নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

নীল পাখি (ছবি ব্লগ)

০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭


পাখি আমাদের সবার কম বেশি প্রিয়।

সেই পাখি যদি হয় নীল রঙের তবেতো কথায় নেই।

চলুন আজ আঁখি মেলে দেখি কিছু নীল রঙা পাখি।

১।

তোমার ঐ নীল গায়ের পালক
দেখে পড়ে না চোখের পলক



২।

তোমার আমার ভালবাসা শেষ হবার নয়
প্রেম নিয়ে কেন লোকে মিছে কথা কয়।


৩।
শেষ হয়না নীল ময়ূরের যৌবন
তোমারে খোঁজে আমার এ মন।



৪।
আহা এমন যদি হত আমার আছে ডানা
পাখির মত উড়তাম কে করিত মানা।



৫।
আমি বসে আছি তোমারি আশায়
বেঁচে আছি তব ভালোবাসায়।



৬।
খড় কুটা দিয়া বানাইলাম এক বাসা
মনে আমার কত রঙিন আশা।



৭।
তোমার ঐ নীল চোখের আলো
বলনা তুমি সুখের কথা বলো।



৮।
পাখিরে তুই মনের খাঁচায় কেন দিসনা ধরা
তোর জন্য পাখি আমি কি যে পাগলপারা।



৯।
বুকে আমার ভালোবাসার পিপাসা
মিঠে না জল নদীর বিপাশা।



ছবি-নেট থেকে নেওয়া
ছড়া-নিজের সৃষ্টি।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ!

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: একধম চমৎকার ছড়া কবি দা ভাল থাকবেন----------

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো নীল পাখি কাব্য

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভকামনা।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮

জুন বলেছেন: প্রিয় নীল রঙে প্রিয় পাখিদের দেখে অনেক ভালো লাগা রইলো :)
+

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার প্রিয় রং নীল জেনে ভাললাগলো।

অনেক ধন্যবাদ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: পাখি গুলো খুবই সুন্দর।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পাখিকে সুন্দর বলাতে অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৯

নজসু বলেছেন:



প্রিয় ভাই, ছবি আর লেখা
অপূর্ব সম্মিলন।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় নজসু ভাই।

ভাল থাকবেন।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

কল্পদ্রুম বলেছেন: সুন্দর ছবি। ভালো লাগলো মাইদুল ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর আপনাকে দেখলাম। ধন্যবাদ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ছবি ব্লগ।++

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সুখে থাকুন।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: বিদেশী পাখি গুলো খাচায় বেশি দিন বাঁচে না কেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়তো এদেশের বদ্ধ পরিবেশের সাথে খাও খাওয়াতে পারেনা বলেই বেশি দিন বাঁচেনা।

ধন্যবাদ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৩

ঢুকিচেপা বলেছেন: চমৎকার পাখিদের সাথে আপনার পংতিগুলো দারুণ হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রশংসায় কৃতজ্ঞতা ভাই। ধন্যবাদ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৩১

ওমেরা বলেছেন: নিজের চোখে তো কত পাখিই দেখেছি কিন্ত এরখম নীল পাখি কখনো চোখে দেখিনি।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো এই আয়োজন। ধন্যবাদ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৭

জটিল ভাই বলেছেন:
লিখা ছবির চাইতেও জটিল। জটিলবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখা পছন্দ হওয়ায় আপনাকেও জটিলবাদ।

ধন্যবাদ।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




ওরে ও পাখী
কেন যে গেলি ডাকি
এ ভালোবাসা এখন
কোথায় যে রাখি!!!!!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ছড়াটাও সুন্দর হয়েছে কবি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.