নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
বাংলাদেশের নির্বাচনে হোক সেটা জাতীয় পর্যায়ে নির্বাচন কিংবা ইউপি নির্বাচন সহিংস ঘটনা না ঘটলে, রক্ত আর লাশ না দেখলে বাঙালির নির্বাচন যেন নির্বাচন মনে হয় না । এইতো চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে প্রাণ গেল ১৩ বছর বয়সের কিশোর মোহাম্মদ তাসিবের। একমাত্র ছেলেকে হারিয়ে বাবার সেকি আহাজারি, বুকফাটা কান্না, এমন হৃদয়বিদারক ছবি পত্রিকা খুললেই আমরা দেখতে পাই।
কি দোষ ছিল তাসিবের ? সে তো কোনো পক্ষের ছিল না । সেতো নির্বাচন নিয়ে মাথা ঘামায় নি ।ভোটকেন্দ্রের নিকটেই তার বাসা এটাই তার অপরাধ এজন্যই কি তাকে প্রাণ দিতে হলো। যারা কিশোরসহ মানুষ হত্যা করেছে নির্বাচনের নামে তাদের বিচার কে করবে? এরকম ঘটনার জবাবদিহিতা কি এদেশে কোনদিন নিশ্চিত হবে না? হায় দেশ , হায় জাতি , আফসোস!
আজকের পত্রিকাতে আরো দেখতে পেলাম প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য , পরাস্ত করার জন্য , শেষ করার জন্য বন্দুক হাতে নিয়ে গুলি ছুড়ছে দুই যুবক পাশেই কিছু লোক জড়ো হয়ে তামাশা দেখছে । নির্বাচন মানেই কি আমাদের কাছে বুলেট বারুদের গন্ধ , সহিংসতায় লাশ আর রক্তের মাখামাখি,স্বজনের আহাজারি । আমরা কবে বেরিয়ে আসবো এই বীভৎস সংস্কৃতি থেকে যতদিন বেরিয়ে আসতে না পারব ততদিন আমি ভোট না দেওয়ার পক্ষে।
ই-ভোটিং চালু করলে কেমন হয় ভোটাররা ঘরে বসেই ভোট দিবেন আর নির্বাচনী কর্মকর্তা কর্মচারীগণ কেন্দ্রে বড় পর্দায় ভোট গ্রহণ করবেন। একদিকে যেমন থাকবে স্বচ্ছতা অন্যদিকে থাকবে না সহিংসতা । প্রাণ যাবে না কারো , কোন মায়ের কোল খালি হবে না ,কোন বাবার কাঁধের সন্তানের লাশ উঠবে না । সে দিনের প্রত্যাশায় নতুন স্বপ্ন নতুন বাংলাদেশ।
ছবি প্রথম আলো'র সৌজন্যে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আইন করতে হবে কোন ভোটার কে ভোট দিতে বাধা প্রদান , ভোট দিতে জোর করা হুমকি প্রদান ভয়-ভীতি দেখানো লোক দেখানো এ ধরনের অভিযোগ পেলেই 999 এর মতন সেবা চালু করে সেখানে ফোন দেওয়া মাত্রই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া তবেই ভোটের পরিবেশ পাল্টাবে।
ধন্যবাদ প্রবাসী ব্লগার।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮
নাহল তরকারি বলেছেন: এই নির্বাচন করে কি লাভ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: লাভ ক্ষমতায় থাকা আর কিছুই নয়। ধন্যবাদ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬
সোনাগাজী বলেছেন:
আপনার ভাবনা অনুসারে 999 সেবা চালু করলে, ভোটের দিন কত কোটী টেলিফোন কল আসবে, কত কোটী পুলিশের দরকার হবে গ্রেফতার করার জন্য, কত কোটী গ্রেফতার হবে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা হটলাইন নম্বর থাকবে প্রথমে কল অনেক আসলেও গ্রেফতারের সাথে সাথে রিমান্ডে নিলে আতঙ্ক সৃষ্টি হবে এবং অন্যায়কারী ভয় হলেও অন্যায় থেকে কিছুটা বিরত থাকবে অবশেষে সুফল পাওয়া যাবে । কোটি, লক্ষ , হাজার সংখ্যা বলে কোন লাভ নেই নতুন নতুন পদ্ধতি এপ্লাই করে দুর্নীতি ও সহিংসতা কমিয়ে আনা আসল কাজ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ১৩ বছরের বাচ্চা জবাই হয় ইউপি নির্বাচনের মতো অর্থহীন অপ্রয়োজনীয় পরিকল্পনাহীন নির্বাচনে ! এটা ভোট না চার পাচ বছর পরপর ঘটা নিধারিত ক্রাইম , অনেকটা হলিউডি মুভি দা পার্জ এর মতো - দিন নিধারণ করে খুন খুনি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: এধরণের ক্রাম অবিলম্বে বন্ধ হোক, সাধারণ মানুষে জানে বাঁচুক।
ক্ষমতার মজা নিবেন আপনারা সাধারণ মানুষ ক্যান জীবন দিবে, একবার ভেবু দেখুন ক্ষমতাবানেরা।
ধন্যবাদ।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৫
নেওয়াজ আলি বলেছেন:
চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সোমবার সকালে আ.লীগর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখে মনে হচ্ছে দেশ স্বাধীন করতে নেমেছে।
এদেরকে ধরে পাতে হায়ে গুলি করা করা দরকার।
হায় ভোট, পাকায় কেবল ঘোট!
ধন্যবাদ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: সামান্য চেয়ারম্যান নির্বাচনে তিন কোটি টাকা খরচ করে একজন প্রার্থী।
এই চেয়ারম্যান নির্বাচন থেকে আওয়ামীলীগ আয় করে সাড়ে তিন হাজার কোটি টাকা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
টাকা লোভ, ক্ষমতা, -----অন্ধ করে দিচ্ছে বিবেক, মানবতা।
ধন্যবাদ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: টাকার খেলা। ধন্যবাদ।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: আমার কেন দুনিয়ায়র কোনো কিছুর প্রতি লোভ হয় না?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: লোভে পাপ পাপে মৃত্যু।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৯
জটিল ভাই বলেছেন:
পৈশাচিক আনন্দ
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই দুঃখ-কষ্ট বাঙালির কবে মোচন হবে।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: বাংলাদেশ-বাংগালী জাতী এবং আমরা বড়ই আবেগপ্রবণ এবং মানুষও আমরা অনেক ভাল ও সংখ্যায় বেশী । আর তাইতো আমাদের বিবেক থেকে আবেগ বেশী চলে।
আর আবেগের বশে বিবেকের অধঃপতনে আমরা দু একটা বা দশটা-বিশটা খুনের সাথে অভ্যস্ত।আর নির্বাচনে যদি দু একটা লাশ না পড়ে তাহলে নির্বাচনে যে হচছে তা মানুষ কিভাবে বুঝবে?
কারন, ভোট দেইতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হয়না । আর ভোটের দিন মানুষ এখন বাইরে বেরও হয়না । আর তাই লাশ পড়লে খবর হয় আর তাতেই বুঝা যায় নির্বাচনের আমেজ ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লাশ পড়ার দিন শেষ হোক।
সুন্দর মানবিক বাংলাদেশ কাম্য।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৫
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশে ঘরে বসে ভোট দিতে দিলে, ভোটটা কে দেবে, ভোটার নাকি দলের ক্যাডারেরা?