নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
নাঈম জাহাঙ্গীর নয়ন। একজন ব্লগার, লেখক এবং কবি। নিজের রচিত কবিতায় নিজেই সুর দিতেন এবং গাইতেন। ২০১৯ সালে ব্লগে শেষ পোষ্ট দিয়েছেন ও ২০২০এর সেপ্টেম্বরে তিনি ফেসবুকের গ্রুপ লেখাজোকায় সর্বশেষ পোস্ট দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন তিনি অনুপস্থিত। ফেসবুকে ও ব্লগে তার লেখা বা পোস্ট চোখে পড়েনি আর। আজ হঠাৎ ফেসবুকে নীরা নিরুপমার পোস্টে জানতে পেলাম ভাইয়া এই পৃথিবীতে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ গাফুরুর রাহীম তাকে ক্ষমা করুন এবং জান্নাতের উচ্চতর মাক্বামে স্থান দিন।
https://www.facebook.com/1684681591858102/posts/3180472688945644/?app=fbl
উপরোক্ত লিঙ্কের মাধ্যমেই তার ইন্তেকালের খবর সুনিশ্চিত হয়েছি। তিনি ইন্তেকাল করেছেনও প্রায় তিনমাস হয়ে গেছে! অথচ জানতেও পারিনি। এভাবেই একে একে হয়তো অজান্তেই হারাবো আমরা সবাই একদিন।
বন্ধু তুমি চলে গেছো জীবনের ওপারে
রেখে গেছো কবিতায় বিরহের হাহাকার
যে প্রেম বিপন্ন বিস্ময় খুঁজিয়াছ জীবন ভর
সে প্রেম এখন সমাধিতে স্থির অতিথি নতুন ঘর
চিরতরে ছেড়ে গেছো আকাশ-বাতাস জোছনা আলো
পরিবার-পরিজন স্ত্রী-সন্তান যারে বাসিয়াছ ভালো
কত কথা বলার ছিল হয়নি বলা ব্যস্ততায়
আর বলবে না কভু কথা দামি কিংবা সস্তায়
একদিন হঠাৎ মৃত্যুদূত হাজির হবে নিয়ে সমন
প্রাপ্তির হিসাব শেষের আগে শেষ হবে জীবনের পরিভ্রমণ
তুমি চলে গেছো নিখিলের সমস্ত দাবি ছেড়ে
ব্যথা আর নীল বিষ নিচ্ছে মোদের হৃদয় কেরে
ভালো থেকো বন্ধু সুখে থেকো জান্নাতের বাগিচায়
মরনের পরে একদিন হয়তো দেখা হবে হায়।
আপডেট :
তিনি জাতীয় কল সেবা ৯৯৯ এ কর্মরত ছিলেন তার রুমমেট থেকে জানা যায়-
সকলে তার গ্যাস এর ব্যাথার কারনে একটু আওয়াজ করছিল,আমিও ঘুমে ছিলাম,আওয়াজ শুনে উঠে বললাম ভাই বেশি ব্যাথা হচ্ছে?হমম বলে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় পাকার মাঝে শুয়ে পরে,তারপর আমি বললাম ভাই খালি গায়ে শুয়ে পরলে ত আরও খারাপ লাগতে পারে,সে বলে না লাগবে না পারলে একটু আমার হাত পা টিপে দে,আমি তার হাত পা টিপতেছি সে বলল এখন একটু ভাল লাগতেছে,আর খেয়াল করে দেখলাম শরীর কেমন জানি বরফের মত ঠান্ডা লাগছে,আমি ৯৯৯এ কল করি এম্বুলেন্স এর জন্য,তারপর আমার রুমের আরও কিছু ছোট ভাইদেরকে ডাক দিলাম তারাও আসল,হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু বলে ঘোষণা দেয় ডক্টর।
ব্লগার রাকু হাসান তার পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছেন ।সমবেদনা জানিয়েছেন । জাহাঙ্গীর নয়ন ভাই বাবা-মা , স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন । তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় । তার ছেলে নবম শ্রেণীতে অধ্যয়নরত। সামহোয়্যার ইন ব্লগ থেকে আমরা জানাচ্ছি তার পরিবারকে গভীর সমবেদনা । তারা যেন এই শোক কাটিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
অকালপ্রয়াত এ ব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়ের পরিবারের জন্য রইল মানসিক , শারীরিক ও আর্থিক কল্যাণ এর দোয়া।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: খবরটা শোনার পর ও পড়ার পর মর্মাহত হয়েছি তার এই সকালে চলে যাবা খুবই বেদনার।
২| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ একজন ভাল ব্লগার হারালো । ওপারে শান্তিতে থাকুন উনি। ধন্যবাদ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০১
কাবিল বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন।
আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করুন।
এই মাত্র শায়মা আপুর ফেবু পোস্টে জানতে পারলাম।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: উনার পরকালীন শান্তি কামনা করছি। শায়মা আপুর পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৫
ইসিয়াক বলেছেন:
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: বছরের প্রথমে বেদনাদায়ক সত্য সামনে এলো।
অনন্তের ওপারে ভালো থাকার কামনা। ধন্যবাদ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব নয়ন ভাইয়ের খবরটি পেয়ে আমি মর্মাহত। শুরুতেই বিশ্বাস করতে পারছিলাম না। কয়েকজনের সাথে কথা বলে বুঝতে পারি খবরটি অমুক নয়, নয়ন ভাই আর আমাদের মধ্যে নেই। মনে পড়ে শেষের দিকে ওনার সব পোস্ট ও কমেন্টগুলো কেমন যেনো বিষন্নতায় ভরে থাকতো।ব্যক্তিগত ভাবে আমি বেশ কয়েকবার ওনার এই মানসিক অবস্থা পরিবর্তনের জন্যে আশাবাদী কমেন্ট করেছি। ব্লগের বাইরেও ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। নুতন করে কবিতা বা গান লিখতে পারছেন না বলে হতাশার কথা জানিয়েছিলেন। আমার ক্ষুদ্র জ্ঞানে ওনাকে এসব নিয়ে বিচলিত না হয়ে স্বাভাবিক কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখতে অনুরোধ করেছিলাম।
সেই মানুষটির চলে যাওয়ার খবর কিছুতেই মানতে পারছিনা। আশাকরি এই মুহূর্তে ব্লগের সকলেরই আমার মতো অবস্থা। নয়ন ভাই আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২০১৯ সাল পর্যন্ত তারুন একটিভ ছিলেন ব্লগে নয়ন ভাই।
তার এই অকালে চলে যাওয়ায় কিছুতেই মেনে নেওয়া যায় না ।
খুব মিস করবো তার প্রেমের কবিতা , বিরহের কবিতা গুলো ।
মিস করবো ওনার সুন্দর সুন্দর কমেন্ট গুলো।
দুঃখ এই যে কোনদিন আর কোন কবিতা নিয়ে আমাদের সামনে আসবেন না প্রিয় ভাই।
পরকালীন জীবনে শান্তি কামনা করছি।
ধন্যবাদ।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩
রাকু হাসান বলেছেন: আল্লাহ্ নয়ন ভাইকে জান্নাত নসিব করুক।শায়মা আপুর পোস্টের মাধ্যমে প্রথম জানার পর থেকেই মনটা বিষাদে
ভরে গেল।২০ সালটা গভীর ক্ষত রেখে গেছে।
যেভাবে পরলোকগমন করেন।
খুব সকলে তার গ্যাস এর ব্যাথার কারনে একটু আওয়াজ করছিল,আমিও ঘুমে ছিলাম,আওয়াজ শুনে উঠে বললাম ভাই বেশি ব্যাথা হচ্ছে?হমম বলে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় পাকার মাঝে শুয়ে পরে,তারপর আমি বললাম ভাই খালি গায়ে শুয়ে পরলে ত আরও খারাপ লাগতে পারে,সে বলে না লাগবে না পারলে একটু আমার হাত পা টিপে দে,আমি তার হাত পা টিপতেছি সে বলল এখন একটু ভাল লাগতেছে,আর খেয়াল করে দেখলাম শরীর কেমন জানি বরফের মত ঠান্ডা লাগছে,আমি ৯৯৯এ কল করি এম্বুলেন্স এর জন্য,তারপর আমার রুমের আরও কিছু ছোট ভাইদেরকে ডাক দিলাম তারাও আসল,হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু বলে ঘোষণা দেয় ডক্টর
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: তথ্য শেয়ার করার জন্য প্রথমেই ধন্যবাদ আপনাকে ।
আশা করি ভাল আছেন ।
বিনা মেঘে বজ্রপাতের মত ই নয়ন ভাইয়ের মৃত্যু সংবাদটা এলো আমাদের কাছে।
খুব মিস করবো অকাল প্রয়াত এই ব্লগার ও কবি কে।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগের মডারেশন টিমের কাছে পোস্টটিকে শোকজ্ঞাপন করে স্টিকি করা যায় কিনা, অনুরোধ রইলো।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকবেন পদাতিক দা।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭
রাকু হাসান বলেছেন: উপরে মন্তব্য টি তাঁর সহকর্মীর।
আপডেট
নাম্বার সংগ্রহ করে, পরিবারের সাথে যোগাযোগ করেছি। একমাত্র ছেলে রেখে গেছেন।সে এবার জেলা স্কুলে নবম
শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে।প্রয়াত নয়ন ভাইয়ের সহধর্মিণী, মা-বাবা সুস্থ আছেন।
আমাদের সমবেদনা জানিয়েছি। তাঁরা আমাদের নিকট দোয়ার আবেদন রেখেছেন।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে নয়ন ভাই এর পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছেন জেনে খুব ভালো লাগলো ।
আল্লাহ যেন পরিবারটিকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।
আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাত দান করেন সেই কামনা করছি ।
ভালো থাকবেন রাকু ভাই।
৯| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সংবাদটা বজ্রপাতের আঘাতের মতোই বুকে লাগলো। তিনি খুব অ্যাক্টিভ ও জনপ্রিয় ব্লগার ছিলেন। তার সাথে আমারও পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা খুব গভীর ও আন্তরিক ছিল। খুবই শোকাহত হলাম।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার শোকাহত পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত -তিনি অ্যাক্টিভ ও জনপ্রিয় ব্লগার ছিলেন।
তার প্রেমের কবিতা, বিরহের কবিতা আর পড়তে পারব না নতুন করে সেটাই বড় দুঃখের কথা।
ওনার আত্মার মাগফেরাত কামনা করছি ।
ধন্যবাদ ।
ভালো থাকবেন।
১০| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: নঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়ের একজন সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম উনি কিভাবে মারা গেলেন তার প্রতি উত্তরে তিনি যা লিখেছেন তার স্কিনশট এটানঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়ের একজন সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম উনি কিভাবে মারা গেলেন তার প্রতি উত্তরে তিনি যা লিখেছেন তার স্কিনশট এটা
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যাঁ ভাই মৃত্যুর সংবাদটা শুনে এমনিতেই মর্মাহত ছিলাম তার উপর তিনি এভাবে মারা গেছেন জেনে আরো খারাপ লাগছে ।
এত অল্প বয়সে এত কম সময়ে হঠাৎ সব ছেড়ে ওপারে চলে গেলেন।
মৃত্যুই আমাদের শেষ পরিণতি।
উনার জন্য এখন দোয়া ছাড়া আর কোন উপায় নেই।
ভালো থাকবেন ওপারে নয়ন ভাই।
ধন্যবাদ আপনাকে তারেক ভাই।
১১| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫
শায়মা বলেছেন: ইদানিং ব্যস্ত সময় কাটছে। ফেসবুকে খুব কম ঢোকা হচ্ছে। হঠাৎ আজ ঢুকতেই আহমেদ দুহা ভাইয়া আমাকে জানালো ভাইয়ার মৃত্যুর এই খবর। তিনিও আজই জেনেছিলেন। তিনিই আমাকে অনুরোধ করেছিলেন ব্লগে বিষয়টি জানাতে।
আসলেই দুদিনের এই ভুবনে কে কখন স্মৃতি হয়ে যায় আমরা জানিনা ।
ভালো থাকুক ভাইয়া না ফেরার দেশে।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেসবুকে আপনার পোষ্ট পড়েই প্রথম জানতে পারলাম এই হৃদয় বিদারক ঘটনার কথা ।
সত্যি অনেক মিস করবো নয়ন ভাই কে আমরা যারা উনার সাথে ব্লগিং করেছি ।
মৃত্যুই একমাত্র মুক্তির জীবন থেকে ভালো থাকুক ওপারে উনি।
আপনিও ভালো থাকবেন।
১২| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে ক্ষমা করে দিন এবং বেহেশত নসীব করুন!
উনি ভীষণ আবেগী ছিলেন। জীবনে প্রেয়সীকে না পাওয়ার বেদনায় জর্জরিত ছিলেন। নিজে প্রেমের কবিতা লিখে নিজেই সুরারোপ করে দরাজ কণ্ঠে গাইতেন এবং ইউটিউবে আপলোড দিতেন। ওনার কয়েকটা ইউটিউব লিঙ্কে আমি মন্তব্য করেছিলাম, সেজন্য উনি অনেক সকৃতজ্ঞ ধন্যবাদ জানিয়েছিলেন।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাত বাসী করেন এই দোয়া করছি ।
না পাওয়ার বেদনা থেকেই হয়তো তাঁর কাব্যে এমন প্রেমের আকুতি বিষাদ ছুঁয়ে থাকতো।
তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৫১
কালো যাদুকর বলেছেন: ইন্না লিল্লাহ হে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। খুবই দুঃখ জনক।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই দুঃখজনক। ধন্যবাদ।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:২০
নেওয়াজ আলি বলেছেন: মরণ কঠিন সত্য । এমন অকাল মরণ খুব ব্যথিত করে। গভীর সমবেদনা উনার পরিবারকে।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।ধন্যবাদ আপনাকে।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০০
ঈশান মাহমুদ বলেছেন: ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবন মানেই মৃত্যুর মাধ্যমে শেষ পরিণতির দিকে যাওয়া ।
ধন্যবাদ।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৫
সোহানী বলেছেন: তোমার পোস্টটা এড করে দিয়েছি আমার পোস্টে।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন তরুণ প্রাণের বিদায় মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।
পোস্ট এড করে ভালো করেছেন আপু ।
ধন্যবাদ।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২
জুল ভার্ন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে ক্ষমা করে দিন এবং বেহেশত নসীব করুন!
যে সময়টা আমি ব্লগিং ছেড়ে দিয়েছিলাম-সেই সময়ের ব্লগার হওয়ায় নঈম জাহাঙ্গীর নয়নকে আমি চিনতাম না, তার কোনো পোস্ট পড়ারও সুযোগ হয়নি।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার আগের পোষ্ট গুলোতে উনি প্রায়ই মন্তব্য করতেন ভালো একটা সম্পর্ক হয়েছিল।
এখন শুধু দোয়া আর স্মৃতির মাধ্যমে স্মরণ ।
ধন্যবাদ।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
নাঈম জাহাঙ্গীর নয়নকে আল্লাহ বেহস্ত দান করুন।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিন।
২০| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৬
অর্ক বলেছেন: আমি একেবারে বিমূঢ় হয়ে পড়লাম জেনে! চমৎকার সম্পর্ক ছিলো আমাদের। নিয়মিত মন্তব্য করতো। বেশ ভালো বোঝাপড়া ছিলো। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে। বিশাল মনের মানুষ ছিলো। শিল্পীরা যেমন হয়ে থাকে।
আমার ছোটোবেলায় চিত্র নায়ক জসিম’র হার্ট এ্যাটাকে আকস্মিক মৃত্যু হয়। চা খেতে খেতে মৃত্যু। চা খেয়ে শুটিংয়ে যাবার কথা ছিলো! যাই হোক সে সময় সমস্ত রংপুর শহর ছেয়ে গিয়েছিল সাদাকালো এক পোস্টারে। সেখানে নায়ক জসিম’র হাস্যোজ্জ্বল ছবির নিচে লেখা ছিলো,
“মানব জীবন পদ্ম পাতায় শিশির বিন্দু টলমল
আমার কথা ভাবিয়া বন্ধু ফেলিয়ো না চোখের জল”
মনে পড়ে গেলো। সত্যি তাই। অল্প কয়েক বছরের বড়ো আমার থেকে। এটা বড়ো অসময় তার প্রস্থানের। ভালো থাকুক ওপারের দুনিয়ায়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা থাকলো।
অনেক ধন্যবাদ পোস্টটির জন্য। ভালো থাকবেন।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই খুবই বেদনাদায়ক ।
এত তাড়াতাড়ি ওপারে চলে যাওয়া ।
ওনার সাথে ব্লগে ভালো একটা সম্পর্ক ছিল।
খুব মিস করব । আসলেই কবিতার ওই দুটি লাইনের মতই মানব জীবন খুবই অস্থায়ী ।
আপনিও ভালো থাকবেন । ধন্যবাদ।
২১| ০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৮
রাকু হাসান বলেছেন:
মাইদুল ভাইয়া ধন্যবাদ আপনাকে। এডিট করতে পারেন।তাদের বাসা ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আবারো ধন্যবাদ রাকু ভাই।
২২| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নয়ন ভাইয়ের এমন করে চলে যাওয়া যদিও সহ্য হচ্ছে না কিন্তু সবাইকে একদিন চলে যেতে হবে। আল্লাহ নয়ন ভাইকে জান্নাত বাসি করুন। তার হায়্যাতি জীবনের কোন ভুল থাকলে ক্ষমা করে দিন। তার পরিবার পরিজনদের এই শোক সহ্য করার ক্ষমাতা দান করুন।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুজন ভাই আশা করি ভাল আছেন ।
একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে কিন্তু নয়ন ভাই বড় অসময়ে চলে গেছেন ।
আড্ডা ঘরের সেই স্মৃতি মনে পড়ে যায়।
আরো অনেক কথা মনে পড়ে যায় ।
ওপারে ভালো থাকবেন এই আশা রাখি ।
ধন্যবাদ।
২৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮
নতুন নকিব বলেছেন:
তার চলে যাওয়া কষ্টের। তার মাগফিরাতের দুআ করছি।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাত বাসী করেন ।
ধন্যবাদ।
২৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগছে না ভাই।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: মাত্র কিছুদিন আগে আমার স্ত্রী ও সন্তান অসুস্থ থেকে সুস্থ হয়েছে তার ওপর আবার ব্লগের এই নক্ষত্র নয়ন ভাই চলে গেলেন চারিদিকে শুধু মৃত্যু আর হাহাকার ।
ভালো লাগেনা তবুও ভাবি যতক্ষণ নিজে ভালো থাকবো ততক্ষন পরিবার ভালো থাকবে তাই ভালো থাকার চেষ্টা করি।
পৃথিবী বড় কঠিন এখানে আমি না থাকলে আমার পরিবারকে দেখার মত কেউ নেই , যতই মানুষ সান্ত্বনা দিক না কেন তাই ভাই নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন ।
ধন্যবাদ।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৭
ঢুকিচেপা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এভাবে হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয়।
উনার আত্মার মাগফিরাত কামনা করছি।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ যেন উনাকে ক্ষমা করে দেন জান্নাত নসিব করেন।
ধন্যবাদ আপনাকে ভাই।
২৬| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৬
মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ ভাইয়াকে ক্ষমা করে জান্নতুল ফেরদাউস দান করুন।
১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন। ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
ইন্নালিল্লাহ....................
অত্যন্ত দুঃখজনক এই তরুন বয়সে এভাবে চলে যাওয়া! কি হয়েছিল তা না জানলেও এখন থেকে নয়নকে যে আর ব্লগে দেখা যাবেনা তা এই মর্মান্তিক খবরটিতে জানা হলো।
সৃষ্টিকর্তা তাকে সবকিছু থেকে মুক্ত করে তার চীর শয়ানকে শান্তিময় করুন।