নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্যথিত নীলাভ চোখ-৩

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৩



চন্দ্রমল্লিকার সাথে বাতাসের কথন
ব্যথিত যুবকের নীলাভ চোখে-
ঝড়ে পরে ব্যর্থতার তীব্র হাহাকার
নীলিমা অপরাহ্নে চলে গেলে দূরে
বুঝবে সে প্রিয়জন কে ছিল আপন।

অন্ধকার সময় হননের ধ্রুপদী গানে
অতীতের ফেলে আসা ভুলের কলরব
শালিক ফিরেছে খড়কুটোমুখে নীড়ে
আচমকা মোমের আলো নীভে গেলে
কে খুঁজে ফিরে হায় জীবনের মানে।

চান্দের আলো বাহিরে তবু ঘর অন্ধকার
হিসেবের প্রতি ঘরে কেন এত গড়মিল
মনে পড়ে আজ তার পানপাতা মুখ
সে যে এনেছিল মুঠবন্দী একমুঠো সুখ
হারিয়ে বুঝি সেইতো ছিল আপন আপনার।


ছবি নিজের তোলা।

ব্যথিত নীলাভ চোখ-২


ব্যথিত নীলাভ চোখ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা মনে হয় সহজ। এজন্য বাংলাদেশে বহু মানুষ কবিতা লিখেন। অথচ দেখেন আমি কবিতা লিখতে পারি না। কেন পারি না বলেন তো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখে মনে হতে পারে কবিতা লিখা সহজ । আসলে তা নয়। হাবিজাবি লিখলেই কবিতা হয়ে যায়না। লেখার মত একটা কবি মন থাকা চাই তারপর চেষ্টা ও লেগে থাকা।

আপনি যে একেবারে কবিতা লিখতে পারেননা তা নয়, চেষ্টা করুন।

ধন্যবাদ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বেশ লেখা ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

রানার ব্লগ বলেছেন: আচমকা মোমের আলো নিভে গেলে
কে খোজে হায় জীবনের মানে



আসলেই কেউ খোজে না !!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: যখন প্রিয়জন ছেড়ে চলে যায় তখন জীবনের মানে খোঁজার মত মানসিকতা থাকেনা। এতটাই শকটড থাকে প্রেমিক সেটাই বুঝানো হয়েছে।

ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.