নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ কেবল এমন অমাবিক হৃদয় বিদারক দৃশ্য উপহার দিতে পারে

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৩




পাঁচ বছর বয়সী আয়লান কুর্দীর মরদেহ নিচ্ছে তুর্কী কোস্টগার্ড। মৃত আয়লান নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেক।





আলেপ্পোর একটি বিধ্বস্ত ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত ওমরানকে। হায় যুদ্ধ হায় মানবতা।





সত্যিই ছবি কথা বলে। ২০১৮ সালে সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকার শরণার্থী এক শিশুর ছবি সারাবিশ্বকে নাড়া দিয়েছিল। শিশুটির মুখ বুঝিয়ে দিচ্ছিলো তার কঠিন পরিস্থিতি।












এমন কত শত ছবি যে আমরা দেখছি বুকে বেদনা চেপে। তাই কোন যুদ্ধ চাইনা। যুদ্ধবিহীন সুন্দর পৃথিবী কাম্য।

ছবি-প্রথম আলো, বিবিসি ও ফেসবুক থেকে নেওয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১১

জুল ভার্ন বলেছেন: আজকে যারা মানবতার কান্নায় শোরগোল তুলেছে তখন তারা নিশ্চুপ ছিলো।

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা।
মুসলিম দেশ আক্রান্ত হলে মানবতার স্লোগানধারী পশ্চিমা অনেক দেশ নিশ্চুপ থাকে।

ধন্যবাদ।

২| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২১

স্প্যানকড বলেছেন: মিডিয়া যে কত বড় চুতমারানি এখন চাক্ষুষ দেখছি । ইউক্রেনিরা মারলে সেল্ফ ডিফেন্স আর ফিলিস্তিন মারলে সন্ত্রাসী ! ছিঃ ! কি জঘন্য এ রাজনীতি । ভালো থাকবেন।

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

ওরা নামেই শুধু ভদ্র, সভ্য । ওদের ওই ভদ্রতার মুখোশ খুলে যায় যখন মসলিম কোন দেশ আক্রান্ত হয়।

৩| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: মানুষ এখন ভুলে গেছে স্বার্থপর
দুনিয়াদারি এমনটাই------

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই নিষ্পাপ শিশুগুলোর জীবন যারা কেড়ে নিল ওদের পরিণতিও এমন হোক।

ধন্যবাদ।

৪| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এই যুগে এসেও মানুষ কেন যুদ্ধ করে!!! তাহলে কি মানুষ আজও সভ্য হয়ে উঠেনি?

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সভ্য হয়েছে কিন্তু অসভ্যতার বীজ গোপনে বয়ে গেছে।

৫| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

বিশ্ববিবেক নাড়া দিবে বছরের পর বছর যুদ্ধ চললে ও এমন কিছু ছবি নজরে আসলে।

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা, মন খারাপ করা।

০৩ রা মার্চ, ২০২২ দুপুর ২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুদ্ধ নামের অভিশাপে ওরা মরে গেল, এই মৃত্যুর বিচার কেবল পরকালেই পাবে কেই কেউ দুনিয়াতেও পাবে।

ধন্যবাদ।

৭| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:৩৩

গরল বলেছেন: দুনিয়াতে প্রায় ১০ কোটির মত মুসলিম যার মধ্যে মোটামুটি দুই কোটির বেশী শিশু আজ চড়ম অমানবিক পরিস্থিতির স্বীকার। সারা দুনিয়াতে একশ কোটিরও বেশী মুসলিম আছে তারা কি এদের জন্য এত দোয়া করে তাও কেন আল্লাহ একজন মুসলিমেরও দোয়া কবুল করে না? এটা কি এমন যে এই একশ কোটির মধ্যে একজনেরও দোয়া কবুল করার যোগ্য না নাকি আল্লাহ শুধু মাত্রই তামাশা দেখছে?

০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।
না আল্লাহ তাআলা তামাশা দেখছেন না । পরীক্ষা করেছেন। দোয়া কবুলের কিছু শর্ত আছে সে সব শর্ত পূরণ না হলে দোয়া কখনো কবুল হবে না।

৮| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব দৃশ্য দেখলে নিজেকে অপরাধী মনে হয়। এইসব যুদ্ধ যারা বাধাচ্ছে তাদের কথা চিন্তা করলে বুঝতে পারি কেন আল্লাহতায়ালা জাহান্নাম সৃষ্টি করেছেন।

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝে মাঝে ভাবি এইসব সাধারণ নারী-পুরুষ-শিশুদের অমানবিক মৃত্যুর জন্য যারা দায়ী তাদের পরিণতি কী হবে ।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.