটা ভিন্নভাবে ভাবছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন। তার পছন্দ ভারী কণ্ঠের পুরুষ।

গায়ের রং তেমন গুরুত্ব না পেলেও লম্বা গড়ন সেইসঙ্গে ক্যারিয়ারে সুপ্রতিষ্ঠিত পুরুষের প্রতি তিনি তার দুর্বলতার কথা জানান।

তবে তিনি এটাও মনে করেন সবকিছুর ওপরে পুরুষের সুন্দর মানসিকতাই মুখ্য।

স্কুল শিক্ষিক তাসনিম চৌধুরীও একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাকি রুচিশীলতা, মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

"সবার আগে আমার ভাল লাগে পুরুষের হাইট, তার কণ্ঠ আর তার হাত পা পরিস্কার কিনা।

তাছাড়া পোশাকের সঙ্গে মানিয়ে সে কেমন জুতা পরছে, সেখানেও তার রুচি অনেকটা পরখ করা যায়।

তবে আমার কাছে বেশি জরুরি কেয়ারিং মেন্টালিটি আর তার সেন্স অব হিউমর।"

"যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে। তাকে হাসাতে পারে, তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিছু নেই।"

এদিকে টেলিভিশন রিপোর্টার বীথি সপ্তর্ষি একজন পুরুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার বাচনভঙ্গি, কথাবার্তার ধরণ, দায়িত্বশীলতা, সমাজ ও বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি তার সম্মানবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

ইতিহাসের বিভিন্ন নিদর্শনে পুরুষকে সুদর্শন ও সুঠাম দেহের দেখানো হয়।

"সমাজের যে বেঁধে দেয়া সুন্দর্যের সংজ্ঞা আছে যেমন টল ডার্ক হ্যান্ডসাম, এই বিষয়গুলো আমাকে একদমই টানে না।

আমি একজন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেই, প্রথমত তার কণ্ঠ ও বাচনভঙ্গি, দ্বিতীয়ত কথা বলার বিষয়বস্তু ও তার গভীরতা এবং তৃতীয়ত যে সাধারণ আদব কায়দা রয়েছে।

যেমন খাওয়ার সময় শব্দ না করা, নাকে হাত না দেয়া, সেগুলো তারা মেইনটেইন করছে কিনা।"

পুরুষের প্রতি নারীদের এই দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, বয়স-ভেদে বদলায় বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব তাহমিনা শৈলী।

এর পেছনে শিক্ষা, সচেতনতা এবং নারীর স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগকে অন্যতম কারণ হিসেবে মনে করেন তিনি।

বর্তমানে মেয়েদের এমন বিষয়ে খোলামেলা কথা বলাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন মিজ শৈলী।

"আগেকার ইতিহাস, ধর্মের বইয়ে পুরুষের এক ধরণের বর্ণনা ছিল যে পুরুষ মানেই, সুঠাম দেহ-শক্তিশালী-সাহসী, সেই সবার ওপরে কথা বলে।


বেশিরভাগ নারী পুরুষের মনের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

তেমনি নারীর ক্ষেত্রেও শুধুমাত্র তার বাহ্যিক কিছু সৌন্দর্যের বর্ণনা দেয়া হতো। সেই বিষয়টি কিন্তু এখন আর নেই। তবে এটা আশাবাঞ্জক যে নারীরা এটা নিয়ে কথা বলছেন।"

তবে নারী ও পুরুষের সৌন্দর্য নিয়ে সমাজে যে গৎবাঁধা ধারণা প্রচলিত আছে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন তিনি।

সর্বোপরি নারীর মনের মতো তার চাওয়া-পাওয়ার বিষয়টিও রহস্যময়।

বিশেষ করে কোন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এই দুই সৌন্দর্যের সমন্বয়কে খোঁজেন নারীরা।যার কোন আদর্শ মাপকাঠি নেই।

সানজানা চৌধুরী
বিবিসি বাংলা, ঢাকা

তাই পরিশেষে আমি বলতে পারি একেক জন নারী একেক রকম কারণে পুরুষকে ভাললাগার বিষয়টি প্রাধান্য দেন।

ছবি ও তথ্য- বিবিসি বাংলা থেকে নেওয়া।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমি গুণদর্শী।
নারী বা পুরুষ কারোেই রুপ বা চেহারা আমার কাছে ইমপরট্যান্ট না। মোটা খাটো ভূত পেত্নী যাই হোকনা কেনো আমার কিছু এসে যায় না শুধু কেবলা কান্ত চেহারা ছাড়া। এটা মেয়েদের ক্ষেত্রেও। বুদ্ধিমত্তার ছাপওয়ালা চেহারা ছাড়া হাজারও সুন্দরীও আমার কাছে গাধা। ওপস স্যরি গাধী।

মনে পড়ে গেলো পৃথিবীর সবচাইতে বয়স্ক গাধীর নাম যেন কি কদিন আগে একটা পোস্ট দেখেছিলাম।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি গুনী মানুষ বইলাই এমন কইরা ভাবতে পারেন, বলতে পারেন আর বোকা মেয়েগুলো সুন্দর পুরুষের মুখ দেইখা প্রেমে পড়ে নিজের সর্বনাশ করে।

ধন্যবাদ ।

সেই গাধীর নাম আর মুখে আনতে চাইনা।

ভালো থাইকেন।

২| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: সৌন্দর্য বিষয়টা আপেক্ষিক, যা ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্নতা থাকে।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই কিন্তু এযুগে সুন্দর মুখ দেখেই সবাই প্রেমে পড়ে যাচ্ছে ফলাফল ভয়াবহ।

৩| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে বিয়ের পর নারীরা সহজে মেনে নেয়- এটাই বাস্তবতা
চমৎকার লেখেছেন কবি দা---------------

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তখনতো আর না মেনে উপায় নাই। তবে সবারই ভাললাগা, মন্দলাগা আছে।

৪| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৬

মিরোরডডল বলেছেন:



একজন মানুষের বাইরের লুকটা আসলে ম্যাটার করে না ।
মানুষ হিসেবে কেমন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, ব্যক্তিত্ব এগুলোই ম্যাটার ।
এসবকিছুই তার আউটলুকে রিফ্লেক্ট হয় ।

স্থান কাল পাত্রভেদেও অনেককিছু ডিপেন্ড করে ।
একজন নারীর জীবনে একজন পুরুষ অনেকভাবেই আসে ।
যদি লাইফ পার্টনারের কথা বলি, সেক্ষেত্রে একেক মানুষের একেকরকম চাওয়া থাকে ।
এই চাওয়া মানে ডিম্যান্ড না, it's about compatibility.

আমার দশজন পুরুষকে ভালো লাগতে পারে, তারা সবাই হয়তো মানুষ হিসেবে ভালো কিন্তু I'll be physically attracted by one only based on his personality & soul that suits me.

আবার অনেকসময় একেকজনের একেকটা দিক স্ট্রাইক করে যায় ।
There’s no blanket rule.
কখন যে কাকে কি কারনে ভালো লাগে বলাও মুশকিল :)

তবে যেটা ভালো লাগে না বা একদমই না সেটা বলা যায় ।
যেমন একজন পুরুষ যদি শ্রেষ্ঠ সুদর্শন হয়, গুনী এবং ভালো মানুষও কিন্তু তার ভোকাল মেয়েলি, তারসাথে বন্ধুত্ব হতে পারে কিন্তু লাইফ পার্টনারের লিস্ট থেকে আই’ল ক্রস হিজ নেইম । এটাতো আমি নিতে পারবো না :)

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে একেক জনের ভাবনা, চাহিদা একেক রকম তাই কেউ কোলোকেই বেছে নেয়, কেউ সাদাকে , কেউ ব্রাউনকে কিন্তু এটাই সত্য যে মানুষ যে কালারই হোকনা কেন তার ভিতরের সৌন্দর্য না থাকলে বাহিরের সৌন্দর্য দিয়ে সে বেশি দিন টিকে থাকেনা মানুসের মনে।

অনেক পুষকে বা অনেক নারীকে ভাললাগতে পারে কিন্তু জীবনসঙ্গী করা যায় এক জনকেই সবদিক বিবেচনা করে।

আর দেশ, কাল, পাত্র ভেদেতো মানুষের ডিমান্ড ভিন্নতর হয়ই।

সত্যিইতো একটা ছেলে সব দিক থেকে সুন্দর কিন্তু কন্ঠ মেয়েদের মত তাকেতো পাটনার হিসেবে বেছে নেওয়া যায় , সেটাই বাস্তব। আবার যদি কোন মেয়ের কন্ঠ একদম পুুুুরুষালি হয় ছেলেরা কি সহজে তাকে গ্রহণ করবে ?? সহজে করবে না।

সুন্দর , সুচিন্তিত মতামতে ধন্যবাদ ডল আপু।

৫| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা হা মিররডল.......

(তবে যেটা ভালো লাগে না বা একদমই না সেটা বলা যায় ।
যেমন একজন পুরুষ যদি শ্রেষ্ঠ সুদর্শন হয়, গুনী এবং ভালো মানুষও কিন্তু তার ভোকাল মেয়েলি, তারসাথে বন্ধুত্ব হতে পারে কিন্তু লাইফ পার্টনারের লিস্ট থেকে আই’ল ক্রস হিজ নেইম । এটাতো আমি নিতে পারবো না :))

মরে গেছি হাসতে হাসতে...

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসতে হাসতে মরে গেলে কবিতা আপু !! সত্যিইতো ছেলেটা সব দিক থেকে সুন্দর কিন্তু কন্ঠ মেয়েদের মত তুমি কি করবে অবশ্যই ডল আপুর মতই ভাববে , সেটাই বাস্তব। আবার যদি কোন মেয়ের কন্ঠ একদম পুুুুরুষালি ছেলেরা কি সহজে তাকে গ্রহণ করবে ??

৬| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: একটা নটক দেখেছিলাম। ডলি জহুর পুরুষ বিদ্বেষী। ছেলেদেরকে অফিসে কাজ দেয় না।

তাই মাহফুজ মেয়ে সেজে শাড়ি পরে এলো।

মাঝে মাঝে ভুলে গিয়ে পুরুষ গলায় কথা শুনে সবার আত্মারাম খাঁচা ছেড়ে পিলে চমকে গেলো। হা হা হা

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা কবিতাপু দেখা হয়নি, নাম বল নয়তো ইউটিউভের লিংক দাও।

৭| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫০

মিরোরডডল বলেছেন:



I'm a straight woman, আই লাইক ম্যান ।
আই ক্যান্ট স্ট্যান্ড ফিমেইল ভোকাল নেক্সট টু মি ইন বেড ।
I'm not a lesbo :)
কবিতাপু তুমিই বল, আমি কি ভুল বললাম ।

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি রাইট ডল। আপনি পুরুষকেই পছন্দ করবেন । পুরুষের কন্ঠই শুনতে চাইবেন একান্তে নারীর নয়।

কবিতাপু রসিকতা করেছে, আপনি সিরিয়াসলি নিয়েননা।

৮| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০০

মিরোরডডল বলেছেন:



আপু, আমি যখন টিনএইজ ছিলাম, সিনিয়র কাজিনরা সারাক্ষন পেছনে লেগে থাকতো আর বলতো, কেমন ছেলে তুমি বিয়ে করবে । মজা নিতো ।

আমি বলতাম যার নাম মোতালেব অথবা কুদ্দুস আমি তাকে বিয়ে করবো না ।
আর বলতাম যে ছেলে লুঙ্গি পরে আমি তাকেও বিয়ে করবো না , লুঙ্গি একটা অশ্লীল পোশাক । হা হা হা ...... =p~


বড় হবার পর বুঝি নামে কি বা যায় আসে !
পোশাক যার যার স্বাধীনতা :)

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওরে ওরে বলে কি মোতালেব , কুদ্দুস বিয়ে করবো তা তারা সুদর্শন হলেও না ???
লঙ্গি অশ্লীল পোশাক!!! অনেকের পড়ার ভিন্নতার বা ঢিলে করে পড়ার কারনে রাতে খুলে যায়। কিন্ত ‍ু লুঙ্গি সবচেয়ে আরামদায়ক পোশাক। তুমি আসলেই বোকা মেয়ে ছিলে। হি হি হা হা.....................(মজা করলাম)

হুম যাক পড়ে বুঝতে পেরেছো। এটাই আসল, এটাই সত্য-বড় হবার পর বুঝি নামে কি বা যায় আসে !
পোশাক যার যার স্বাধীনতা ।

৯| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫১

মিরোরডডল বলেছেন:



নাহ সুদর্শন হলেও না , এফিডেভিট করে নাম চেঞ্জ করে আসবে =p~

Kidding......

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বয়েই গেছে তোমার জন্য নাম্বার ওয়ন সাকিব খান নাম চেঞ্জ করবে!!! ওর ভক্তরা তা মানবে কেন???

২২ বছরের ক্যারিয়ার, নাম, ধাম, অর্জন সবই যে তবে বিসর্জন দিতে হয়ে.............না না দরকার নেই, সে তার জগৎ নিয়েই থাকুক।

আপনি আপনার মত থাকুন, লিখুন, দেখুন, গান শুনুন।

ওহ ভাল কথা একটা কবিতা লিখেছি কিন্তু পড়তে মনে হল গান হলে ভাল হয় আপনাকে আর ঢুকি ভায়াকে পড়েতে দিব মতামত দিবেন। যদি সুর ভাল হয় তবে ঢুকি ভায়া গান করবেন।

১০| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৩

মিরোরডডল বলেছেন:
কবিতাপু সেই নাটক আমি দেখেছি ।
খুবই ফানি ।

৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আফসোস দেখা হয়নি। নাম বলুন নাটকের।

১১| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২০

ঢুকিচেপা বলেছেন: এক হাতে টাকার বস্তা এবং অন্য হাতে শিক্ষার বস্তা নিয়ে শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন যে সে কোনটা নিবে, ছাত্র বলে সে টাকার বস্তা নিবে। তাই শুনে শিক্ষক বলেন আমি হলে শিক্ষার বস্তা নিতাম। ছাত্র উত্তর দেয় যার যেটার অভাব সে সেটাই নিবে।
বোঝার ব্যাপার অনেকটা এমন।

অনেকে খোঁজে গুন
তরকারী ভালো হয় না
যদি না থাকে নুন

অনেকে টাক মাথা পছন্দ করছে আবার অনেকে সুন্দর ছেলে কন্ঠের কারণে ছেঁটে ফেলছে।

তবে আমার মনে হয় পছন্দ নিয়ে যাদের বেশী সমস্যা তারা চায়না থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসুক।

৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

চায়না মাল এদেশে চলবেনা ভাই।

শুধু অভাবনা স্বভাবের দোষেও অনেক অনেক জিনস পছন্দ করে।

সুন্দর বলেছেন ভাই। ধন্যবাদ।

১২| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আমি জ্ঞানী ও পরিশ্রমী মানুষদের পছন্দ করি।

৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়েল। সেটাই ভাল। ধন্যবাদ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪০

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন:
বয়েই গেছে তোমার জন্য নাম্বার ওয়ন সাকিব খান নাম চেঞ্জ করবে!!! ওর ভক্তরা তা মানবে কেন???

২২ বছরের ক্যারিয়ার, নাম, ধাম, অর্জন সবই যে তবে বিসর্জন দিতে হয়ে.............না না দরকার নেই, সে তার জগৎ নিয়েই থাকুক।


কথা হচ্ছিলো মোতালেব কুদ্দুসের নাম চেঞ্জ নিয়ে, এখানে সাকিব আসলো কোত্থেকে B:-)
২২ বছর হোক বা ৯২ বছরের ক্যারিয়ার হোক, সে যদি প্লাস্টিক সার্জারি করে তাকে চেঞ্জ করেও আসে তাও রিজেক্টেড ।
সাকিব খানকে কস্মিনকালে কখনও ভালো লাগেনি, লাগবেও না :)

ঢুকি ভালো গান লেখে, সুর করে, আবার গায় । ঢুকির সাথে চেক করলেই হবে ।
মাইদুলের লেখা গান ঢুকির কণ্ঠে রেডি হলে আমরা সেটা শুনবো :)

৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ভাবলাম মোতালেব, কুদ্দুসের মত সাকিবকেও নামের কারনে অপছন্দ।

যারে ভাল লাগেনা সে নবজন্ম নিয়ে এলেও ভালোলাগবেনা।

হ্যা ঢুকি ভাই এর গান লেখা, সুর করা ও গাওয়া সবই ভাল। দেখা যাক কতটুকু কি হয়।

ধন্যবাদ আপুটি।

১৪| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৩

নতুন বলেছেন: কিশোরী বা তরুনী বয়সে মেয়েরা কি আসলেই এতো ভাবনা চিন্তা করে পছন্দের পুরুষের ব্যপারে?

কম বয়সে মানুষ Girl Next door এর প্রেমে পড়ে। :)

বয়সের সাথে সাথে জ্ঞান বাড়লে তখন সবাই ভালো মানুষ খোজে।

নতুবা একটা বয়স পযন্ত মন কি যে চায় বল, যারে দেখি লাগে ভালো.... =p~

৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হিসেব করে কি আর প্রেম হয়। কারো কারো ক্ষেত্রে হয়, অনেকে বেছে, টেছে প্রেম করে।

নতুবা একটা বয়স পযন্ত মন কি যে চায় বল, যারে দেখি লাগে ভালো- হ্যা এমন তো ভুরি ভুরি। তবুও পছন্দের ব্যাপার যার যার আলাদা।

ধন্যবাদ।

১৫| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: ছিলাম না মনিটরে।
মনিটর অন ছিলো।

সাইকেল চড়তে গিয়ে আর একটু হলে কোমর ভাঙ্গতাম বুড়া বয়সে।

সাইকেল বুঝিয়ে দিলো সব কাজ সবার নয়। সব কাজ সব বয়সের নহে। :(


যাইহোক হা হা মিররমনি তাই তো বলি তুমি আমার এত প্রিয় কেনো।

আমার আজীবন আমার টাইপ লোকজন ছাড়া কেউই আসলে প্রিয় হয়নি।

উপরে উপরে অবশ্য তারা বুঝতে পারেনি। :P

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাইকেল চালানো দারুন ব্যায়াম কিন্তু কোমর ভাঙ্গার ভয় থাকলে না চালানোই ভালো।

সব বয়সে সবটা চলেনা।

তুমিতো আপু বেশ সেয়ানা উপরে উপরে কাউকে কিছু বুঝতে দাওনা।

ভাল থাকবে।

১৬| ৩১ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নারীরাই ভাল বলতে পারবে,কি ধরনের পুরুষ তার পছন্দ।

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিবেদনে নারীদের ভাষ্যই তুলে ধরা হয়েছে।

১৭| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অধিকাংশ মেয়ের ক্ষেত্রে টাকা ওয়ালা পুরুষই সব চেয়ে আকর্ষনিয়।

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়রে টাকা সময়মত আলিনা। ধন্যবাদ।

১৮| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৩৮

সোহানী বলেছেন: উপরে শায়মা আরে মিরোর লিস্ট পড়ে হাসছি আর হাসছি।

খারাপ লিখেনি লেখিকা সানজানা।

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১৯| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩১

নেওয়াজ আলি বলেছেন: দরিদ্র মেয়েদের আবার পছন্দ অপছন্দ ??

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখ।

২০| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ওয়েল। সেটাই ভাল। ধন্যবাদ।

জ্ঞানী এবং পরিশ্রমী মানুষ খুঁজে পাই না। চারিদিকে ভন্ড মানুষ।

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা নিজেরা ভাল হলেই চারদিকে ভালটা ছড়িয়ে পড়বে। ধন্যবাদ।

২১| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ২:০৩

সোহানী বলেছেন: মন্তব্য বাকি আছে! মেয়েদের পছন্দের তালিকা দীর্ঘ হলেও পুরুষের পছন্দের তালিকা খুবই ছোট :P ..
১) এমন সুন্দরী যেন দেখলেই চোখ ট্যারা হয়ে যায় সবার
২) বড়লোক শশুড় চাহিবা মাত্রই শশুড় টাকার বন্তা ঢেলে দিবে জামাই বাবাজির মাথায়
৩) শিক্ষিতা চাকরী করে এবং মাসের বেতনের পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দেয়
৪) এমন স্মার্ট যেন বন্ধুদের স্ত্রীদেরকে বিট করতে পারে
৫) মুখে কোন রা করে না শত অত্যাচারেও
৬) সংসারের প্রতিটি কাজ করবে নি:শব্দে কিন্তু তার জন্য কেউ কিছু করবে না
৭) স্বামীকে অন্ধের মতো ভালোবাসবে স্বামী সব কুকামের খোঁজ জেনেও
৮) চাহিদাবিহীন একটা রোবট, শুধু দিয়েই যাবে নিবে না কিছু
৯) ধার্মিক, নামাজ রোজা মিস করে না, কঠিন বোরকাধারী

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আর কিছু বাকি থাকলে তার উত্তর দিবে শায়মা আরো মিরোরডল B-) B-)

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা সময়তো এমন ছিল মেয়েদের অবস্থা। তবুও কি শেষ রক্ষা হয়েছে, কত মেয়ে মরেছে অত্যাচারে। সময় বদলেছে েএসব কমেছে তবুও রয়েছে অনেক জায়গায়।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২২| ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ৭:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: মেয়েদের পছন্দের তালিকা নিয়ে পুরো একটা শতাব্দী বিতর্ক চলতে পারে, যুদ্ধ বাধলেও আমি অবাক হবো না। তবে খুব সম্ভবত পছন্দের বিষয়গুলো বয়সের সাথে সাথে নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই বেশ পরিবর্তন আসে। এর থেকে বেশী কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ ভাই।

২৩| ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫

মিরোরডডল বলেছেন:



ইফতি ঠিক বলেছে, সময়ের সাথে মানুষের চিন্তাভাবনায় এবং পছন্দে পরিবর্তন আসে ।

সোহানীপুর লিস্ট যথার্থ হয়েছে । এটুকুই না এরকম আরও কত চাওয়া, শুধু ছেলেদের না, মেয়েদেরও । মানুষের চাহিদার যেন কোন শেষ নেই । নিজে কি বা কেমন সেটা দেখে না, তার সাথে যাবে কি যাবে না সেটাও ভাবে না কিন্তু ডিম্যান্ড আনলিমিটেড ।

যাইহোক, গতকাল যা বলছিলাম কার কখন কাকে কেনো ভালো লেগে যায় কেউ বলতে পারেনা । যে জিনিস একটা ছেলে বা মেয়ে লাইক করেনা, সেটাও যখন প্রিয়জনের থাকে মানুষ ভালোবেসে মানিয়ে নেয়, ইগ্নর করে, ওভারলুক করে এটাই নিয়ম । তাই কি ভালো লাগে বা চাই সেটা আর না বলি ।

যেভাবে একজন পছন্দের পুরুষকে দেখতে চাইনা বা যা থাকলে সে পছন্দের পুরুষ হবে না সেগুলোই লিখি, ভিন্নমত থাকতেই পারে, আমার যা ভালো লাগে না তাই বলছি :)

• মিথ্যাবাদী
• অসৎ
• দুর্নীতিবাজ ( চোর )
• সুবিধাবাদী
• স্বার্থপর
• মানুষকে অসন্মান করে
• বাবা মাকে টেইককেয়ার করেনা
• unromantic
• নারীশিক্ষা বা নারীদের স্বাবলম্বী হতে বাধা দেয় বা সাপোর্ট করে না
• স্নব
• মাদকাসক্ত
• ধর্মীয় গোড়ামি
• কথায় কথায় সবকিছুর মাঝে ধর্মকে নিয়ে আসা
• চোখে সুর্মা দেয়া :)
• possessive and dominating
• গহনা পরা, specially piercing tongue & lips X((
• মেয়েলি কণ্ঠ
• কোমর দুলিয়ে হাঁটা :)
• চিবিয়ে চিবিয়ে কথা বলা, অর্ধেক কথা বলে আর অর্ধেক গিলে ফেলে বোঝা মুশকিল কি বলতে চায় :|
• lazy bum
• আতলামি
• ভণ্ডামি
• আমি কি হনূরে – মহা অপছন্দ X((

আজ নাহয় এটুকুই থাক । বাকিটা আপুরাই বলুক :)


০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম মহাবড় লিস্ট দেখছি। সুরমা দেওয়া কি অপরাধ হল আবার। আমি কয়েকজনকে দেখেছি সুরমা দিতে তবে এদের মধ্যে একজনকে খারাপ লেগেছে আর বাকিদের ভালই দেখা গেছে।

আপনার পাটনার সর্বগুণে গুনান্মীত হোক। ধন্যবাদ।

২৪| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

মিরোরডডল বলেছেন:




আই’ম নট লুকিং ফর পার্টনার :)
তারপরও উইশ করার জন্য মাইদুলকে থ্যাংকস ।

No one can be flawless.
দোষে-গুনে মিলেই মানুষ ।

আমি যেগুলো বলেছি, দু একটা স্পেসিফিক পয়েন্ট ছাড়া বাকিগুলো নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য । পার্টনারের মাঝে কোনও গুন না থাক সেও ভালো, কিন্তু মানুষ হিসেবে এই খারাপ দিকগুলো যেন না থাকে এটা মনে হয় সবারই প্রত্যাশা ।

ভালো থাকবে মাইদুল ।

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আসলে সংসার করতে গেলে দুজনার বোঝাপড়া জরুরী। ছাড় দেয়ার মানসীকতাও থাকতে হবে। আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.