নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তবে প্রতিদিন একটি করে গল্প তৈরী হবেই হবে।
আপনি খেয়াল করবেন আপনার বাচ্চা ছেলে কিংবা মেয়েটি কত কান্ডকারখানাই না ঘটিয়ে চলছে।
ডায়রীতে লিখে রাখলে হয়তো ভবিষ্যতের কোন একদিন যদি সেই ডায়রী পড়েন তবে আপনি অবাক না হয়ে পারবেননা।
আর সে ডায়রী যদি আপনার সেই ছোট বাবুটি পড়ে হয়ে পড়ার সুযোগ পায় তবে সেতো রূপকথার এক জগৎ আবিস্কার করবে।
ব্লগার স্বপ্নবাজ সৌরভ এর একটি ফেবু পোস্ট পড়ে মন হলো সত্যিইতো প্রতিদিন শুধু একটি নয় অনেক গল্প তৈরী হচ্ছে-
সেদিন রাতে আমার কন্যা টিস্যু দিয়ে বানিয়ে ফেলল এক ফ্যাশনেবল ড্রেস। অথচ আমি অযু করে এসে বিছানায় ছড়ানো টিস্যু দিয়ে যেই
হাত মুছতে যাব অমনি সে খেয়াল করল তার টিস্যু আগের মত সাজানো নেই। তাই সে কান্না শুরু করল। আমি টিস্যু যথা স্থানে রেখে
বললাম-ভুল হয়েছে।
নামাজ শেষে করে দেখি সে তার সদ্য তৈরী করা টিস্যু ড্রেসটি পরেছে তার সাথে মিলিয়ে মাথার চুলেও সাজ দিয়েছে। মেয়ের ক্রিয়েটিভ
আইডিয়া দেখে নিজেই অবাক হলাম।
আমি ভাবলাম ছবি তুলে রাখি স্মৃতি হয়ে থাকবে। কিন্তু কন্যা ছবি তুলতে রাজি নয়। তাকে বুঝিয়ে রাজি করালাম এবং ছবি বন্দি হল
একটি গল্প।
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। মাঝে মাঝে দেবার চেষ্টা করবো। ভাল থাকবেন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বেশ বুদ্ধিমান অনেক বড় হোক
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনার দোয়া কবুল হোক।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: বাহ! চমৎকার। শুভ কামনা।
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো থাকবেন। ধন্যবাদ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গল্প তৈরি হবেই। অনেক গল্প এমন যে আপনি লেখার জন্য কোন ভাষা পাবেন না। শব্দগুলো অদৃশ্য হবে। সব কিছুথো আর লেখা যায় না।
স্বপ্নবাজ সৌরভের গল্পটাঃ
খুব সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়। রাশান রাজপুত্র সচরাচর ঘুমিয়ে থাকে। আজ দেখি জেগে গেল। আমি তখন রেডি হচ্ছি ।দেখে বলে, ' বাআআপ' । আমি বলি, 'অফিস যাচ্ছি বাবা। ' আমাকে ইশারায় ডাকে আদর করার জন্য। আমি বলি, 'তোমার জন্য কি আনতে হবে?' রাজপুত্র উত্তর দেয়, 'ডিম!' আমি অবাক হয়ে হাসি । ওর মা হাসে।
বাসা থেকে নামতে নামতে ইচ্ছে হলো পৃথিবীর সমস্ত ডিম কিনে ফেলি কিংবা একটা মুরগীর খামার দেই। বাবারা কি এভাবেই ভাবেন? প্রতিদিন যেন একেকটা গল্প তৈরী হয়। বাবাদেরও তো গল্প থাকে কারণ বাবারাও তো একদিন ছোট ছিল!
২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সেই পোস্টটা এখানে দেয়ার খুশি হয়েছি।
আসলে আপনার পোস্ট পড়েই আমার এই পোস্ট লিখার ইচ্ছে হলে। ধন্যবাদ।
আসলেই বাবারা এমন হয় সন্তান যা চায় বাবা তার সামর্থ ও সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেন আবদার পূরনের।
আপনার বাবুর জন্য দোয়া রইল। ভাল থাকবেন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৩
মৌরি হক দোলা বলেছেন: মাশআল্লাহ! অনেক ভালোবাসা রইল, মামনির জন্য।
২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দোলা। ভাল থাকবেন।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৩
জুল ভার্ন বলেছেন: মা শা আল্লাহ। এমন গল্প আমাদের সকলের ঘরে ঘরে জন্ম হোক। ❤️ +
২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রীত হলাম মন্তব্যে। শুভকামনা গুণী।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
ইসিয়াক বলেছেন: বাহ! দারুণ তো।
দোয়া রইলো। মা মণির জন্য।
২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের রাজীব নূর লিখছেন তার ছোট কন্যাকে নি।
২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা উনিতো একটা সিরিজ লিখছেন ছোট কন্যাকে নিয়ে।
ধন্যবাদ।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১
শেরজা তপন বলেছেন: চমৎকার!
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩
জ্যাকেল বলেছেন: খুব সুন্দর একটা দৃশ্য। ভাল লাগল।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জনাব।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার মেয়ের জন্য শুভকামনা রলো।
কৃযাণীর কাছেও তাঁর বাচ্চার হাজার গল্প আছে, কিন্তু তিনি লিখতে জানেন না।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনার জন্য ধন্যবাদ।
কৃষানী জানেনা বলে লিখতে পারেনা।
যারা লিখতে পারে তারাও লিখেনা।
বুঝা যাচ্ছে এই পোস্ট আপনার পছন্দ হয়নি। কৃষাণীর বাচ্চার গল্প লিখাও আমাদের দরকার।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় ভাই।
মাশায়াল্লাহ।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: অলাইকুম আসসালাম।
ধন্যবাদ প্রিয় নজসু ভাই।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: শুভেচ্ছা ছোট্ট সোনাকে। খুব সুন্দর হয়েছে। নিঃসন্দেহে ক্রিটিভিটি বৈকি।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল লাগলো আপনার কথা মালা।
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৬
সোবুজ বলেছেন: আল্লাহ পাক আপনার বাচ্চার মঙ্গল করুক।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দোয়ার জন্য।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:০৩
নেওয়াজ আলি বলেছেন: আর সেই গল্প সুখের
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সুখে থাকুন।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: শুভ কামনা।
২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: বাচচা মানেই নতুন কিছু ,নতুনের সম্ভাবনা।
বাচচা মানেই পবিত্রতা, জীবনের ক্লেশ-কদাচার থেকে মুক্ত জীবনের প্রতিচছবি।
বাচচা মানেই আধো আধো বুলির সাথে পরিবারে আনন্দ সাথে সাথে পরিবারের সকলের মাঝে এক অদৃশ্য সেতু বন্ধন।
আর সেই বাচচা যদি হয় মেয়ে - তাহলে ত আর কোন কথাই নেই।
বাবার রাজকণ্যা, মায়ের বন্ধু আর পরিবারের সবার নয়ন মনি।
রইলো অফুরান শুভ কামনা আপার আদরের রাজকণ্যার জন্য।
২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই। ধন্যবাদ।
শুভকামনা।
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪
ফয়সাল রকি বলেছেন: বাহ, বেশ ক্রিয়েটিভ তো!
০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪
বিটপি বলেছেন: মশাল্লাহ! এরকম গল্প আরো পাবার আশা রাখি। রাজীব নুর এরকম গল্প লিখে চলেছেন। আশায় আছি একসময় তা বই হিসেবে বের হবে।