নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সবিনয়ে অনুরোধ করছি-
আমাকে একটি অস্ত্র দাও
সকলের মতো আমিও যুদ্ধে যাবো
শত্রুর আগ্রাসন রুখে দিব ।
আমি কিশোর বলে অবহেলা করোনা
শত্রু নিধনে হবো অকোতভয়
হয়তো লড়াই করে মরে যাবো
নয়তো স্বাধীনতার দেখা পাবো।
আমাকে একটি অস্ত্র দাও
নক্ষত্রখচিত আকাশে আগুন ধরাবো
বাংলার জলে-স্থলে কোথাও
দুশমনকে গাড়তে দেবনা ঘাঁটি ।
আমি রক্তের শপথ করে বলছি-
আমার বাবার লাশের পাশে
উচ্চারিত শব্দ গুলো শক্তি দাও
আমাকে যুদ্ধের সৈনিক করে নাও ।
আমাকে একটি অস্ত্র দাও
একটি কাঙ্খিত অস্ত্র পেলে
আমার স্বপ্ন সত্যি হবে
বাংলাদেশ স্বাধীন হবে।
০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: যেহেতু মার্চ মাস তাই আমি বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে কবিতা লিখেছি।
ধন্যবাদ আপনাকে।
২| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার স্বপ্ন সত্যি হোক । কবিতা ভালো লেগেছে ভাইয়া ।
০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ তানিম ভাই ।
ভালো থাকবেন।
৩| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: আগে আপনি ট্রনিং সম্পূর্ন করুণ। তারপর আপনাকে অস্ত্র দেওয়া হবে।
০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: যুদ্ধে যোগদান এর পরেও ট্রেনিং করা যায়।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার সময় প্রথমদিকে ভাবছিলাম, আপনি কোন ইউক্রেনীয় যুবকের কথা বলছেন কিনা। কিন্তু শেষের দু'লাইনে এসে বেশ কনফিউজড হয়ে গেলাম।