নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

উকুন, পুঞ্জাল,পুঞ্জ, লিক...... ও শব্দবিভ্রাট

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৮


কন্যাকে নিয়ে রাতে যখন শুনেছি তখন আমাদের মোবাইলে সামুর শেষ পোষ্ট ও ফেসবুকের আপডেট পোস্ট দেখা শেষ। লাইট বন্ধ হয়ে গেছে , অন্ধকার, ঘুমানোর চেষ্টা। হঠাৎ করে কন্যা বলে উঠলো পুঞ্জো। আমার মাথায় পুঞ্জো। আমার মাথায় পুঞ্জো হাঁটে। কন্যার মা বলল- কি বলছো তুমি এসব পুঞ্জ আবার কি? আজ সারাদিন পুঞ্জ পুঞ্জ বলেছ। আমি বললাম মনে হয় উকুন এর কথা বলছে। ছোট্ট উকুন অর্থাৎ পুঞ্জালের কথা বলছে।

কন্যার মা বলল আমি মনে করেছিলাম নিচের দোকানদারের মেয়ে কুঞ্জর কথা বলছে । এখন বুঝতে পারলাম । মনে হয় উকুন হয়েছে মাথায় । এত শ্যাম্পু করার পরেও উকুন আসে কোথা থেকে? মোবাইলের লাইট জ্বালিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে মাথায় বিলি কাটতে বসল এই রাত দুপুরে।

ছোট উকুনকে পুঞ্জাল বলে তারও ছোটটাকে লিক বলে আর একদম পরের ধাপ হচ্ছে খুশকি । বাবু পুঞ্জাল শব্দটা বলতে পারছেনা তাই পুঞ্জো বলে বুঝাতে যাচ্ছিল কিন্তু শব্দবিভ্রাট এর জন্য বুঝা যাচ্ছিল না আসলে কি বুঝাতে চাচ্ছে।

মহাসমারোহে দুটো পুঞ্জকে মারার পর তবেই ঘুমাতে যাওয়া হল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

বিটপি বলেছেন: আমরা আঞ্চলিক ভাষায় বলি পুইজলা। আমার মাথায় একবার হয়েছিল - যখন আমার মেয়ের জন্ম হয়। একবার ভেবেছি মাথা কামিয়ে ফেলব। পরে দেখি এমনি এমনিই চলে গেছে।

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জানা হলো আপনাদের এদিকে পুইজলা বলে।

ধন্যবাদ তথ্য শেয়ারে।

২| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬

জগতারন বলেছেন:
পুইজলা !
মানে ছোট্ট উকুন, যা এখনও পূর্ন বয়ষ্ক উকুন-এ রূপান্তরিত হয়নি। ।

লিক !
উকুনের ডিম, যা ফুটে উকুনের বাচ্চা হবে।
পরে পুজলা ও পূর্ন বয়ষ্ক উকুনে রূপান্তরিত হবে।

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উকুনের ঝাড়ে বংশের সুন্দর বর্ণনা। ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: উম, উকুন হওয়া ভালো না, সব দূর করার ব্যবস্থা করুন।

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই ভ্রতা উকুন নাশ করার ব্যবস্থা করিব।

ধন্যবাদ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৬

জুল ভার্ন বলেছেন: উকুনের বাচ্চাকে ঢাকাইয়ারাও পুইজলা বলে।

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও কয়েকটা আঞ্চলিক নাম জানলে বেশ হতো।

ধন্যবাদ আপনাকে।

৫| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরাতন ঢাকার একাংশের ভাষায় পিচ্চিগুলো লিক আর বড়গুলো জুই :-B

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর তথ্য দিয়েছেন ।

ধন্যবাদ ভােই আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.