নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

একই অপরাধে অপরাধী হয়ে সানি লিওন কেন বেশি পবিত্র থাকবে।

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪





অপরাধ যে করে সেই অপরাধী সেটা ছোট হোক কিংবা বড় হোক। গুনার কাজ যে করে সেই গুনাগার সেটা নারী হোক কিংবা পুরুষ।

সানি লিওন একজন সাবেক পর্নোতারকা। সে পাপাচারকে পেশা হিসেবে নিয়েছে। যেখানে পাপ প্রকাশ করাও পাপ সেখানে পাপকে বা গুনাহকে গুনাহ মনে না করার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি ও কঠিন পরিণতি।

ব্যভিচার যে করে সে নারী হোক, পুরুষ হোক বা জেনারেল শিক্ষিত হোক, আলেম হোক সমান অপরাধী। এর মধ্যে যে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত সে আরও বেশী গুনাহগার পবিত্র তো দূরের কথা।

আজকের প্রজন্মর অনেকেই টিভি দেখাকে গুনাহ মনে করেনা, টিভি দেখা ও আরও অনেক গুনাহের কাজকে স্বাভাবিক মনে করছে। অথচ আমরা ছোট বেলা থেকেই এটা মনে করতাম যে টিভি দেখছি মজা পাচ্ছি কিন্তু গুনাহ হচ্ছে।


সানি লিওন যে পাপ কাজ করছে সেটা ভিডিও দেখলেই বুঝা যাবে অন্যথায় বুঝা যাবেনা এটা কেমন কথা। পত্র পত্রিকায় সানির যে কোন নিউজ যখন উঠে আসে সবার আগে লিখা থাকে পর্ণ তারকা। তাই একজন পর্ন তারকা কি করেন তা শিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষ মাত্রই বুঝতে পারেন, সেটা বুঝার জন্য লুকিয়ে ভিডিও দেখার প্রয়োজন হয়না।

মাদ্রাসায় যে শিশুরা থাকে তাদের মধ্যে কেউ কেউ বলৎকারের শিকার হয় যা জঘন্য ও ভয়াবহ। যে এই কাজ করে সে হোক আলেম বা অন্য কেউ সে চরম গুনাহগার। তো এই গুনাহগার ও সানি একই পাপে পাপী তাহলে সানি কেন বেশি পবিত্র হবে?

ভাল মন্দ সব জায়গায় আছে ? জেনারেল শিক্ষায় শিক্ষিত শিক্ষকওতো ছাত্রী ধর্ষন ও ছাত্র বলাৎকার করেন তাই বলে কি সব শিক্ষক দায়ী। তেমনি দু’একজন আলেমের জন্য সব আলেম কেন দায়ী হবে।

ছোট ছোট বাচ্চাদের হুজুররা যে যত্ন নেন, খাবার খায়িয়ে দেন, পরিচর্যা করেন সেটা কখনো সেভাবে উঠে আসেনা পত্র পত্রিকায়, মিঠিয়ায় যেমনটা মন্দটা উঠে আসে।

অপরাধ যে করে সেই অপরাধী তাদের পক্ষ নেওয়ার কোন কারণ নেই আর একটি গোষ্ঠীর একজন দুজনের জন্য পুরো গোষ্ঠীকে দায়ী করা বোকামী।

এই রমজানে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, সবাই ভাল থাকুন।



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: আসলে সমাজে কিছু বুদ্ধি-প্রতিবন্ধী মানুষ সব সময়েই পাবেন, যারা অগ্র-পশ্চাৎ বিবেচনা না করেই বহুকিছু বলে বসে। এদের মানসিক পরিপক্কতা আসে নাই। এদেরকে ইগনোর করা ভালো। তবে, আমি এটাও জানি যে, সব সময়ে এটা করা যায় না। যেমন, এই ক্ষেত্রে আপনি পারেন নাই।

আমাদের প্রতিটা অন্যায়কেই আলাদাভাবে বিচার করতে হবে। একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলে তুলনামূলক চিন্তা-ভাবনা করা একধরনের নির্বুদ্ধিতা। পর্ণ ইন্ডাস্ট্রি একটা সমাজকে ভুলপথে পরিচালিত করে, এটা ক্ষতিকর কোন রকমের সন্দেহ ছাড়াই। তেমনি, ধর্ষকামী তথাকথিত মাদ্রাসা শিক্ষকেরা সমাজের ভবিষ্যতকে কলুষিত করছে। শিশুদের অনেকেরই ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। এরা অনেকেই বড় হচ্ছে মানসিক ভারসাম্যহীন ভাবে। এটাও চরম সত্য।

তাই বলে, এইটার চেয়ে ওইটা খারাপ কিংবা ওইটার চেয়ে এইটা ভালো বলার কোন অবকাশ নাই।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেছেন । আমি এটাই বলতে চেয়েছি অপরাধ অপরাধ-ই। গুনাহ গুনাহ-ই। একটার সাথে অন্যটা গুলিয়ে ফেলা ঠিক না।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।

ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা ভাল থাকবেন

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৩| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


পবিত্রতা মাপার একক কি?

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উত্তম চরিত্র দিয়ে ব্যক্তির পবিত্রতা বুঝা যায়।


ধন্যবাদ।

৪| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৭

জুল ভার্ন বলেছেন: আমাদের জগত সংসারে পবিত্র/অপবিত্র বিচার করার মহাপুরুষ কে?

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিচার দিনের একমাত্র বিচারক আল্লাহ।

৫| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সানি লীওন পবিত্র কি অপবিত্র সেটা আমরা কীভাবে জাজ করতে পারি? তার ভিডিওগুলো না দেখলে তো সম্ভব না!!!

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটা পোস্টে বলা আছে । আপনি কিভাবে এরকম প্রশ্ন করলেন এই মাহে রমজানে?

৬| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাঠাল পাতা খেকোদের পক্ষেই বলা সম্ভব সানি অনেক গুণ বেশী পবিত্র।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।


ধন্যবাদ।

৭| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের সঠিক বুঝদান দান করুন

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন।


ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি জানেন সর্বপ্রথম জাহান্নামি কে? সর্বপ্রথম জাহান্নামি একজন মওলানা।

কেন জানেন? কারণ সে আলেম হয়েও পৃথিবীতে সানির চেয়েও ভয়ংকর পাপ করছে।

স্বয়ং আল্লাহ আগে থেকে জানতেন এসব আলেম নামধারী জালিমরা স্বয়ং শয়তান কে হার মানাবে।

সানি লিওন তো একটা উপমা মাত্র।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। সবার আগে তিন ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না। অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে— তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ।

যে যে পাপ করবে সে অনুযায়ী শাস্তি পাবে এখানে কারো পক্ষ বিপক্ষ নেয়ারতো কিছু নেই ভাই।

ধন্যবাদ।

৯| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: একটি গোষ্ঠীর একজন দুজনের জন্য পুরো গোষ্ঠীকে দায়ী করা বোকামী।


এই সহজ জিনিসটা কোন কোন গোষ্টির পক্ষে মেনে নেয়া খুব কঠিন।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই কঠিন। এ ধরনের ঘটনা ওই সোষ্ঠীর কেউ যেন আর ঘটান সেই কামনা করি।

ধন্যবাদ।

১০| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে সানি টানি এগুলো কথা নয় কাঠাল পাতা খেকোর মূল সমস্যা ইসলামের ধর্মগুরুরা অর্থাৎ মাওলানারা; মাওলানা নাম শুনলেই চুলকানী শুরু হয়।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষের মনের খবর এক মাত্র আল্লাহ বলতে পারেন।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

ধন্যবাদ।

১১| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকবারই তো বলছি ওসব মোল্লাগো চেয়ে সানি বেশী পবিত্র কারণ সানি নিজেকে মুসলিম দাবী করে না। আমি নিষ্পাপ আমি নিষ্পাপ বলে গলাবাজি করেনা। পবিত্র বলতে বুঝানো হয়েছে সে ওসব মোল্লাদের মতো ভন্ডামি করেনি।

২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কখনোই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.