নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

তুমি কিন্তু কান্না করবানা

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১১



কন্যা ও তার মা নানুর বাড়ি ও দাদুর বাড়ি যাবে। লগডাউনে যখন আমার মেয়ে মালিহা জাফরিন ও তার মাকে মাইক্রোতে উঠিয়ে বিদায় দিয়েছিলাম তখন মেয়ের কি অভিমান, আমি যাচ্ছিনা বলে সে অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছে, এত ডাকছি কথাও বলছেনা। যেই মাইক্রোর দরজা বন্ধ করে দিলো এমনি সে জানালার কাছে এসে আমাকে ধরার জন্য, ছোঁয়ার জন্য সর্বপরি তার সাথে নেয়ার জন্য সেকি গুমরে গুমরে কান্না। জানালার কাচ সরিয়ে দেওয়ার সে কি ব্যর্থ চেষ্টা। আজ আবার সেই স্মৃতি মনে পড়ল।

আজ সকালে মা ও মেয়েকে বাসে তুলে বিদায় দিলাম। রাতেই তাকে বুঝিয়ে বলেছি আব্বু যাবনা, অফিস করতে হবে। তুমি কিন্তু বাসে কান্না করবানা। সাকালেও একই কথা বার বার বললাম। তো বিদায় বেলায় সে হাসিমুখে আমাকে টাটা ও আল্লাহ হাফেজ জানালো। আমারও মন বেদনায় ভারাক্রান্ত হলনা।

আসলেই সব সন্তানই মা-বাবার অনেক আদরের, অনেক আশা আকাঙ্খার। পরিণত বয়সে সব সন্তান যেন বাবা মার পাশে থাকে।


ছবি- মালিহা জাফরিন (নিজের তোলা।)

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাবার আদরের মেয়ে।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কন্যারা বাবার আর পুত্ররা মায়ের অনেক আদরের হয়। ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

জুল ভার্ন বলেছেন: বাহ চমতকার! শুভ কামনা।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। দোয়া করবেন।

৩| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১০

কবিতা পড়ার প্রহর বলেছেন: পিচ্চিরাও বুঝে যায় জীবনের বাস্তবতা।

আজ সে ঠিকই বুঝেছে।

অনেক আদর বাবুটার জন্য।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাস্তবতা বড় কঠিন। ঠিকই বলেছেন। ধন্যবাদ।

৪| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: সন্তানের চেয়ে প্রিয় দুনিয়াতে আর কিছু হয় না।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। ধন্যবাদ।

৫| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই এক বাস্তবতা মুখোমুখি বুঝার অনেক কিছু থাকে-----
আপনেরটাই বুঝে------কিন্তু

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দাদা।

৬| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সন্তান যে কী মায়ার জিনিস আহা । মা ডাক শুনলেই মন ভরে যায়

আল্লাহআপনার মেয়েকে নেক হায়াত দান করুন

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি তাই। আপনার দোয়া কবুল হোক। ধন্যবাদ আপু।

৭| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: কী সুন্দর!

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৮| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মামনিটার জন্য দোয়া রইল,আল্লাহ নেক হায়াত দান করুন।
কেমন আছেন ভাই? মনে পরে সেই সময়কার আড্ডার কথা, হেনা ভাইয়ের কথা বাকি সবাই কে কোথায় আছে কেমন আছে। সবার জণ্য শুভ কামনা। ভালো থাকবেন।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কত কত দিন পর সুজন ভাই। ভাল আছেন আশা করি। হ্যা মনে পরে সেদিন আড্ডা ঘরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু লিংটা বা পোস্টটা কোন ভাবেই পাচ্ছিনা আজ যাব। হেনা ভাই থাকলে আড্ডা ঘর জমজমাটা থাকতো। তিনি ভাল থাকুন ওপারে। ধন্যবাদ ।

৯| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মিষ্টি পরীর জন্য শুভকামনা রইলো।
আমারও দুই কন্য। ঘর থেকে বের হতে নিলেই ছোটটি জানতে চাইবে - কোথায় যাও? মাস্ক নিয়েছো?

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কন্যাদ্বয়ের জন্য ভালবাসা রইল। হ্যা মেয়েরা বাবার খুব যত্ন নেয়। আমার আমার জুতো ও মাস্ক এগিয়ে দেয় অফিসে যাওয়ার সময় । তাড়াহুড়া করে মাস্ক নিতে ভুলে গেলে বলবে বাবা মাস্ক নেও নাই। ধন্যবাদ।

১০| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৯

সোহানী বলেছেন: কিউটি পাই........

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু।

১১| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

ঢাবিয়ান বলেছেন: কিউট প্রিন্সেস

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

১২| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে একটা কবিতা লেখার চেষ্টা করছি।

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিখার পর জানাবেন। ভাল থাকবেন।

১৩| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি জানেন হয়তো আমার দুই কন্যা। ফারাজা এবং পরী।

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জানি পরিচয় আছে, ছবি দেখেছি। তারা আপনার দুই নয়নের আলো।

১৪| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন:




মালিহা জাফরিন


মলিহা জাফরিনের পিতা প্রীত তার
মিষ্টি হাসির বিদায়ে। কবি উচ্ছসিত
সুকন্যার ছবি হৃদে স্নেহে সুসজ্জিত
করে কাব্যিক মায়ায়। এ দৃশ্য অপূর্ব।
পিতা-মাতার সন্তান সেরা উপহার,
বিধাতার দানে প্রাপ্ত। হদয় আনত
সে দানে। সুকরিয়ায় হয় অবনত
মস্তক প্রভুর প্রতি, বিসর্জনে গর্ব।

মলিহা থাকুক সুখে তার জন্য দোয়া
অফুরন্ত। চিরকাল শুভকামনায়
তার সব মসিবত যাক তবে খোয়া।
মাইদুল সরকার পিতৃ মমতায়
চান তাঁর সন্তান গুণী হোক খুব
সে যেন জ্ঞানের জলে দেয় চির ডুব।

অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙগঙ চচ

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ে অভিভূত। আপনার সনেটে রেকর্ড হোক। ধন্যবাদ। শুভকামনা।

১৫| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

নীল-দর্পণ বলেছেন: অনেক আদর মামনিটার জন্যে।
"পরিনত বয়সে সব সন্তান যেন বাবা মার পাশে থাকে।" অন্তর থেকে এই দোয়া করি সব বাবা-মায়ের জন্যে। আমার বাচ্চাদের গর্ভে নিয়ে পুরোটা সময় বিভিন্ন রকম জটিলতায় যেই কষ্ট করেছি তাতে আমার মনে হয়েছে সবাই এই কষ্ট উপলব্ধি করতে পারলে কোন বাবা-মা আর কষ্ট পেতেন না।

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কন্যাদয়ের জন্য দোয়া রইল। হ্যা বাব মাকে যেন শেষ বয়সে কস্ট করতে না হয় সেই দোয়া কবুল হোক।ধন্যবাদ। শুভকামনা।

১৬| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৩

মরুর পথে বলেছেন: আপনার বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মালিহা সংক্রান্ত আমার পেষ্টে আপনার মন্তব্য প্রয়োজন। আমার পোষ্ট প্রথম পাতায় আসে না বিধায় হয়ত পোষ্টটি আপনার নজরে আসেনি।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখিত ভাই। ট্রেনিং এ ছিলাম তাই পোস্টটি খেয়াল করিনি। আমি ও আমার মেয়ে ভাগ্যবান যে আপনি আমাদের নিয়ে সনেট লিখেছেন। আমাদের নামে কবিতা আছে এরচেয়ে বড় কৃতজ্ঞতা আর কি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি এই নিয়ে পড়ে একটি পোস্টে দিব। আপনি ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন আর পৃথিবীর সবচেয়ে বেশি সনেট রচয়িতা হিসেবে রেকর্ড করুন সেটি চাই। আশা করছি দ্রুত সেভ হবেন। শুভকামনা।

১৮| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখিত প্রত্যাবর্তন অ্যাড দা রেট মোবাইলে অ্যানসার দেওয়ার সময় আপনার মন্তব্যটি মুছে গেছে। এই ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

১৯| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনাদের আদরের সোনামনিটার জন্য অনেক দোয়া রইলো। ওকে নিয়ে সনেট লিখার জন্য সনেট কবি কে ধন্যবাদ।
মালিহা জাফরিন এর ছবিটা খুব সুন্দর হয়েছে।
পোস্টে নবম প্লাস। + +

২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সনেট কবিকে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.