নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরী হয়-২

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৪




প্রতিদিন একটি করে গল্প তৈরী হয়। সে গল্পের কারিগর আমার কন্যা, সে গল্পের নায়িকাও সে।

কন্যা আমার সাজতে ভালোবাসে । তা যে সে সাজ নয় একেবারে ম্যাচিং করে সাজতে হবে। গতকাল রাতেই কথাই বলি-
নীল রঙের জামা পরেছে এখন এটার সাথে ম্যাচিং করে নীল জুতো পরেছে, নীল রঙের মালা খুঁজে বের করে এনে গলায় পরলো তারপর ঝুটি বাঁধার জন্য কোথা থেকে নীল রঙের ক্লিপ ও রাবার এনে ওর মাকে বলল চুলে ঝুটি বেঁধে দাও। দেখছো সব ম্যাচিং করেছি কথাটা বলেই একটা তৃপ্তির হাসি ফুটে উঠে ওর মুখে। আমরা তো হাসতে হাসতে শেষ ওর কান্ড দেখে।

ভাবলাম একটা ছবি তুলি আমি বুদ্ধি করে নীল রঙের মোড়ার উপর উঠিয়ে ছবি তুলতে যাবো সে নেমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে ছবি উঠানোর জন্য পৌঁছে দিল। কন্যাশিশুরা বুঝি এমনই হয় সারাক্ষণ সাজগোজ, পোশাক-আশাক নিয়ে ব্যস্ত, পুতুলের খাওয়া-দাওয়া, গোসল করানো, ঘুমপাড়ানো, পড়ালেখা করানো কত যে মনোযোগ দিয়ে দিনভর এসব পালন করে সত্যি সেটি আনন্দের এক খোড়াক।

যখন তখন মেকআপ, স্নো, পাউডার, নেইল পলিশ তা হোক বড়দের সেগুলো দিয়েই সেজে ফেলবে চুপি চুপি। যতই বারণ করি দিতে শুনবেনা। একান্ত বাধা দিলে কান্না করে অস্থির হয়। ইদানিং শুধু নিজেই ম্যাচিং করে পড়বে না ওর সাথে আমাদের ম্যাচিং করে পড়তে হবে কি যে বায়না, কি যে আবদার।

ভাল থাকুক কন্যা আমার, ভালো থাকুক আপনার ঘরের শিশু সন্তান।


প্রতিদিন একটি করে গল্প তৈরী হয়


মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫

সোবুজ বলেছেন: কন্যা শিশুরা এমন হয় না আমরা এমন করে গড়ে তুলি।তার মাথায় ডুকেয়ে দেই যে সে কন্যা।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৭:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিশুরা অনুকরণ প্রিয় যা দেখে তাই শিখে । কই আমি তো কখনো তাকে সাজতে বলিনি সে নিজ থেকেই এগুলো করে। ধন্যবাদ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২

ফয়সাল রকি বলেছেন: দোয়া রইলো পিচ্চিটার জন্য।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৭:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

মাস্টারদা বলেছেন: চিক চিক করে হাসির ছড়ারা ও মুখে নীপ-খুকী
মুখ করে ভার লাজে জড়সড় ওঠেনি চন্দ্রমুখী।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৭:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার দারুন এই কাব্যিক মন্তব্য পুলকিত হলাম। ধন্যবাদ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




আপনার মেয়েটি বেশ মিষ্টি। ছবিতে মুখের অভিব্যক্তিতে দুষ্টুমির ছোঁয়া আছে।
এমন কন্যার তো প্রতিদিন একটিই নয়, অনেকগুলো গল্প তৈরী করার কথা!

ভালো থাকুক কন্যা আপনার..........................

০১ লা মার্চ, ২০২২ সকাল ৭:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন কবি আসলেই প্রতিদিন অনেক গল্প তৈরি হয় যা লিখে বা ভাষায় প্রকাশ করা সম্ভব না তাই মাঝে মাঝে একটা দুইটা গল্প আপনাদের সাথে শেয়ার করব।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২০

গরল বলেছেন: আমার মেয়ে ঠিক এর উল্টোটা, সাজগোজের ধারে কাছেও নাই, এমনকি মাথার চুলটাও আঁচড়াতে চায় না। খেলাধুলা, গেম, ট্যাব, বই, ছবি আঁকা, মিউজিক, সাইকেল, রোপ, স্কেটিং এসব নিয়েই ব্যাস্ত। আপনার মেয়েটা অনেক মিষ্টি, অফুরন্ত আদর ও ভালোবাসা রইল।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৮:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেক বাচ্চা একেক রকম। আপনার কন্যা' ভালো সুন্দর কাজে ব্যস্ত আছে ওকে ওর মতোই থাকতে দিন। আপনার মেয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

প্রশংসা ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভাতিজি খুবই মিষ্টি দেখে মনে হচ্ছে বড় শান্ত মেয়ে। অনেক শুভেচ্ছা রইলো ভাতিজিকে।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৮:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমনিতে বেশ শান্ত কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাপারে বেশ একরোখা।

ধন্যবাদ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ছোট কন্যাটিও খুবসাজতে পছন্দ করে।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি।
সুন্দর ও আনন্দে থাকুক আপনার কন্যা সারাটি জীবন।

ধন্যবাদ।

৮| ০১ লা মার্চ, ২০২২ রাত ১২:১১

শায়মা বলেছেন: আমিও ছোটবেলায় মা কিচেনে গেলেই লিপস্টিক ভেঙ্গে ফেসপাউডার গুড়া করে, কুমকুমে কাঁঠি ঢুকিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করতাম।

০১ লা মার্চ, ২০২২ সকাল ৮:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাজুগুজু আপনি তখনো ভালবাসতেন এখনো ভালবাসেন। ডাবল ধন্যবাদ শৈশবের স্মৃতি শেয়ার করায়।

৯| ০১ লা মার্চ, ২০২২ ভোর ৬:১২

সোহানী বলেছেন: ওরে বাপরে!! এ দেখি কঠিন বিউটিশিয়ান!

আমার মেয়েতো আরেক কাঠি উপরে ছিল। আমার ড্রেস পড়ে ঘুরে বেড়াতো সাথে সাজগোজতো আছেই। যা সে এখনো করে !!

০১ লা মার্চ, ২০২২ সকাল ৮:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কন্যাশিশুর এমন দুষ্টামি বাবা-মার মনে আনন্দ বইয়ে দেয়। আপনার মেয়ের জন্য শুভকামনা রইল ।

ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০২২ ভোর ৬:৫৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুক সব শিশু। শুভ কামনা ও দোয়া রহিল

০১ লা মার্চ, ২০২২ সকাল ৮:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইল।

১১| ০১ লা মার্চ, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: কন্যার জন্য অফুরন্ত শুভ কামনা।

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল থাকুন সবসময়।

ধন্যবাদ ও শুভ কামনা।

১২| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গল্প তৈরীর কারিগর আরও এমন হাজারো গল্প প্রতিদিন তৈরী করে চলুক দোয়া রইলো মিস্টি এই গল্পের নায়িকার জন্য।

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেছেন। ভাল থাকুন সবসময়।

ধন্যবাদ।

১৩| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১৪| ০১ লা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: এমনিতে বেশ শান্ত কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাপারে বেশ একরোখা।

এখনের সময়ে শান্তের মাঝে নৈতিক একরোখামিটা বড্ড প্রয়োজন। দোয়া রইল।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দোয়া কবুল হোক। ধন্যবাদ ভ্রাতা।

১৫| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

নীল-দর্পণ বলেছেন: কন্যার সাথে ম্যাচিং করে পেছনের দেয়ালটাও লিপস্টিক দিয়েছে !:#P

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই। ভাল থাকবেন আপু। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.