নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

==কাঁঠালচাঁপা চঞ্জু==

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩১





শরীরের তিল গুলো স্পর্শ পেয়ে কাঁপছে
অথচ দীর্ঘকাল প্রহর গুনেছে মাহেন্দ্রক্ষণের
মনে রেখো লজ্জাবতী ভুলে যায়না লাজ
তা বৃষ্টির স্পর্শ হোক কিংবা ভারী বাতাসের
বিগত চুম্বনগুলো প্রজাপতি হয়ে উড়ে গেছে
তাই মুখের মানচিত্রে ঠোঁটের আলতো ছোঁয়া
জলরঙে আঁকা শৈল্পিক চিত্রকর্মের প্রতিচ্ছবি।


চৈত্রের দুপুরে বুকের পশম ঘামে ভেজা
নাগরিক জীবনে শ্রম আর কামের মঞ্জরীআয়ন
জোনাকির মতো জ্বলে নিভে দিবাগত পাপ ক্ষয়
স্বপ্নের ভেতর আরেক নতুন স্বপ্নের বিজ্ঞাপন
কবিতা পড়ার প্রহরে জোছনার অনুপস্থিতি
মৈথুন আনন্দ থেকে কিঞ্চিৎ সুখ বঞ্চিত
চাঁদ জাগা নিশি রাতে একজোড়া দম্পতি।


চোখের ভেতর প্রেম আর কামনার আগুন
প্রতিশ্রুতির সাথে গভীর রাতের অপেক্ষা
ভেঙে দিতে চায় শিরার অন্তর্গত রক্ত
ছায়া-কায়ার অদ্ভুত শ্লীল অশ্লীল খেলায়
ভোগ-উপভোগের গল্প সবায় পেতে চায়
পাটিপাতা উঠানের মতন পেতে দাও কপোল
অধীর হয়ে আছে তৃষ্ণায় কাঁঠালচাঁপা চঞ্জু।


ছবি-নিজের আঁকা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া কবি দা ফাল্গুনের শুভেচ্ছা রইল

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি। আপনাকেও শুভেচ্ছা শতত।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

জুল ভার্ন বলেছেন: খুব ভালো হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ছবি ও কবিতা দুটাই সুন্দর হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.