নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অস্ত্র হাতে যুদ্ধে নামলেন মিস ইউনিভার্স ইউক্রেন

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১৬




যে দেশ একদিন তাকে মিস ইউক্রেন বানিয়েছে আজ সেই প্রিয় দেশ যখন আগ্রাসনে আক্রান্ত তখন শুধু সৌন্দর্য ও গ্লামার নিয়ে বসে থাকেননি আনাস্তাসিয়া লেনা। অস্ত্র হাতে শত্রু মুক্ত করতে নেমে পড়েছেন যুদ্ধের ময়দানে। ইচ্ছে করলেই পাড়ি দিতে পারতেন অন্য দেশে কিন্তু দেশপ্রেমিক লেনা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত।

রাশিয়ান হামলায় বিধ্বস্ত ইউক্রেন। চারদিকে শুধু ধ্বংস স্তুপ। রাশিয়ান আক্রমণকে প্রতিহত করতে এখন প্রাণপণ লড়াই চালাচ্ছে ইউক্রেন। সেনার পাশাপাশি সাধারণ নাগরিকদের হাতে বন্দুক তুলে দিয়েছেন দেশটির সরকার।


শুধুমাত্র সাধারণ মানুষই দেশের মহিলা সাংসদ থেকে শুরু করে ছাত্র, কেউ কালাশনিকভ বা কেউ মলোটভ ককটেল দিয়ে রুশ আগ্রাসন প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। হাই হিল, রেড কার্পেট ছেড়ে হাতে কালাশনিকভের মত মারাত্মক অস্ত্রতুলে নিয়েছেন মিস ইউক্রেন ।


প্রতিবেদন-

রুশ সামরিক অভিযান থেকে মাতৃভূমিকে রক্ষায় ইউক্রেনের বহু নারী অস্ত্র হাতে পুরুষদের পাশাপাশি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। এবার এ তালিকায় যুক্ত হলেন দেশটির সাবেক মিস ইউক্রেন-২০১৫ বিজয়ী আনাস্তাসিয়া লেনা।

সম্প্রতি, নিজের টুইটার অ্যাকাউন্টে অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। ধারণা করা হচ্ছে, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে ছবিটি তুলেছিলেন।

বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার এ আহ্বানে পুরুষদের পাশাপাশি হাজারো নারী সাড়া দিয়েছে। তারা অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছে। ইতোমধ্যে,হাজারো নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে।

ইউক্রেনে প্রায় ৩৬ হাজার অস্ত্র চালনায় প্রশিক্ষিত নারী সদস্য রয়েছে। বিশ্বের অন্যতম সশস্ত্র শক্তিশালী নারী বাহিনীর অধিকারীও ইউক্রেন।

বহু পরিবার নিজেদের ছেলে সন্তানের পাশাপাশি কন্যা সন্তানকেও যুদ্ধে পাঠাচ্ছে। যেকোনো মূল্যে রুশ আগ্রাসন থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বদ্ধপরিকর তারা।

সময়ই বলে দিবে কি হবে এই যুদ্ধের শেষ পরিণতি। যুদ্ধ নয় শান্তির সুবাতাস বহুক বিশ্বের প্রতিটি দেশে।




তথ্য সূত্র ও ছবি ঃ ঢাকা টাইমস।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:২২

জুল ভার্ন বলেছেন: কোনো ফিলিস্তিনী মহিলা/শিশু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একটা পাথর ছুড়লেও জংগী হয়ে যায়!

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা ফিলিস্তিনীরা নিজ ভূমে পরবাসী। এর জন্য দায়ী ইসরাইল ও আমেরিকা। দেশ ও নিজেকে বাঁচানোর অধিকার সকলের রয়েছে।

২| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: যখন দেখবেন নিজের টুইটার (বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায়) এমন ছবি এসেছে, তখন বুঝবেন এটাকে পাবলিক স্ট্যান্ট বলে! যুদ্ধ চলতেছে, আপনার পোষ্ট মতে প্রাণপন যুদ্ধ। মানুষ টুইটারের জন্য পোজ দিয়ে ছবি তোলার সময় পায় কোথায়?

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতেও পারে আরার নাও হতে পারে কারণ এ যুগটাই মিডিয়ার ‍যুগ যেখানে প্রতিদিন কি খায়, না খায় তা পোস্ট দেয়, সেখানে যুদ্ধে যাচ্ছে পোস্ট দিবেনা। এখনতো মানুষ লাইভে এসেও মরে যাচ্ছে সেটাতো মিথ্যা নয়।


ধন্যবাদ।

৩| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ওরাও জানে।
রাশিয়া সাধারণ নাগরিকদের কিছু বলেনা
'(সুযোগে দেশপ্রেমী )

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুদ্ধ যুদ্ধ খেলা হলেও মানুষতো মরছে, ক্ষয় ক্ষতি হচ্ছে।

ধন্যবাদ।

৪| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: কোন যুদ্ধই ভাল নয় তবু যুদ্ধে জুড়ে যাই ভাল থাকবেন কবি দা

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুদ্ধ কখনো কোন ভাল ফল বয়ে আনতে পারেনা।

ধন্যবাদ।

৫| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:১৬

রবিন.হুড বলেছেন: যারা এখন ইউক্রেন আক্রান্ত বলে হা হুতাশ করে মানবতার পক্ষে অবস্থান নিচ্ছেন তারা ফিলিস্তান আক্রান্তের সময় কি করেছিলেন?

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই প্রতিটি মুসলিমে প্রলিস্তেনের পাশে থাকা উচিৎ। বিবেকবান মানুষ কখনো কোন অন্যায় যুদ্ধের পক্ষে অবস্থান করতে পারেনা।

ধন্যবাদ।

৬| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৪:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফগানিস্তানে কানমলা খেয়ে রাশিযার আক্কেল হয়নি, এখন গেছে ইউক্রেনে কানমলা খেতে। আর ইউক্রেনও বুঝুক ইজরাইলী আগ্রাসনে কেমন আছে ফিলিস্তিনিরা। তারাতো এতকাল ইজরাইলী আগ্রসনকে সমর্থন করেছে, এখন তারা রাশিয়ার আগ্রসন কেমন লাগে বুঝুক।

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ইউক্রেনের একটা িশক্ষা েহাক।


তবু যুদ্ধ কখনো কোন ভাল ফল বয়ে আনতে পারেনা।

যুদ্ধ কাম্য নয়। ধন্যবাদ।


৭| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

স্প্যানকড বলেছেন: পশ্চিমা মিডিয়া যে হারে ইউক্রেনিদের বীর আখ্যা দিচ্ছে অমন ফিলিস্তিন দের দিলে দুনিয়া অন্য দিকে হাঁটতো ! আর আমরা ও কিছুটা পশ্চিমাদের মতন আচরণ করছি । ভালো থাকবেন।

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পশ্চিমাদের হাতে মিডিয়া নিয়ন্ত্রিত হয় বলেই সাধারন ফিলিস্তিনিরা হয়ে যায় জঙ্গি। নয়তো তারা বীরের আখ্যা পেত।

যুদ্ধ মানব জাতির শত্রু।

ধন্যবাদ।

৮| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সাধারমত কোনো মুসলিম দেশে যুদ্ধ হলে- আমাদের দেশের মোল্লারা জুম্মার নামাজের শেষে বায়তুল মোকাররমে চিৎকার চ্যাচামেচি করে। ইউক্রেন এঁর জন্য কেন চিৎকার চেচামেচি করছে না। তাঁরা মুসলমান না হোক। মানুষ তো।

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই মানুষ।

মসলিম মানেই ভাই ভাই তাইতো বিশ্বের যেখানে মুসলিম আক্রান্ত হয় প্রতিবাদ হয় সবখানে।

যুদ্ধ কোন ভাল কিছু দিতে পারেনা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.