নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আহা এই ছবিখানার ন্যায় এমন করিয়া যদি লিখিয়া যাইতে পারিতাম মনের কথা তবে না হয় জীবনকে স্বার্থক ভাবিতাম। লিখিতে পারি না মনের যত কথা, সে যে নিজের প্রাণে বাজে কত বড় ব্যথা, কেন পারিনা লিখিতে সব মনের কথা ?
বিবিধ কারণ আসিয়া অক্টোপাশের ন্যায় হাত পা জড়িয়া বাধে, মনুষ্য জন্মের দায়িত্বের যে বোঝা চাপাইয়াছে কাধে, হইা ছাড়িয়া কেমন করে দিবশ ও রজনী লিখবো ভাবিয়া!
সময়ের সমরে, সংসারের মহারণে ব্যস্ততার বাতাবরনে আটকাইয়া কাহাতক আর লিখতে পারা যায়। হায়! লিখিতে পারা যায়?
সংসার, সন্তান, গৃহিণী, বন্ধু-বান্ধব, বাস্তব দুনিয়া, সোশ্যাল মিডিয়া সবাই সমম্বরে কহিছে সময় দাও, সময় দাও মোরে। আমি কেমন করে লিখিবো এতসব ময়ের হা করা মুখ বন্ধ করিয়া, সমেয়ের এহেন হিসবা-নিকাশ মিঠাইয়া দিয়া।
তাইতো মনের কথা রহিয়া যায় মনে, দুঃখের নীল বিষ বিষাইয়া উঠে প্রাণে।
আপনাদেরও এইরূপ হইতেছে নাকি, পাঠক ভাবিয়া কহেন দেখি.........................
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন ধন্যবাদ।
২| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৫
জ্যাকেল বলেছেন: আহা: দারুণ হইত তা হইলে।
৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখা যাক সেই দারুনকে সম্ভব করা যায় কিনা।
ধন্যবাদ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুশ্চিন্তা বাদ দিয়া লিখিতে শুরু করিলেই হইয়া যাইবে।
৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিদিনই লেখার চেষ্টা করিয়া যাইতেছি । ধন্যবাদ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখিতে পারিবেন আগত দিনগুলোতে দোয়া করিয়া দিলাম
৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: দোয়া কবুল হোক। আপনার জন্য শুভকামনা।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১
জুল ভার্ন বলেছেন: আহা! তাহা হইলে কতোইনা মজা হইতো!
৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন সুন্দর মধুক্ষণ জীবনে আসুক প্রতিটি লেখকের। ধন্যবাদ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: লিখিয়া যান, থামিবেন না।
৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: থাকিতে চাই না তবু থামতে হয়। ধন্যবাদ ভাইয়া পুলকিত হুলুম।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৪
জটিল ভাই বলেছেন:
জামাতে সামিল হওরে ইশাতে এখনো জামাতে আছে স্থান.......
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম । এখও সময় আছে, তাইতো লেখা লিখে চলেছি।
ধন্যবাদ ভাইয়া।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৭
নেওয়াজ আলি বলেছেন: কয়েকদিন ভালো বই পড়েন । চিন্তামুক্ত থাকুন।
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: আপনি Sleep Apnea তে ভুগছেন। নেসাল ক্যানেলের কনজেশন থেকে এই রোগ হয়।এতে আপনার শরীরে পরিমিত অক্সিজেন সাপ্লাই পাচ্ছেনা। আপনি আসলে ঘুমাচ্ছেননা,তন্দ্রার মধ্যে আছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব কিছুইনা। বরং ছবিটা দেখে আমার এই ভাবনা উদয় হয়েছে যা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি মনে করি লেখা ঈশ্বরের দান তিনি চাইলেই লেখা বের হয় ...শুভ ব্লগিং