নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কেন যেন সেই নৃশংস হত্যাকন্ডের ঘটনাটা মনে পড়ল

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪




ঘটনাটা ঘটেছিল ২০০১ কিংবা ২০০২ সালে আমি তখন হোস্টেলে থাকি। সকালের পত্রিকা পড়ছি এক সকালে। হঠাৎ আমাদের পার্শ্ববর্তী এক থানার খুনের ঘটনায় চোখ আটকে গেলো। রুদ্ধশ্বাসে পড়তে লাগলাম সেই কাহিনি-

সোনারচর নামক গ্রামের দরিদ্র এক কৃষকের জমি দখল করতে চায় এলাকার প্রভাবশালী এক ব্যক্তি। হুমকি, ধমকি ও টাকার লোভ দেখিয়ে যখন কাজ হলোনা তখন তাদের নামে মামলা করা হলো। তো সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য সকালে নাস্তা খেয়ে ছোট ছোট ছেলে দুটিকে মাঠে কাজ দেখিয়ে সেই কৃষক আর তার বউ গেলো কুমিল্লায়।

ফিরতে তাদের দেরি হয়ে গেল। দাউদকান্দি ট্রলারঘাটে আসতে বিকেল হয়ে গেলো। তাড়াতাড়ি বাড়ি যাবার জন্য তারা সিরিয়ালের ট্রলানে না উঠে রিজার্ভ ট্রলার নিল। ট্রলারে প্রায় ২ ঘন্টা লাগে সোনারচর যেতে। সময়টা বর্ষাকাল। সারাদিনের ক্লান্তিতে কৃষক ট্রলারের পাটাতনে ঘুমিয়ে গেলো আর তার বউ বসে বসে ঝিমোচ্ছে।

চারদিকে সন্ধ্যা যেন ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসছে তাদের উপর বিপদও বুঝি কেয়ামত নেমে এলো তাদের উপর। হঠাৎই ডেকসেট বেজে উঠলো সাথে প্রচন্ড জোড়ে গান। ট্রলারে থাকা লোকগুলো সবাই সেই প্রভাবশালীর ভাড়াটে খুনি। প্রথমেই কৃষককে মারতে শুরু করলো তারা। বলল-জমির সাধ মিটিয়ে দিব আজ। বেগতিক দেখে কৃষক যখন ওদের উপর চরাড় হলো অমনি ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকলো নিরীহ কৃষকের উপর। রক্তের বন্যা বয়ে গেলো ট্রলার জুড়ে। তার স্ত্রী তাকে বাঁচাতে চাইলে তার উপরও নেমে এলো বর্বরতা। তার গোপন অঙ্গে শরীরের শারী খুচিয়ে ঢুকানোর চেষ্টা করা হলো তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের আত্মচিৎকার শোনা যাচ্ছিলনা প্রচন্ড শব্দের গান বাজনার কারনে। নদী পথের নির্জন জায়গায় নৃশংস হত্যাকন্ডের শিকার হলেন দুজন মানুষ।


এদেকে ছেলে দুটি অপেক্ষা করতে করতে রাত নামলো তবুও তাদের বাবা মা ফিরনা দেখে তারা প্রতিবেশীর কাছে তা বললো। পরের দিন বিকালে অন্য এক কৃষক ক্ষেতে কাজ করছিল পাশেই কবরস্থান। সেখানে শেয়াল কি কুকুর কি যেন টেনে বের করার চেষ্টা করছে। সে এগিয়ে যেতেই প্রানীটি পালিয়ে গেল। সে দেখলো মানুষের হাত বা বের হয়ে আছে সে গ্রামে গিয়ে বলতেই লোকজন এসে মাটি খুড়ে ক্ষত বিক্ষত ‍কৃষক ও তার বউকে দেখে হতবাক হয়ে গেলো। এলাকায় আলোড়ন পড়ল জোড়া খুনের ঘটনায়। পত্রিকায় নিউজ হলো কিন্তু আসামি ধরা পড়েছে কিনা আজও তা জানা হলোনা।

ছবি-নেট থেকে নেওয়া।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্মৃতিময় লেখেছেন কবি দা

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজ হঠাৎ মনে পড়লো তাই লিখলাম।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

বিটপি বলেছেন: সব দোষ দরিদ্র কৃষকের - সে কেন প্রভাবশালীর সাথে পাঙ্গা নিতে গেল? জমি বড় না জীবন বড়?

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে কি জানতো তার জীবন এভাবে শেষ করে দিবে । খবই মর্মান্তিক ঘটনা ছিল। ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লেখা!

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন: ঘটনা মর্মান্তিক !

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এলাকায় এটা নিয়ে অনেক দিন আলোচনা হয়েছে। কি করুণ পরিণতি। ধন্যবাদ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ক্ষমতাবানরা নিষ্ঠুর হয়। ধর্মের মতো ক্ষমতাও খারাপ। ক্ষমতা মানুষকে পশু বানিয়ে দেয়।

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি এখানে ধর্ম টেনে আনলেন কেন ? সব ক্ষমতাবান এক নয়। ধন্যবাদ।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী নৃশংস হত্যাকান্ড এগুলোর বিচার হয় না :(

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক হত্যাকান্ডের সঠিক বিচার হয়না বলেই এমন ঘটনা ঘটে। ধন্যবাদ।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৯

ইসিয়াক বলেছেন: ক্ষমতার দম্ভ আর লোভের বশবর্তী হয়ে আমাদের দেশের কোন কোন মানুষ বিবেক বুদ্ধি হারিয়ে নৃশংস পশু হয়ে ওঠে। আসলে বিচারহীনতা এর জন্য দায়ী।
এই ঘটনাটিকে একটা গল্পের আকৃতি দিতে পারতেন তাহলে খুব ভালো হতো প্রিয় ব্লগার।

শুভ কামনা রইলো।

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজ সকালে ঘুম থেকে উঠার পর এই ঘটনাটা কেন যেন মনে পড়ল, তাই শেয়ার করলাম। ভবিষ্যতে এটা নিয়ে গল্প লিখবো। ধন্যবাদ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের অপরাধ দেশে প্রায় প্রতিদিন ঘটে থাকে।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আগে এত ছিল না দিন দিন বাড়ছে ?

৯| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আবার এলাম। মন্তব্য গুলো দেখলাম।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্ট কম মন্তব্য পড়েই সময় কাটে।

১০| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১১| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১২

নতুন নকিব বলেছেন:



দ্রুততম সময়ে প্রতিটি অপরাধের সঠিক এবং উপযুক্ত বিচার হলে অপরাধপ্রবনতা হ্রাস পেত।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। ধন্যবাদ।

১২| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

পুলক ঢালী বলেছেন: বড় মাছ ছোট মাছকে গিলে খাবে এই ন্যায় বোধ সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে। মানুষ গুলি মাছের চেহারা পরিত্যাগ করে মানুষ হয়ে উঠবে এমন কোন লক্ষন দেখা যাচ্ছে কি ?

(বরঞ্চ এই বোধের বিস্তৃতি ঘটেছে এখন আর এটা অর্থ সম্পদ বা জমি-জমায় সীমাবদ্ধ নেই সংখ্যা গড়িষ্ঠ ধর্মের মানুষ সংখ্যা লঘিষ্টের উপর আক্রমন চালাচ্ছে এটাই মাৎসন্যায়ের ভিন্নরূপ)

মাইদুল ভাই সুন্দর করে লিখেছেন। ১৯/২০ বৎসর আগের ঘটনার বর্তমান ফলাফল কি জানিনা কিন্তু সেই সময়ের পিতৃমাতৃহীন সেই শিশু দুটির কথা ভেবে ভীষন মন খারাপ হয়ে গেল।
ভাল থাকুন ভাই।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লোভে মানুষ ওমানুষ হয়ে উঠছে দিন দিন। শেষ পর্যন্ত আসামি ধরা পড়েছিল কিনা আমি জানিনা।

প্রশংসায় প্রীত হলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.