নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্পটি বিষাদের। আসর গল্পটি কষ্টের। গত ১৬/০৪/২২ তারিখ বন্ধের দিন নিত্য নৈমিত্তিক কাজ শেষে মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি গোসলে ঢুকলাম।
মেয়ের মা খাবার রুমে কাজে ব্যস্ত। এদিকে মেয়ে আমার চুল আঁচড়ানোর জন্য ড্রেসিং টেবিল থেকে চিরুনি বের করেছে আর মুখে স্নো দেওয়ার জন্য ড্রয়ার বের করতেই একটা মালার পুথি তার নজরে পড়েছে।
সে ওই পুথি নিয়ে খেলা করতে করতে তার নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে এবং একটু পরেই আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই নাক থেকে পুথিটি বের করতে না পেরে দৌড়ে তার মা'র কাছে গিয়ে বলল, মা, মা বের করে দাও। নাক থেকে বের করে দাও।
মেয়ের কথা শুনে তার মা কাজ ফেলে বলল, তোমার নাকে কি হয়েছে ? মেয়ে তখন কাঁদো গলায় বলল পুঁথি।
-আল্লাহ পুঁথি কেমনে ঢুকলো নাকে মধ্যে ! দেখি দেখি বলে, সে দেখল পুঁথি অনেক দূর গিয়ে নাকে আটকে আছে। সামান্য একটু দেখা যাচ্ছে।
এবার মা মেয়ে দুজনেই বাথরুমের দরজার সামনে হাজির। বাবুর মা আতঙ্কিত গলায় বলতে লাগলো, বাবুর নাকে পুঁথি ঢুকেছে তাড়াতাড়ি বের হন। বাবুর সর্বনাশ হয়েছে।
আমি সবেমাত্র পানি দিয়ে শরীর ভিজিয়েছি। এ অবস্থায় দরজা খুলে বাবুকে তার মাথাটা ধরে একটু নিচু করে জোরে হাঁচি দিতে বললাম কিন্তু কোন কাজ হলোনা।
এদিকে বাবু বলছে, আমাকে নিচে নিয়ে যাও মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে।
আমি ওর মাকে বললাম, নাকে হাত দিয়ে বা কিছু দিয়ে খোঁচাখুঁচি করবে না। বাবুকে কোলে রাখো আমি গোসল থেকে বের হয়ে ফার্মেসিতে নিয়ে যাচ্ছি।
বাবু আমার কোলে ভয়ে কান্না করার মত অবস্থা। আমি অভয় দিয়ে বললাম ঠিক হয়ে যাবে তুমি ভয় পেয়ো না। ফার্মেসির ছেলেটি দেখে বলল, বের করাটা বেশ কঠিন হবে। পুথি অনেক দূরে চলে গিয়েছে। নাকের যে পাশে পুথি ঢুকেছে সে পাশ দিয়ে বাবু শ্বাস নিতে পারছে না। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি এই রমজানে এই বিপদ থেকে উদ্ধার করো।
ছেলেটি দুবার চেষ্টা করেও পুঁথি বের করতে পারলো না। আমি তাকে বললাম, তুমি যদি মনে করো যে পুথি বের করতে পারবে না তাহলে আমাকে বলো আমি হাসপাতলে চলে যাই।
ছেলেটি বলল একটু ধৈর্য ধরুন। সে একটা ঔষধ বের করে সেটা বাবুর নাকে দিয়ে দিল। কিছুক্ষণ পর বাবু হাঁচি দিতে শুরু করলো এবং আমি আমার গেঞ্জির একটা অংশ বাবুর নাকের সামনে মেলে ধরলাম ছেলেটির কথামত তারপর প্রচন্ড জোরে হাঁচির সাথে সেই পুথি বের হয়ে আসলো।
চঞ্চল বাচ্চাদের আরও বেশি নজরে রাখা উচিৎ। ভাল থাকুন সকল শিশুর শিশুকাল।
এই ভয় ও বেদনাময় গল্পটি মনে হইলেই বুকের ভিতর একটা অস্বস্তি টের পাই।
ছবি-নিজের তোলা।
২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আপনার ছেলেরা বিপদ থেকে রক্ষা পেয়েছে জেনে ভাল লাগলো।
অভিজ্ঞতা শেয়ারে ধন্যবাদ।
আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা।
২| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনার মেয়ের বয়স জানি না; মনে হয়, ৪ বছরের আশেপাশে; স্নো-পাউডার, গলায় চেইন, পুতি, ইত্যাদি একটু বেশী হয়ে যাচ্ছে। পাউডার ভয়ংকর জিনিষ; টেলকম পাউডার সম্পর্কে গুগলে পড়ে দেখবেন।
২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর চার মাস গেলে ৪ বছর হবে।
ধন্যবাদ উপদেশ দেয়ার জন্য।
৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৫
জুল ভার্ন বলেছেন: এধরনের দুর্ঘটনা বাচ্চাদের বেলা হয়েই থাকে- অমন পরিস্থিতিতে ভয় পাবেন না। খুব স্বাভাবিক ভাবে, অনেকটা খেলার ছলে পরিস্থিতি হ্যান্ডল করতে হবে।
২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জ্বী ঠিক বলেছেন। ধন্যবাদ।
৪| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৭
মরুর ধুলি বলেছেন: আল্লাহ হেফাজত করুন।
২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন।
ধন্যবাদ।
৫| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০২
গেঁয়ো ভূত বলেছেন: আলহামদুলিল্লাহ।
২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুকরিয়া সহজেই বিপদ থেকে রেহাই পেয়েছি।
ধন্যবাদ।
৬| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৮
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ছোটবেলায় আমার নিজেরই একবার এরকম হয়েছিলো।
২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনার নিজের ঘটনাটা বলার জন্য।
৭| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: কি ভয়ানক অবস্থা!
যাক সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ও যে সম্পূর্ণ সুস্থ হতে পেরেছে এটাই খুবই আনন্দের বিষয়। শুভেচ্ছা আপনার গোটা পরিবার বর্গ কে।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহর রহমতে এখন ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৮| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩
ইসিয়াক বলেছেন: যাক বিপদ থেকে রক্ষা পেয়েছে। মা- মণি এখন ভালো আছে জেনে ভালো লাগলো।
দোয়া রইলো।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহর রহমতে এখন ভালো আছে। ধন্যবাদ ভালো থাকবেন।
৯| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: এমনটা বাচ্চাদের প্রায়শই হয়, সাবধান থেকেও লাভ হয় না। সবচেয়ে বিপদজনক হয়ে যায় গলায় কয়েন আটকে গেলে।
আপনার মেয়ের জন্য শুভকামনা রইলো।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক বড় ধরনের কোনো বিপদ হয়নি। ধন্যবাদ, শুভকামনা।
১০| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
জটিল ভাই বলেছেন:
মামনির জন্যে অনেক-অনেক দোয়া আর ভালবাসা ♥♥♥
২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন । ধন্যবাদ।
১১| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৩
জগতারন বলেছেন:
আজকের গল্প শিক্ষামূলক ও খুব উপভোগ্য।
আপনার পড়িবারের আমার শুভকামনা রহিল।
২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: আমারও দু্ছেলে মেজ ও ছোট নাকের পুথি গেয়েছিল মেজার হাসপাতালে যাওয়া লাগছে আর ছোটটার আল্লাহ রহমতে ও মা নাক থেকে পুথি বাহির করেছেন যাক মহান আল্লাহ রক্ষা করেছেন ।
কবি দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন--------