নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

দ্যা গ্রেট বাংলা ছাগল(রম্য-রঙ্গ-২২)

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৩



বাবার পত্রিক সূত্রে আশফাক সাহেব এখন একটি বেসরকারি কোম্পানির মালিক। লেখাপড়ার জোর তেমন নেই কিন্তু চাপার জোর ষোল আনা। বিভিন্ন চ্যানেল দেখে ইদানিং তার মনে লোভ জেগেছে নিজের যদি একটা টিভি চ্যানেল থাকতো কতই না ভালো হতো।

যেই ভাবা সেই কাজ একদিন তিনি অফিসে মিষ্টি নিয়ে হাজির। সবাইকে মিষ্টিমুখ করালেন অফিসের সবাইতো অবাক বলা নেই কওয়া নেই হঠাৎ ধুমধাম করে কেন এই মিষ্টি খাওয়ানো। তার পরই জানা গেল আশফাক স্যারের মনের কথা তিনি সিদ্ধান্ত নিয়েছেন একটা বাংলা টিভি চ্যানেল খুলবেন কিন্তু নাম নিয়ে পড়েছেন বিপাকে।

নতুন টিভি চ্যানেলের জন্য একটি সুন্দর নাম প্রস্তাব করতে তিনি জরুরী মিটিং ডাকলেন। উপস্থিত সবাই যে যার মত করে নাম প্রস্তাব করলেন-

সবুজ বাংলা
বাংলা বি
স্বপ্ন চ্যানেল
দা আশফাক
সময়ের চোখ
নতুন কথা
আমাদের স্বপ্ন
চ্যালেঞ্জ চ্যানেল

কিন্তু কোন নামই তার মনে ধরেনা। একদিন, দুইদিন, তিনদিন যায় তিনি ভেবে চলেন আর ভেবে চলেন। তারপর হঠাতই একদিন বিকেলে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে উঠেন। ডিসেম্বর মাস, বিজয়ের মাস এ মাসেই তিনি ঘোষণা করবেন নতুন একটি বাংলা চ্যানেল যার নাম হবে দ্যা গ্রেট বাংলা চ্যানেল।

আশফাক সাহেবের প্রতিষ্ঠানের কয়েকজন বলাবলি করল এটা তো পুরোপুরি বাংলা নাম হয়নি কিন্তু আশফাক সাহেব কোন কথা কানে নেননি। দ্যা গ্রেট বাংলা চ্যানেল এর চেয়ে ভালো বাংলা নামের কোন চ্যানেল বাংলাদেশ নেই। তার এক কথা- এটাই হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল।

তার এহেন কান্ডের জন্য তিনি এখন অফিসে দ্যা গ্রেট বাংলা ছাগল নামে পরিচিত।

ছবি-নেট থেকে নেওয়া।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

জুল ভার্ন বলেছেন: প্লীজ বলে দিন-এটা পড়ে হাসতে হবে?

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না হাসতে হবেনা। ধন্যবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪০

জ্যাকেল বলেছেন: অসম্পুর্ণ রেখে দিলেন মনে হইতেছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাংলা ছাগলদের চিনে রাখুন। ধন্যবাদ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৪

সোবুজ বলেছেন: হাসিও আসছেনা কান্নাও আসছে না আর যেটা বাকি থাকে সেটা আসছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি । ধন্যবাদ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.