নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
নামে কি আসে যায় ? কথাটার সত্য মিথ্যার গভীরতা নিয়ে কখনো ভাবিনি। তবে একটি সুন্দর নাম সহজেই হৃদয়ঙ্গম হয়। দাগ কাটে। মনে থাকে। অল্প কজন মানুষ ছাড়া নিজের নাম নিয়ে মানুষ খুশি নয়, যেমন খুশি নয় হাতের লেখা নিয়ে, নিজের চেহারা নিয়ে। নিজেরটা নয় কেবল অপরেরটাই ভালো লাগে।
ঘটনাটা ২০০৮ কিংবা ২০০৯ সালের। তখন আমাদের এলকায় নৌযোগাযোগই প্রধান মাধ্যম ছিল মহাসরক থেকে কোন রাস্তা সরাসরি পাকা হয়নি। আমি আমার বোন ও একমাত্র ভাগ্নি যার নাম মম তাকে নিয়ে ট্রলারে দাউদকান্দি যাচ্ছি যেখান থেকে বাসযোগে ঢাকা যাব। তো ভাগ্নি পানি দেখে বেশ উৎফুল্ল। সে পানি ধরতে চায় আমি তাকে নাম ধরে ডেকে নিষেধ করি। এভাবে বেশ কবার তার নাম নেওয়ার কারণে পাশে বসা এক মহিলা আমার বোনকে বলল- আফা আমনের মাইয়ার নামডা কি ? ওর ডাক নাম মম। মহিলা বিষ্ময়ে বলল-মম মানে দুইডা ম। এইডা আবার কিমুন নাম ?
মহিলার কথা শুনে আমরা থ বনে গেলাম। এত সুন্দর একটা নাম বাছাই করে রাখলাম মহিলা বলে কিনা এইডা আবার কেমন নাম, জীবনেও শুনিনাই। মম নামে যে একজন অভিনেত্রী আছেন দেশে বোধ করি তিনি তা জানেন না। পরে তাকে বলা হলো ওর পুরো নাম -উম্মে হাবিবা মম।
মহিলা সেই থেকে যে ঝিম মেরে কি ভাবছেন বলা মুশকিল। আসলে নামে কি কছিু আসে যায় ?
ছবি নেট থেকে নেওয়া।
০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম সেটাই কথা ভায়া। নামের অর্থ আমরা অনেকেই খুঁজি । নাম যেমনই হোক কর্ম ই আসল কথা। ধন্যবাদ।
২| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: সত্যিই নামে কি আসে যায়- কর্মেই পরিচয়।
০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাই আসল কথা। ধন্যবাদ ভাই।
৩| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: এক অক্ষরের নাম আছে - আলিফ, বাংলা না, আরবি অক্ষর।
মম অর্থ আমার, অন্য কোনো অর্থও থাকতে পারে।
০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন। ধন্যবাদ।
৪| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো সুন্দর নামের দরকার আছে।
রোজ হাশরের ময়দানে ফেরেশতারা নাম ধরে ডাকবে।
০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: সঠিক নামে কি যায় আসে তবুও ভাবি আরবি হয়েছে নাকি নামের অর্থ কি
আসলে ভাবলে খুবি খারাপ লাগে------------