নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা নিয়ে উক্তি ও কিছু কথা

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১




আত্মহত্যা ভাবনা একবার হলেও ‍উকি দিয়ে যায় অধিকাংশ মানুষের জীবনে। আত্মহত্যা কখনো সমস্যার সমাধান নয়। তাই এ বিষয়টি নিয়ে জানতে হবে, বুঝতে হবে, জানাতে হবে, সচেতন হতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে প্রতি বছর সারা পৃথিবীতে আট লক্ষেরও বেশি মানুষ আত্মহত্যা করে নিজের জীবন শেষ করার পথ বেছে নেন। এর অর্থ প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করে থাকেন। এছাড়াও আরও বহুগুণ মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন। আত্মহত্যার দিক দিয়ে যেসব দেশ প্রথম সারিতে রয়েছে-গায়ানা, উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া,শ্রীলঙ্কা,লিথুয়েনিয়া।

বিশ্বে আত্মহত্যার হারে বাংলাদেশের স্থান দশম-২০১৫ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে আত্মহত্যার হার ঝিনাইদহে সবচেয়ে বেশি।



আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’
— সুরা নিসা, আয়াত : ২৯


যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেয়া হবে।
— সহীহ বুখারী


আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।
— নেপোলিয়ন বেনাপোর্ট


সভ্যতাগুলো আত্মহত্যার মাধ্যমেই নিশ্চিহ্ন হয়ে যায়, হত্যার কারণে নয়।
— আরনোল্ড টয়েনবি

আত্মহত্যার চেয়েও বড় কাপুরুষতা হলো আত্মহত্যাকারীকে আত্মহত্যা এর মুখে ঠেলে দেয়া।
— অ্যাশলেই পার্ডি


আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান।
— ফিল ডোনাহিউ


আত্ম সমালোচনার সবচেয়ে বাজে উপায় হলো আত্মহত্যা।
— রবার্ট হেইনলেন

আত্মহত্যা খারাপ এর সম্মুখীন হওয়ার হারকে কমিয়ে দেয় না, বরং আপনার জীবন থেকে ভালো কথাটি মুছে দেয়।
— ভিক টুয়েনটিস


আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।
— আল গ্রিন

আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না বরং সমস্যার সমাধান এর জন্য চেষ্টা চালিয়ে যান।
— হেইলেই উইলিয়ামস


সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন।
— ইমানুয়েল ক্যান্ট



আশার আলো একবার ডুবে গেলেই যে আত্মহত্যা করতে হবে এমন কিছু নেই, মনে রাখবেন সূর্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঠিকই আলো দেয়।
— জাকারিয়া মাসুদ


আত্মহত্যা কখনো ব্যাথার অবসান ঘটায় না বরং এটি তা অন্য কারোর উপর চাপিয়ে দেয়।
— অস্কার ওয়াইল্ড



তথ্য ও ছবি কৃতজ্ঞতা-বিবিসি বাংলা, dw.com ও ইন্টারনেটের বিভিন্ন উৎস।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২১

জুল ভার্ন বলেছেন: যখন আর কোনো উপায় থাকেনা-তখনই আত্মহত্যা করে কিম্বা আত্মহত্যা করতে উদ্ভুদ্ধ হয়।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবেগ ও মনকে কন্ট্রোল করতে পারলেই আত্মহত্যা থেকে বেঁচে থাকা যায়।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

২| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব ‍সুন্দর এক বিষয় সুন্দর ভাবে তুলেধরেছেন সত্যই আত্মহত্যা মহাপাপ কবি দা ভাল থাকবেন------

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও এই মহাপাপ করে চলেছে মানুষ। ধন্যবাদ আমরা সাবধান থাকি এ বিষয় থেকে।

৩| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ নিজেকে নিজের হাতে মেরে ফেলে কিভাবে । কী ভয়ংকর

সুন্দর পোস্ট

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহনশীলতা সয্যের সীমা ছাড়ালে , জীবনের সব কিছু তুচ্ছ মনে হলে, আবেগ বিবেককে পরাস্ত করলে তখন আত্মহত্যার ঘটনা ঘটে।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৪| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২

সিগনেচার নসিব বলেছেন: আত্মহত্যা আসলে দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার চুড়ান্ত ফলাফল। আমাদের দেশে সিন্ড্রোম তৈরি হওয়ার সময় খেয়াল করে কাউন্সেলিং/চিকিৎসা পরের হিসাব, পদে পদে এমন পরিস্থিতি তৈরি করা হয় যে সুস্থ মানুষও আত্মঘাতী উন্মাদে পরিণত হয়ে যেতে পারে! আত্মহত্যা কেউ আসলে শখের বশে করে না। এর জন্য অনেক কারণ দায়ী।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শখের বসে করেনা কিন্তু যে কারণে করে টিকে থেকে সে নিজেরই দেখতে পারে সময়ের সাথে সাথে সমস্যাটি কত ক্ষুদ্র ও হাস্যকর । সুন্দর মতামত দিয়েছেন। শুধু একক কোন কারণ দায়ী নয় অবশ্যই, অনেক কারণ যুক্ত হয়ে এই নির্মম পথটি বেছে নেয়।

ধন্যবাদ।

৫| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আত্মহত্যা হচ্ছে কোন একটি সমস্যার কাছে হেরে যাওয়া । একটু খেয়াল করলে বুঝতে পারবেন , পৃথিবীতে কোন সমস্যাই স্থায়ী নয় । এখন যে সমস্যার মুখোমুখি হয়ে উপায়ন্ত না দেখে আত্ম হত্যা করতে ইচ্ছে করছে । সময়ের সাথে সাথে সেটি কেটে যেতে বাধ্য । পরবর্তী সময়ে সেটিকে খুবই ক্ষুদ্র বা হাস্যকর মনে করে হাসি পেতে পারে । তাই ধৈর্য ধারণ করা হচ্ছে সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ ।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

সময়ের সাথে সাথে সেটি কেটে যেতে বাধ্য । পরবর্তী সময়ে সেটিকে খুবই ক্ষুদ্র বা হাস্যকর মনে করে হাসি পেতে পারে । তাই ধৈর্য ধারণ করা হচ্ছে সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ । এ কথাটি তারাই বুঝতে পারবে যারা আত্মহত্যার জন্য একদা প্রস্তুতি নিয়েও ফিরে এসেছিল।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬

জটিল ভাই বলেছেন:
আত্মহত্যা মানেই আত্মাকে হত্যা নয়। বরং আত্মার জন্য মৃত্যু পরবর্তী চিরস্থায়ী আজাবের বন্দোবস্ত :(

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। তবে তখন আর কিছু করার থাকেনা হাজার আফসোস করেও শুধু আজাব ভোগ করা।

ধন্যবাদ।

৭| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৩

সোবুজ বলেছেন: পাপ পুন্ন জানি না,তবে খারাপ কাজ।

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইসলাম ধর্মমতে আত্মহত্যা মহাপাপ। খারাপ কাজতো বটেই।

ধন্যবাদ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা।

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে আত্মহত্যা করে সে নিজেকেই হত্যা করে সেহিবে আপনার কথা ঠিক আছে।

ধন্যবাদ।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০৩

রোকসানা লেইস বলেছেন: নিজের জীবন শেষ করে দেয়া সাহসের ব্যাপার। কতরকম কারণে মানুষ আত্মহত্যা করে।
বিদেশে দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠান থাকে নিজেকে শেষ করে দেয়ার এটম্পেট নেয়াদের রক্ষা করার, আশা ভরষা দেয়ার জন্য।
গত দুই বছরে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে বলেও জানা যায়।
মানুষ জীবনটাকে চালিয়ে নেয়ার শক্তি অর্জন করুক। কত পঙ্গু, অসুস্থ মানুষ জীবন যাপন করে অথচ সুস্থ সবল মানুষ সুন্দর জীবনটাকে শেষ করে দেয়, কেন যে।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনা মহামাহিতে আত্মহত্যার হার বেড়েছে।

দুঃখ , কষ্ট, সুখ সয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবন।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.